পাতা:বঙ্কিমচন্দ্রের উপন্যাস গ্রন্থাবলী (দ্বিতীয় ভাগ).djvu/২২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ। এখনই । ঐ । কি প্রকারে যাই, দ্বারবানের ছাড়িবে কেন ? জ। তোমার সে গৈরিক, রুদ্রাক্ষ, ত্রিশূল সবই আছে দেখিতেছি, ভৈরবীবেশে পলাও, দ্বারবানেরা কিছু বলিবে না । ঐ । মনে করিবে, তুমি যাইতেছ? তুমি যাইবে কি প্রকারে ? জয়ন্তী হাসিয়া বলিল, “এ কি আমার সৌভাগ্য । এত কালের পর আমার জন্য ভাবিবার একটা লোক হইয়াছে । আমি নাই যাইতে,পারিলাম, তাতে ক্ষতি কি দিদি ?” শ্ৰী । রাজার হাতে পড়িবে—কি জানি, যদি তোমার উপর ক্রুদ্ধ হন । জ ৷ হইলে আমার কি করিবেন ? রাজার এমন কোন ক্ষমতা আছে কি যে, সন্ন্যাসিনীর অনিষ্ট করিতে পারে । তার পর রাজা জয়ন্তীর উপর ত্রীর অনন্ত বিশ্বাস । সুতরাং শ্ৰী আর বাদানুবাদ না করিয়া জিজ্ঞাসা করিল, “তোমার সঙ্গে কোথায় সাক্ষাৎ হইবে ?" জ৷ তুমি বরাবর—গ্রামে যাও"। সেখানে রাজার পুরোহিতের সঙ্গে সাক্ষাৎ করিও । তোমার ত্ৰিশূল আমাকে দাও, আমার ত্রিশূল তুমি নাও । সে গ্রামের রাজার পুরোহিত আমার মন্ত্রশিষ্য । তিনি আমার চিহ্নিত ত্ৰিশূল দেখিলে তুমি ধ। বলিবে, তাই করিবেন । তাকে বলিও, তোমাকে অতি গোপনীয় স্থানে লুকাইয়া রাখেন । কেন না, তোমার জন্য বিস্তর গোজতন্ত্রাস হইবে । তিনি তোমাকে রাজপুরী মধ্যে লুকাইয়। রাখিবেন । সেইখানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হুইবে । তখন ঐ জয়ন্তীর পদধূলি গ্রহণ করিয়া আবার বনবাসে নিস্ক্রান্ত হইল। দ্বারবানের কিছু বলিল না । সপ্তদশ পরিচ্ছেদ রামচাদ । ভয়ানক ব্যাপার ! লোক অস্থির হয়ে উঠলো । শু্যামচাদ । তাই ত দাদা । আর তিলাৰ্দ্ধ এ রাজ্যে থাক। নয় । 粤 রামচাদ । তা তুমি ত আজ কত দিন ধরে ষাই যাই ক’চ্ছে—যাও নি যে ? সীতারাম । Vođi শুীমৰ্চাদ । যাওয়ারই মধ্যে, মেয়ে-ছেলে সব নলডাঙ্গা পাঠিয়ে দিয়েছি। তবে আমার কিছু লহন। পড়ে রয়েছে, সেগুল যতদূর হয় আদায়ওস্থল ক’রে নিয়ে যাই । আর আদায়-ওস্থল বা কবৃবে। কার কাছে—দেনেওয়ালারাও সব ফেরার হয়েছে । রামর্চাদ। আচ্ছা, আবার নুতন ব্যাপার কি ? কেন এত হাঙ্গাম, তা কিছু জান ? শুনেছি না কি, হাবুজখানায় আর কয়েদী ধরে না, নূতন চালাগুলাতেও ধরে না, এখন না কি গোহালের গোরু বাহির করিয়া কয়েদী রাখছে ? শু্যামচাদ । ব্যাপারটা কি জান না ? সেই ডাকিনীটা পালিয়েছে । রাম । তা শুনেছি । আচ্ছ, সে ডাকিনীটা ত এত যাগযজ্ঞে কিছুতেই গেল না—এখন আপনি পালাল মে ? শু্যাম । আপনি কি ছাই গিয়েছে ? (চুপি চুপি ) বলতে গায়ে কাটা দেয় । সে না কি দেবতার তাড়নায় গিয়েছে । রাম । সে কি ? শু্যাম । এই নগরে এক দেবী অধিষ্ঠান করেন শুন নি ? তিনি কখন কখন দেখ দেন-অনেকেই তাকে দেখেছে । কেন, যে দিন ছোটরাণীর পরীক্ষা হয়, সে দিন তুমি ছিলে না ? রাম সেই তিনিই ! আচ্ছ, বল দেখি, তিনি কে ? খাম । তা তিনি কি কারও কাছে আপনার পরিচয় দিতে গিয়েছেন ? তবে পাচ জন লোকে পাচ রকম বল্‌ছে । রাম ! কি বলে ? শুাম। কেউ বলে, তিনি এই পুরীর রাজলক্ষ্মী, কেউ বলে, তিনি স্বয়ং লক্ষ্মীনারায়ণ জীউর মন্দির হইতে কখনও কখনও রূপধারণ করে বা’র হন, লোকে এমন দেখেছে । কেউ বলে, তিনি স্বয়ং দশভূজা, দশভুজার মন্দিরে গিয়া অন্তৰ্দ্ধান হ’তে তাকে না কি দেখেছে ! রাম । তাই হবে । নইলে তিনি ভৈরবীবেশ ধারণ করবেন কেন ? সে সভায় ত তিনি ভৈরবীবেশে অধিষ্ঠান করেছিলেন ? শু্যাম । তা যিনি হ’ন, অনেক ভাগ্য যে, আমরা তাকে সে দিন দর্শন করেছিলাম । কিন্তু রাজার এমনই মতিচ্ছন্ন ধরেছে যে— রাম । ইঁ—তার পর ডাকিনীটা গেল কি করে শুনি ।