পাতা:বঙ্কিমচন্দ্রের উপন্যাস গ্রন্থাবলী (দ্বিতীয় ভাগ).djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুর্গেশনন্দিনী সাক্ষাতে এ কথা পাড়িলে ঝাটা লাথি না খ্ৰীষ্ট্র ত বিস্তর ” “তবে কেন ?”—তিলোত্তম অধোবদনে, আফুটস্বরে, পুথিবীপানে চাহিয়া এই দুইটি কথা বলিলেন, —“তবে কেন ?” বি । কেন ? আমি রাজপুলের নিকট স্বীকার করিয়া আসিয়াছিলাম, আজ রাত্রে তাহার সহিত সাক্ষাৎ করিয়া পরিচয় দিব । শুধু পরিচয় পাইলে কি হইবে ? এখন ত পরিচয় দিই, তার পর তাহার কৰ্ত্তব্যাকৰ্ত্তব্য তিনি করিবেন । রাজপুত্র সদি তোমাতে অনুরক্ত হল,—” 7 তিলোত্তম তাহাকে আর বলিতে ন দিয়া মুখে বস্ত্ৰ দিয়া কহিলেল,—“তোমার কথা শুনিয়া লজ্জা করে ; তুমি যেখানে ইচ্ছ।-সেখানে যাও না কেন, অfমার কথা কাহাকে ও বলিও না ; আর তামার কাছে কাহারও কথা বলিও না ।” বিমলা পুনৰ্ব্বার হাসিয়া কহিলেন,-“ভবে, এ বালিকাবয়সে এ সমুদ্রে ঝাপ দিলে কেন ?" তিলোত্তম কতিলেন,-“তুষ্ট বা ! আমি আর তোর কোন কথা শুনিব না ।” লি । তবে আমি মন্দিরে যাব ন! । তি । আমি কি কোথাও যেতে বারণ করিতেছি ? যেখানে ইচ্ছা, সেখানে যা ও না । বিমলা হাসিতে লাগিলেন ; আমি যাইব ন৷ ” তিলোত্তম পুনরায় অধোমুখী হইয়। কহিলেন, —“যাও ।” বিমল! আবার হাসিতে লাগিলেন । কিয়ৎক্ষণ পরে কইলেন,—“আমি চলিলাম, আমি যতক্ষণ না আসি, ততক্ষণ নিদ্রা যাইও ন৷ ” তিলোত্তম। ঈষৎ হাসিলেন ; সে হাসির অর্থ এই যে, “নিদ্রা অাসি:ব কেন ?” বিমলা তাহ বুঞ্চিতে পারিলেন । গমনকালে বিমলা এক হস্ত তিলোত্তমার ংসদেশে ন্যস্ত করিয়া, অপর হস্তে র্তাহার চিবুক গ্রহণ করিলেন এবং কিমৃৎক্ষণ র্তাহার সরল প্রেমপবিত্র মুখপ্রতি দৃষ্টি করিয়া, সক্ষেতে চুম্বন করিলেন : তিলোত্তম দেখিতে পাইলেন, যখন বিমলা চলিয়া যান, তখন র্তাহার চক্ষে এক বিন্দু বারি রহিয়াছে । কক্ষদ্বারে আশমানী আসিয়৷ বিমলাকে কহিল, —*কৰ্ত্ত তোমাকে ডাকিতেছেন ।” তিলোত্তম। শুনিতে পাইয়া, আসিয়া কাণে কাণে কহিলেন—“বেশ ত্যাগ করিয়া যাও ” বিমলা কহিলেন;–“ভয় নাই ।” Roi—o কহিলেন,~—“তবে X % বিমল বীরেন্দ্রসিংহের শম্নকক্ষে গেলেন । তথtঞ্জ

    • বীরেন্দ্ৰসিংহ শয়ন করিয়া রহিয়াছেন । এক দাসী

পদ-সেবা, অন্সে ব্যঞ্জন করিতেছিল। পালঙ্কের নিকট উপস্থিত হইয়া বিমল কহিলেন,--“আমার প্রতি কি ! আজ্ঞা ?” বীরেন্দ্ৰসিংহ মস্তকোন্তোলন করিয়া চমৎকৃত হইলেন, বলিলেন,--“বিমলা, তুমি কৰ্ম্মান্তরে ষাইবে না কি ?” বিমলা কহিলেন, ---“আজ্ঞ । অামার প্রতি কি অজ্ঞ ছিল ?” বী । ভিলোত্তম কেমন আছে ? শরীর অসুস্থ চিল, ভাল হইয়াছে ? পি । ভাল হইয়াছে । বাঁ । তুমুি আমাকে ক্ষণেক ব্যঞ্জন কর, আশমানী তিলোত্তমাকে আমায় নিকট ডাকিয়া আমুক । ব্যঞ্জনকারিণী দাসী ব্যঞ্জন রাখিয় গেল । মিল আশমানীকে বাহিরে দাড়াইতে ইঙ্গিত করিলেন । বীরেন্দ্র অপর দাসাকে কহিলেন,— “লছমণি, তুষ্ট আমার জন্য পান তৈয়ার করিয়া আল্‌ o পদ-সেবাকারিণী চলিয়। গেল । বী । বিমলী, হেলমার তাঞ্জ এ বেশ কেন ? বি । আমার প্রয়োজন আছে । বা ! কি প্রয়োজন তাছে, আমি শুনিব । বি । তবে শুনুন বলিতে বলিতে বিমলা মন্মথ শররূপী চক্ষুদ্ধয়ে বীরেদের প্রতি দৃষ্টিপাত করিতে লাগিলেন, “তবে শুনুন, আমি এখন অভিসারে গমন করিব।” বা । যমের সঙ্গে না কি ? বি । কেন, মানুষের সঙ্গে কি হইতে নাই ? বী । সে মানুষ আজিও জন্মে নাই । বি । এক জন ছাড়া । এষ্ট বলিয়া বিমলা বেগে প্রস্থান করিল । একাদশ পরিচ্ছেদ অtশমানীর দৌত্য এ দিকে বিমলার ইঙ্গিতমত আশমানী গৃহের বাহিরে প্রতীক্ষা করিতেছিল । বিমলা আসিয়া তাহাকে কহিলেন,--"আশমান, তোমার সঙ্গে কোন বিশেষ গোপনীয় কথা আছে ।"