পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১০০
চন্দ্রনাথ ।
(বঙ্গদর্শন, আঃ, ১২০১)

রণ নিক্ষেপ কবির তাহার লক্ষণ, গতি, বায়ুভরে তরঙ্গরাজি আসিয়া তটে প্রতি- এবং ফল বর্ণিত করেন। উপাখ্যানের শেষভাগে গ্রন্থকার যাকে পাইয়াছেন, তাহাকে মারিয়াছেন। সুলো- চনা মরিল, নবীন মরিল, মহেন্দ্র মরিল, মনোরমা মরিল, সদানন্দ মরিল, আরও কেহ মরিল । অনেক তরুণ লেখক ইং- রেজি নাটকের অনুকরণ করিতে গিয়া এইরূপ কসাইয়ের কাজ করিয়াফেলেন। ক্ষেত্রপাল বাবুকে এই গোহত্যা গুলির প্রায়শ্চিত্ত করিতে অনুরোধ করি। সবিস্তারে আমরা চন্দ্রনাথের দোষ বর্ণনা করিয়াছি বলিয়া, আমরা সবিস্তারে গ্রন্থের গুণের পরিচয় দিবার জন্য, নিম্ন- হত হইয়া পুনরায় যুগশত সম্মিলিত জল- রাশিতে মিলিত হইতেছে । বৃক্ষ-পত্ৰ হইতে নিশির শিশির বিন্দু বিন্দু হইয়া ভূতলে পতিত হইতেছে,— ; এখন সময়ে রঘুনাথ ভট্টাচার্য্য এক হস্তে একখানি কোশা, অপর হস্তে পরিধেয় ধুতিও নামা বলী লইয়া ধীরে ধীরে গঙ্গাস্নানে আসি- তেছেন; পথ ঘাট জনহীন, একাকী মৃদুস্বরে--- হে কেশীজনমথন, মধু কত্তন মুরারে । (জয়) জয় মীন-রূপ-ধর, জয় বরাহবর, কূর্ম্মরূপধর, বামন বিহারে। হরিনাম সংকীর্তন করিতে করিতে লিখিত কয়েকটি স্থান উদ্ধৃত করিলাম । | গঙ্গাতীরে আসিয়া উপনীত হইলেন -- প্রথম একটি বর্ণনা । - হইয়া দেখিলেন, তিন জন ধীরর জাল “রজনী অবসান; কিন্তু এখন প্রভাত | ফেলিয়া মৎস্য ধরিতেছে; তাহাদিগের হয় নাই।. চন্দ্রমা গগনমধ্যস্থ জ্যোতিঃ- হীন, পূৰ্ব্বদিকে শুক্রগ্রহ একাকী, সমু- জ্জ্বল। সপ্তধি মণ্ডল ৰায়ুকোণে বিলীন প্রায় । অন্ধকার পাংশুবর্ণ। নীলবর্ণ- গগনে মেঘাবলী অপূর্ব্ব শ্রীধারণ করিয়া চন্দ্রমাকে পরিবেষ্টন করিয়া আছে। পক্ষি- গণ কুলায় হইতে এক এক বার কিঞ্চিৎ বাহির হইয়া নিস্তব্ধ জগতে সুস্বরলহরী বিস্তার করত পুনরায় কুলার মধ্যে প্রবিষ্ট হইয়া নীরবে রহিয়াছে—বোধ হয় উ. হারা নিশি অবসান হইয়াছে কি না তাহা নিশ্চয় করিতে পারিতেছে না। ভাগীরথীর জল এখন শশিকলার সুন্দর | সম্মুখে একটি ক্ষুদ্র নৌকাতে একজন মনুষ্য দাড় হস্তে বসিয়া আছে, পরপারে – আবদ্ধ নৌকাশ্রেণী হইতে দীপমালা ভাগীরথীর জলে প্রতিবিম্বিত হইয়া কম্পিত হইতেছে।” তার পর সদানন্দ নিস্তারিণীর সম্বাদ “কর্তা রেগেছেন দেখে খুদি চাকরাণী কাটের পুতুলের মতন আড়ষ্ট হয়ে এক পাশে দাড়িয়ে রইল; এমন সময়ে বাম ঝম্মলের শব্দ কর্তার কানে গেল। কর্তা গিন্নী আসছেন বুঝতে পেরে রাগভরে মুখখানি গোঁজ করে রইলেন। গিন্নী ছবি লইয়া নৃত্য করিতেছে । गा गा। ঝম্ ঝম্ করতে করতে ঘরের ভিতরে