পাতা:বঙ্কিমচন্দ্রের উপন্যাস গ্রন্থাবলী (দ্বিতীয় ভাগ).djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سbه অনায়াসে নিজ মহিষী ও পুত্ৰকল্প ও হতাবশিষ্ট সিপাহীগণ লইয়। মুসলমান কটক কাটিয়া বৈরিশৃঙ্গ স্থানে উত্তীর্ণ হইলেন । মুসলমানের দুর্গ লুঠিতে লাগিল । - এইরূপে সীতারামের রাজ্যধ্বংস হইল । চতুৰ্ব্বিংশতিতম পরিচ্ছেদ শ্ৰী সন্ধ্যার পর জয়ন্তীকে নিভৃতে পাইয়া জিজ্ঞাসা করিল, “জয়স্তি ! সেই গোলন্দাজ কে ?” জয়ন্তী ! যাহাকে মহারাজ কাটিয়া ফেলিয়াছেন ? ঐ তুমি মহারাজকে কাটিতে নিষেধ করিয়াছিলে কেন ? জয়ন্তী ৷ সন্ন্যাসিনীর জানিয়। কি হইবে ? ত্র । না হয় একটু চোখের জল পড়িবে। তাহাতে সন্ন্যাসধৰ্ম্ম ভ্ৰষ্ট হয় না। জয়ন্তী ! চোখের জলই বা কেন পড়িবে ? ঐ ] জীবস্তে আমি চিনিতে পারি নাই । কিন্তু তোমার নিষেধবাক্য শুনিদ। আমি মরা মুখখান! একটু নিরীক্ষণ করিয়া দেখিয়াছিলাম। আমার একটা সন্দেহ হইতেছে। সে ব্যক্তি যেই হউক, আমিই তাহার মৃত্যুর কারণ, আমি তোপের মুখে বুক না দিলে সে অবশু তোপ দাগিত । তাত হুইলে মহারাজ নিশ্চিত বিনষ্ট হইভেন, গোলন্দাজকে তখন আর কে মারিত ? জয়ন্তী। সে মরিয়াছে, মহারাজ বাচিয়াছেন, সে তোমার উপযুক্ত কাজই হইয়াছে—তবে আর কথায় কাজ কি ? ঐ । ভলু মনের সন্দেহটা ভাঙ্গিয় রাখিতে হইবে । জয়ন্তী । সন্ন্যাসিনীর এ উৎকণ্ঠা কেন ? ত্র । সন্ন্যাসিনীই হউক, যেই হউক, মানুষ মানুষই চিরকাল থাকিবে । আমি তোমাকে দেবী বলিয়াই জানি, কিন্তু যখন তুমিও লোকালয়ে লৌকিক লজ্জায় অভিভূত হইয়াছিলে, তখন আমার সন্ন্যাস বিভ্রংশের কথা কেন বল ? জয়ন্তী । তবে চল, সন্দেঙ্গ মিটাইয়া আসি । ৰঙ্কিমচন্দ্রের গ্রন্থাবলী আমি সে স্থানে একটা চিহ্ন রাখিয়া আসিয়াছি— রাত্রেও সে স্থানের ঠিক পাইব । কিন্তু আলো লইয়া যাইতে হইবে । এই বলিয়া দুই জনে খড়ের মশাল তৈয়ার করিয়া তাহা জালিয়া রণক্ষেত্র দেখিতে চলিল ৷ চিহ্ন ধরিয়া জয়ন্তী অভীপ্তিত স্থানে পৌছিল । সেখানে মশালের আলে! ধরিয়৷ তল্লাস করিতে করিতে সেই গোলন্দাজের তদেহ পাওয়া গেল । দেখিয়া ই. র সন্দেহু ভাঙ্গিল না। তখন জয়ন্তী সেই শবের রাশীকৃত পাকাচুল ধরিয়া টানিল—পরচুলা খসিয়া আসিল, তখন আর শ্রীর সন্দেহ রহিল না-গঙ্গারাম বটে । শ্রীর চক্ষু দিয়া অবিরল জলধারা পড়িতে লাগিল । জয়ন্তী বলিল, “বহিন—যদি এ শোকে কাতর হইবে, তবে কেন সন্ন্যাসধৰ্ম্ম গ্রহণ করিয়াছিলে ?” শ্ৰী বলিল, “মহারাজ আমাকে বৃথা ভৎসন করিয়াছেন । আমি তাহার প্রাণহস্ত্রী হই নাই, আপনার সহোদরেরই প্রাণঘাতিনী হইয়াছি । বিধিলিপি এত দিনে ফলিল । জয়ন্তী । বিধাত কাহার দ্বার। কাকার দণ্ড করেন, তা বলা যায় না । তোমা হইতেই গঙ্গারাম দুইবার জীবন লাভ করিয়াছিল, আবার তোম। তইতেই ইহার বিনাশ হইল। ঘাত হউক, গঙ্গারাম পাপ করিয়াছিল, আবার পাপ করিতে আসিয়াছিল । বোধ হয়, রমার মৃত্যু হইয়াছে. তাহ জানে না, ছদ্মবেশে ছলনা দ্বারা তাতাকে লাভ করিবার জন্যই মুসলমান সেনায় গোলন্দাজ হইয়। আসিয়াছিল। কেন না, রম তাহাকে চিনিতে পারিলে কখনই তাহার সঙ্গে যাইবে না মনে করিয়! থাকিবে । বোধ হয়, শিবিকাতে রম ছিল মনে করিয়া তোপ লইয়া পথরোধ করিয়াছিল । যাই হউক, উস্থার জন্য বৃথা রোদন না করিয়া উহার দাহ করা যাক, আইস । তখন দুই জনে ধরাধরি করিয়া গঙ্গারামের শব উপযুক্ত স্থানে লইয়। গিয়। দাহু করিল। জয়ন্তী ও ঐ অার সীতারামের সঙ্গে সাক্ষাৎ করিল না । সেই রাত্রিতে তাহার কোথায় অন্ধকারে মিশিয়া গেল, কেহ জানিল ন! ।

  • omoso