পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাল্মীকি ও তৎসাময়িকবৃত্তান্ত । (বাখৰ আip২৮, । ]


سمي سعيد ---

চতুঙ্গার্শ্বে বিস্তৃত, ওষ্ঠ ও অধরের আর । সে রক্তিম আভা নাই, শুষ্ক, পাণ্ডুবুর্ণ; | মদ মন কম্পিত। যে প্রচুর নয়ন্ট জ্যোতিঃ নবীনবাবুর হৃদয়ে অমৃত ধ | করিত, সেই নয়ন দুটিতে আহা! | কালিমা পড়িয়াছে—স্বর ক্ষীণ ও অপ বসিবার জন্য চেষ্টা করিলেন—উঠিতে o পারিলেন না। নবীনবাবু সযত্নে স্বলো | চনার মস্তকটি আপনার ক্রোড়ে রাখি | লেন। স্থলোচনা দক্ষিণ হস্ত দ্বারা স্বা| মীর কটিদেশ বেষ্টন করিয়া কাতর স্বরে ফুট—অস্থির, ধরোপরি এপাশ ও স্থলোচনাকে ঈদৃশ অবস্থাপন্ন দেখিয়া “ হা প্রিয়তমে—রে চণ্ডাল গোলোক তুই কি করিলি” বলিয়া তিনি স্থলেচ, নার নিকট বসিয়া পড়িলেন। স্থলোচনা স্বামীকে প্রত্যাগত দেখিয়া প্রথমতঃ | রাজধৰ্ম্ম সম্বন্ধে রামায়ণ হইতে য়ে | উপকরণ সমষ্টি সংগৃহীত হইবে, তাহাই | ভারতে কার্ঘ্যে পরিণত হইয়াছিল, ইছা । | বিবেচনাসিদ্ধ নহে। কাজে এবং কথায় | সচরাচর মতটুকু অন্তর দেখা যায়, এখা নেও বোধ হয় সেইরূপ হইতে পারে । | মমুষ্যের সাক্ষাৎ সম্বন্ধে কৰ্ত্তব্য কাৰ্য্য এবং মনুষ্যের অবস্থা, এতদুভয়ের বৃত্তান্ত । বিষয়ে কিছু প্রভেদ লক্ষ্য হয়। প্রথ

  • বলিলেন “ আমার প্রাণ ক্যামন কর্চে করিতেছেন। নবীনবাবু প্রাণাধিক |

বুঝিয়াছেন যে আমরা কেন বলিয়াছি যে | আহলাদিত, তৎপরে তঁহার সকরুণ - বাল্মীকি ও তৎসাময়িক বৃত্তান্ত । - চতুর্থ প্রস্তাব-রাজধৰ্ম্ম । যে নিরবচ্ছিন্ন ভাবে বাল্মীকির সময়ে, { আৰ্ত্তনাদ শুনিয়া চমকিত হইয়া, উঠিয়া | —তোমার কি হলো তুমি এখন ক্যান বল চো ন! আবার কি তোমায় নিয়ে—?” ত্যাদি। ভরসা করি, পাঠক এতক্ষণে লেখক স্থলেখক বটে, কিন্তু গ্ৰন্থ তত ভাল ! হয় নাই । মোক্ত বিষয়ে অত্যুক্তি হওয়ার অধিক । সম্ভাবন, শেষোক্ত বিষয়ে তত নহে। এই প্রবন্ধের প্রথম প্রস্তাবদ্ধয়ে যেরূ দেশ প্রদেশাদির আকৃতি এবং অবস্থিজি } প্রদর্শিত হইয়াছে, তাহান্ধীর প্রতীত | হইবে যে রামায়ণের সময়ে বা তাহার } অব্যবহিত পূৰ্ব্বে, আর্যভূভাগে थक इज o রাজাকেই ছিলেন না। মহাভারতে যেমন:} দেখা যায় যে, কোন কোন প্রতাপশ রাজা মধ্যে মধ্যে একাধিকারের চেষ্ট্র