পাতা:বঙ্কিমচন্দ্রের উপন্যাস গ্রন্থাবলী (দ্বিতীয় ভাগ).djvu/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় খণ্ড 安 ञ्तच्चकTi-खञ्जन्झड्डी '; প্রথম পরিচ্ছেদ

  • فاق

সীতারাম প্রথমাবধিই ভ্রর বহুবিধ অনুসন্ধান করিয়াছিলেন। মাসের পর মাস গেল, বৎসরের পর বৎসর গেল । এই কয় বৎসর সী হারাম ক্রমশঃ শ্রীর অনুসন্ধান করিতেছিলেন । তীর্থে তীর্থে, নগরে নগরে তাহার সন্ধানে লোক পঠাইয়াছিলেন । কিন্তু কোন ফল দর্শে নাই। অন্য লোকে শ্ৰীকে চনে ন বলিয়। সন্ধান হইতেছে না, এই শঙ্কায় গঙ্গারামকেও কিছু দিনের জন্য রাজকাৰ্য্য হষ্টতে অপস ত করিম এই কার্য্যে নিযুক্ত করিয়াছিলেন । গঙ্গারামও বহু দেশ পর্য্যটন করিয়া শেষে নিস্ফল হইয়। ফিরিয়৷ আসিয়াছিল । শেষে সীতারাম স্তির করিলেন যে, আর শ্রীকে মনে স্থান দিবেন না । রাজ্যস্থাপনেই চিন্তনিবেশ করিবেন । তিনি এ পর্য্যন্ত প্রকত রাজা হয়েন নাই, কেন না, দিল্লীর সম্রাট জাহাকে সনন্দ দেন নাই । তার সনন্দ- পাইবার অভিলাস হুইল । সেই অভি প্রায়ে তিনি অচিরে দিল্লীষাত্র করিবেন, ইহা স্তির করিলেন । - কিন্তু সময়ট বড় মন্দ উপস্থিত হইল । কেন না, হিন্দুর হিন্দুয়ানি বড় মাথ! তুলিয়। উঠিভেছিল । মুসলমানের তাহ অসহ্য হইয়। উঠিল । নিজ মহম্মদপুর উচ্চচূড় দেবালয়সকলে পরিপূর্ণ হইয়াছিল। নিকটে গ্রামে গ্রামে, নগরে নগৰে, গৃহে গৃহে দেবালয় প্রতিষ্ঠা, দৈবোংসব, নৃত্যগীত, হরিসংকীৰ্ত্তনে দেশ চঞ্চল হইয়। উঠিল । আবার এই সময়ে মহাপাপিষ্ট মনুষ্যাধম মুরশিদকুলি খ ম মুরশিদাবাদের মসনদে আরূঢ় থাকায়, সুবে বাঙ্গালার আর সকল প্রদেশে হিন্দুর উপর অতিশয় অত্যাচার হইতে লাগিল—বোধ হয়, ইতিহাসে তেমন তা ত্যাচার আর কোথাও লিখে না। মুরশিদকুলি খা শুনিলেন, সৰ্ব্বত্র হিন্দু ধূলাবলুষ্ঠিত, কেবল এইখানে তাহদের বড় প্রশ্ৰয় ।

  • ইংরেজ ইতিহাসবেত্ত্বগণের পক্ষপাত এবং কতকটা অজ্ঞতানিবন্ধন সেরাজ-উদ্দৌল ঘৃণিত, মুরশিদকুলি খণ প্রশংসিত। মুখশিদের তুলনায় সেরাজ-উদ্দৌল দেবতাবিশেষ ছিলেন ।

তখন তিনি তোরাব, খার প্রতি আদেশ পাঠাইলেন— “সীতারামকে বিনাশ কর।” অতএব ভূষণায় সীতারামের ধ্বংসের উদ্যোগ হইতে লাগিল । তবে উদ্যোগ কর’ বলিবামাত্র উদ্যোগটা হইয়া উঠিল না । কেন না, মুরশিদকুলি খাঁ সীতারামের বধের জন্য হুকুম পঠাইয়াছিলেন, ফৌজ পাঠান নাই । ইহাতে তিনি তোরাবের প্রতি কোন অবিচার করেন নাই, মুসলমানের পক্ষে তাহার অবিচার ছিল না । তখনকার সাধারণ নিয়ম এই ছিল যে,—সাধারণ শান্তিরক্ষার কার্য্য ফৌজদারের। নিজবায়ে করিবেন –বিশেষ কারণ ব্যতীত নবাবের সৈন্য ফৌজদারের সাহায্যে অসিত না । এক জন জমাদারকে শাসিত করা, সাধারণ শাস্তিরক্ষার কার্য্যের মধ্যে গণ, তাই নবাব কোন সিপাই পাঠাইলেন ম। এ দিকে ফৌজদার হিসাব করিয়া দেখিলেন যে, যখন শুন! যাইতেছে যে, সীতারাম রায় আপনার এলাকfর সমস্ত ব:প্রাপ্ত পুরুষদিগকে অস্ববিদ্য। শিখাইয়াছে, তখন ফৌজদারের যে কয় শত সিপাহী আচে, তাহ লষ্টয়। মহম্মদপুর আক্রমণ করিতে যাওয়| বিপেসু হয় না । অতএব ফৌজদারের প্রথম কাৰ্য্য সিপাহীর সংখ্যা বুদ্ধি করা । সেট তুষ্ট এক দিনে হয় না । বিশেষ তিনি পশ্চিমে মুসলমান --দেশী লোকের যুদ্ধ করিবার শক্তির উপর তাহার কিছুমাত্র বিশ্বাস ছিল না । অতএব মুরশিদাবাদ বা বেঙ্গার বা পশ্চিমাঞ্চল হইতে সুশিক্ষিত পাঠান আনাইতে নিযুক্ত হইলেন । বিশেষতঃ তিনি শুনিয়াছিলেন যে, সীতারাম ও অনেক শিক্ষিত রাজপুত ও ভোজপুরী ( বেহারবার্স ) আপনার সৈঙ্গমধ্যে নিবিষ্ট করিয়াছেন । কাজেষ্ট তদুপযোগী সৈন্য সংগ্ৰহ না করিয়া সীতারামকে ধ্বংস করিবার জন্ত যাত্র করিতে পারিলেন না। তাহাতে একটু কালবিলম্ব হইল, তত দিন যেমন চলিতেছিল, তেমনই চলিতে লাগিল । তোরাব খাঁ বড় গোপনে গোপনে এই সকল উদ্যোগ করিতেছিলেন । সীতারাম অগ্ৰে যাহাতে কিছুই না জানিতে পারে, হঠাৎ গিয়া তাহার উপর ফোঁজ লইয়৷ পড়েন, ইহাই তাহার ইচ্ছা ; কিন্তু সীতারাম সমুদয়ই