পাতা:বঙ্কিমচন্দ্রের উপন্যাস গ্রন্থাবলী (প্রথম ভাগ).djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজসিংহ তাহার পরমর্শ ব্যতীত কোন রাজকাৰ্য্য করতেন না। র্তাহার পরামর্শের অনুবত্তী হইয়া কাৰ্য্যে সফল ও যশস্বী হইতেন। তিনি পিতার বিশেষ হিতৈষিণী ছিলেন । কিন্তু তিনি ষে পরিমাণে এ সকল গুণবিশিষ্ট ছিলেন, ততোধিক পরিমাণে ইন্দ্রিয়পরায়ণা ছিলেন । ইজিয়পরিতৃপ্তির জন্য অসংখ্য লোক র্তাহার অনুগৃহীত পাঞ্জ ছিল। সেই সকল লোকের মধ্যে যুরোপীয় পৰ্য্যটকেরা এমন ব্যক্তির নাম করেন যে, তাহ লিখিয়া লেখনী কলুষিত করিতে পারিলাম না । • রৌশম্বারা পিতৃদ্বেষিণী, ঔরঙ্গজেবের পক্ষপাতিনী ছিলেন। তিনিও জাহানারার মত রাজনীতিবিশারদ এবং সুদক্ষ ছিলেন এবং ইন্দ্রিয় সম্বন্ধে জাহানারার ন্যায় বিচারশূন্ত, বাধাশূন্ত এবং তৃপ্তিশূন্য ছিলেন। যখন পিতাকে পদচ্যুত ও অবরুদ্ধ করিয়া তাহার রাজ্য অপহরণে ঔরঙ্গজেব প্রবৃত্ত, তখন রৌশম্বারা তাহার প্রধান সহায় । ঔরঙ্গজেবও রৌশম্বারার বড় বাধ্য ছিলেন । ঔরঙ্গজেবের বাদশাহীতে রৌশম্বারা দ্বিতীয় বাদশাহ ছিলেন । কিন্তু রৌশম্বারার দুরদৃষ্টক্রমে র্তাহার এক জন মহাশক্তিশালিনী প্রতিদ্বন্দ্বিনী র্তাহার বিরুদ্ধে মাথা তুলিল। ঔরঙ্গজেবের তিন কন্যা। কনিষ্ঠা দুইটির সঙ্গে বন্দী ভ্রাতু পুল্লদ্বয়ের তিনি বিবাহ দিলেন । জ্যেষ্ঠ জেব-উল্লিস * বিবাহ করিলেন না । পিতৃস্বসদিগের দ্যায় বসন্তের ভ্রমরের মত পুষ্পে পুষ্পে মধুপান করিয়া বেড়াইতে লাগিলেন । পিসী-ভাইঝি উভয়ে অনেক স্থলেই মদন-মন্দিরে প্রতিযোগিনী হইয়া দাড়াইতেন । সুতরাং ভাইঝি পিসীকে বিনষ্ট করিবার সঙ্কল্প করিলেন । পিসীর মহিমা তিনি পিতৃসমীপে বিবৃত করতে লাগিলেন । ফল এই দাড়াইল ষে, রৌশম্বারা পৃথিবী হইতে আদুখ হইলেন, জেব-উন্নিসা তাহার পদমর্যাদা ও র্তাহার পদানতগণকে পাইলেন । পদমর্য্যাদার কথা বললাম, তাহার একটু তাৎপৰ্য্য আছে। বাদশাহের অন্তঃপুরে খোজা ভিন্ন কোন পুরুষ প্রবেশ করিত না, অস্ততঃ করিবার নিয়ম ছিল না । অন্তঃপুরে পাহারার কাজের জন্য একটা স্ত্রীসেন নিযুক্ত ছিল। যেমন হিন্দুরাজগণ যবনীগণকে প্রতীহারে নিযুক্ত করিতেন, মোগলবাদশাহেরাও তাই করতেন। তাতার-জাতীয় সুন্দরীগণ মোগলসম্রাটের_অবরোধে_প্রহরিণী ছিলেন । এই * মুসলমান-ইতিহাসে ইনি জেব-উল্লিস বা জয়েবউল্লিগ নামে পরিচিত। পাস্ত্রী