বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্কিমচন্দ্রের উপন্যাস গ্রন্থাবলী (দ্বিতীয় ভাগ).djvu/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* es ৰঙ্কিমচন্দ্রের গ্রন্থাবলী দ্বারবানের বলিল, “রাজা এখন এখানে নাই— - রাজধানী গিয়াছেন " ভৈরবী । তবে যে রাণী এখানে থাকেন, তাহ। কেই জানাও । তার হুকুমে হইবে না ? দ্বারবানেরা মুখ চাওয়াচাওয়ি করিল, চিত্তবিশ। মের অন্তঃপুরে কখনও কেহ প্রবেশ করিতে পায় : নাই—রাজার বিশেষ নিষেধ । রাণীরও নিষেধ । রাজার অবর্তমানে তুই এক জম স্ত্রীলোক ( নন্দার প্রেরিত ) অন্তঃপুরে ঘাইতে চাহিয়াছিল, কিন্তু রাণীকে সংবাদ দেওয়াতে তিনি কাহাকেও আসিতে দিতে নিষেধ করিয়াছিলেন । তবে আবার রাণীকে খবর দেওয়া সাইবে কি ? তবে এ ভৈরবীটার মূৰ্ত্তি দেখিয়৷ ইহাকে মনুষ্য বলিয়। বোধ হয় না —তাড়াইয়া দিলেও সদি কোন গোলমাল ঘটে ! দ্বারবানের সাত পাচ ভাবিয়া পরিচারিকার দ্বারা অন্তঃপুরে সংবাদ পাঠাইল । ভৈরবী আসিতেছে শুনিয়া ঐ তখনই আসিবার অনুমতি দিল । জয়ন্তী অস্তঃপুরে গেল । দেখিয়৷ শ্ৰী বলিল, “আসিয়াছ, ভাল হইয়াছে । আমার এমন সময় উপস্থিত হইয়াছে যে, তোমার পরামর্শ নহিলে চলিতেছে না। " জয়ন্তী বলিল, “আমি ত এই সময়ে তোমার সংবাদ লইতে আসিব বলিয়া গিয়াছিলাম। এখন *:"ল। নগরে শুনিলাম, রাজ্যে না কি ক্ষেৰোগ ? অার তুমি না কি তার কারণ ? টোলে শুনিয়া আসিলাম, ছাত্রেরা সব রঘুর উনবিংশের শ্লোক আওড়াইতেছে। ব্যাপারটা কি ?” ঐ বলিল, “তাই তোমায় পূজিতেছিলাম " ত্র তখন আদ্যোপান্ত সকল বলিল ৷ জয়ন্তী বলিল, “তবে তোমার অনুষ্ঠেয় কৰ্ম্ম করিতেছন। কেন ?" ঐ । সেটা বুঝিতে পারিতেছি না । জয়ন্তী। রাজধানীতে বাও । রাজপুরীমধে। মহিষী হইয়া বাস কর । সেখানে রাজাব প্রধান মন্ত্রী হইয় তাহাকে স্বধৰ্ম্মে রাখ। এ তোমারই কাজ । ঐ ! তা ত জানি না । মহিষীর ধৰ্ম্ম ত শিখি নাই ৷ সন্ন্যাসিনীর কৰ্ম্ম শিখাইয়াছ, তাই শিখিয়াছি। যাহা জানি না, যাহা পারি না, সেই ধৰ্ম্ম গ্রহণ করিয়া সব গোল করিব । সন্ন্যাসিনী মহিষী হইলে কি মঙ্গল হইবে ? জয়ন্তী ভাবিল ! বলিল, “তা আমি বলিতে পারি না । তোমা হইতে সে ধৰ্ম্ম পালন হইবে না, বোধ হইতেছে—তাহা হইবার সম্ভাবনা থাকিলে কি এত দূর হয় ?” শ্ৰী। বুঝি সে একদিন ছিল । ষে দিন আঁচল দোলাইয়া মুসলমান সেনা ধ্বংস করিয়াছিলাম—সে দিন থাকিলে বুঝি হইত। কিন্তু অদৃষ্ট সে পথে গেল না সে শিক্ষা হইল না। অদৃষ্ট গেল ঠিক উল্ট পথে---বনবাসে—সন্ন্যাসে গেল । কে জানে, আবার अछूछे*शिब्रिहद ? জ। এখন উপায় ? স্ত্রী । পলায়ন ভিন্ন আর ত উপায় দেখি না । কেবল রাজার জন্য বা রাজ্যের জন্য বলি না । আমার আপনার জন্যও বলিতেছি । রাজাকে রাত্রিদিন দেখিতে দেখিতে অনেক সময়ে মনে হয়, আমি গৃহিণী, উছার ধৰ্ম্মপত্নী । জ। তা ত বটেই । ঐ । তাতে পুরান কথ। মনে আসে ; আবার কি ভালবাসার ফঁাদে পড়িব ? তাই আগেই বলিয়।ছিলাম, রাজার সঙ্গে সাক্ষাং ন করাষ্ট ভাল । শত্ৰু, রাজা লইয়। বারে। জন । জয়ন্তী ! অার এগার জন আপনার শরীরে ? ভারি ত সন্ন্যাস সাধিয়াছ, দেখিতেছি । যাহা জগদীশ্বরে সমর্পণ করিয়াছিলে, তাহ। আবার কাড়িয় লইয়াছ, দেখিতেছি । আবার আপনার ভাবনাও ভাবিতে শিথিয়াছ, দেখিতেছি । একে কি বলে সন্ন্যাস ? ঐ ! তাই বলিতেছিলাম, পলায়নই বিধি কি না । জ । বিধি বটে । শ্রী । রাজ্ঞ বলেন, আমি পলাইলে তিনি আত্মঘাতী হইবেন । জ। পুরুষমানুষের মেয়েভুলান কথা । পুষ্প" শরাহতের প্রলাপ ! ঐ । সে ভয় নাই ? জ। থাকিলে তোমার কি ? রাজা বাচিল কি মরিল, তাতে তোমার কি ? তোমার স্বামী বলিয়া কি তোমার এত ব্যথা ? এই কি সন্ন্যাস ? ঐ ! তা হোক না হোকৃ—রাজা মরিলেই কোন সৰ্ব্বভূতের হিতসাধন হইল ? জ। রাজ মরিবে না, ভয় নাই, ছেলে খেলান হারাইলে কাদে, মরে না । তুমি ঈশ্বরে কৰ্ম্মসন্ন্যাস করিয়া যাহাতে সংষতচিত্ত হইতে পার, তাই কর । শ্ৰী । তা হইলে এখান হইতে প্রস্থান করিতে হয় ।