করু বলেন, ইহার নাম ফখর-উল্লিলা । o, & 3 & স্ত্রীসৈন্সের এক জন নায়িকা ছিলেন ; তিনি সেনাপতির স্থানীয়া । তাহার পদ উচ্চপদ বলিয়া গণ্য এবং বেতন ও সম্মান তদনুযায়ী । এই পদে রৌশম্বারা নিযুক্ত ছিলেন। তিনি সহসা অপার্থিব । অন্ধকারে অন্তৰ্হিত হইলে জেব-উন্নিসা তাহার পদে নিযুক্ত হইয়াছিলেন । যিনি এই পদে নিযুক্ত হইতেন, , তিনি রাজান্তঃপুরের সর্ববিষয়ে কত্রী হইতেন ।" সুতরাং জেব-উল্লিস রঙ মহালের * সৰ্ব্বকত্রী ছিলেন । , সকলেই তাহার অধীন, প্রতিহারিগণ, খোজার।" বাদীরা, দৌবারিকগণ, বাহকগণ, পাচকগণ, সকলেই । র্তাহার অধীন। অতএব তিনি যাহাকে ইচ্ছা তাহাকে । মহালমধ্যে আসিতে দিতে পারিতেন । দুই শ্রেণীর লোক র্তাহার কৃপায় অন্তঃপুরমধ্যে প্রবেশ করিত, এক প্রণয়ভাজন ব্যক্তিগণ-অপর যাহারা তাহার কাছে সংবাদ বেচিত । বলিয়াছি, জেব-উন্নিসা এক জন প্রধান politician ; মোগলসাম্রাজ্যরূপ জাহাজের হাল এক প্রকার র্তাহার হাতে । তিনি মোগল-সাম্রাজ্যের "নিয়ামক নক্ষত্ৰ" বলিয়াও বর্ণিত হইয়াছেন । জানা আছে,-- politician সম্প্রদায়ের একটা বড় প্রয়োজন – সংবাদ । কোথায় কি হইতেছে, গোপনে সব জানা চাই । দুমুখের মুনিব রামচন্দ্র হইতে বিসমার্ক পৰ্য্যস্ত সকলেই ইহার প্রমাণ। জেব-উল্লিস। এ কথাটা বিলক্ষণ বুঝিতেন। চারদিক্ হইতে তিনি ংবাদ সংগ্ৰহ করিতেন । সংবাদ সংগ্রহের জন্ম , র্তার কতকগুলি লোক নিযুক্ত ছিল । তার মধ্যে তস্বরওয়াল খিজির এক গুন । তার মা নানাদেশে তসবীর বেচিতে যাইত । খিজির তাহার নিকট হইতে সংবাদ সংগ্ৰহ করিতেন । দরিয়া বিবির ভগিনীও আতর ও স্বরূম বিক্রয়ের উপলক্ষে দিল্লীর ভিতর ভ্রমণ করিয়া অনেক সংবাদ সংগ্ৰহ করিত । এই সকল সংবাদ দরিয়া জেব-উন্নিসার কাছে দিয়া আসিত। জেব উল্লিস, প্রতিবার কিছু কিছু পুরস্কার দিতেন । ইহাই সংবাদবিক্রয়। সংবাদবিক্রয়ার্থ দরিয়া মহালমধ্যে প্রবেশ করিতে বাধা না পান, তজ্জন্ত জেবাউন্নিসা তাহাকে একটা পরওয়ানা দিয়াছিলেন । পরওয়ানার মৰ্ম্ম এই, "দরিয়া বিৰি স্বরূম বিক্রয়ের জন্য রঙমহালে প্রবেশ করিতে পারে।” কিন্তু দরিয়া বিবি রঙমহালে প্রবেশকালে হঠাৎ ৷ বিঘ্ন প্রাপ্ত হইল। দেখিল, মবারক খ রঙমহালমধ্যে প্রবেশ করিল। দরিয়া তখন প্রবেশ করিল না- ; একটু বিলম্ব করিয়া প্রবেশ করিল। * . .

  • বাদশাহের অস্তঃপুরকে রঙমহাল বা মক্কাল ৰলিত । o