পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩২ চন্দ্রশেখর। " لا مهد و:n , sit كم و بوة) - তখন দলনী বলিলেন, “ দেখি পর| ওয়ানা আবার দেখি।” মহম্মদ তকি পরওয়ান আবারুদলনীর হস্তে দিল। দলনী বিশেষ করিয়া দে| খিলেন। বলিলেন, “ যথার্থ বটে জাল নহে । কই বিষ ?” -;" . “ কই বিষ ?” শুনিয়া মহম্মদ তকি বিস্থিত হইল। বলিল, “বিষ কেন ?” পরওয়ানায় কি হুকুম আছে ? মহ । আপনারে বিষপান করাইতে । দ। তবে কই বিষ ? • " مايو মহ । আপনি কি বিষপান করবেন না কি ? দ। আমার রাজার হুকুম আমি কেন পালন করিব না ? মহম্মদ তকি মৰ্ম্মের ভিতর লজ্জায় মরিয়া গেল। বলিল, “ যাহা হইয়াছে, হইয়াছে। আপনাকে বিষপান করিতে হইবে না। আমি ইহার উপায় করিব।” দলনীর চক্ষু হইতে ক্রোধে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হইল। সেই ক্ষুদ্র দেহ উন্নত কi রিয়া দাড়াইয়া দলনী রলিলেন, , “ যে তোমার মত পাপিষ্ঠের কাছে | প্রাণদান গ্রহণ করে, সে তোমার অপে| ক্ষাও অধম—ধিষ আন ।” o মহম্মদ তকি দলনীকে দেখিতে লা{ গিল । সুন্দরী—নবীন, সবে মাত্র ক্ষ্মেীবন বর্ষীয়, রূপের নদী পুরিয়া উঠিতেছে } —ভরা বসন্তে অঙ্গ যুকুল সব ফুটিয়া | উঠিয়াছে। বসন্তু বর্গীয় একত্রে মিশি

' - ! { য়াছে । যাকে দেখিতেছি—সে দুঃখে ফাটি ;

-- --- - - -- -- تكتستتتت تجت كينججتيجتهية 府 j - - - তোমার ক্রোধই আমার বিষ-তুমি যখন o - রাগ করিয়াছ--তথম আমি বিষপান । তেছে—কিন্তু আমার দেখিয়া কত সুখ । জগদীশ্বর ! দুঃখ এত সুন্দর করিয়াছ । কেন ? সৰ্পের এত রূপ দিয়াছ কেন ? , এই যে কাতরা বালিকা—বাত্যাতাড়িত । প্রস্ফুটিত কুসুম-তরঙ্গোৎপীড়িত। প্র · মোদ নৌকা—ইহাকে লইয়া কি করিব | —কোথায় রাখিব ? সয়তান আসিয়া ; তকির কাণে২ বলিল—“ হৃদয় মধ্যে ” । তfক বলিল, “ শুন সুন্দরি—আমাকে ভজ-বিষ খাইতে হইবে না ।” { শুনিয়া দলনী-লিখিতে লজ্জ করে । —মহম্মদ তfককে পদাঘাত করিলেন । | - মহম্মদ তকির বিষ দান করা হইল না । —মহম্মদ তকি দলনীর প্রতি, অৰ্দ্ধ দৃষ্টিতে চাহিতেই ধীরে, ধীরে, ধীরে, ফি. } রিয়া গেল । | তখন দলনী মাটিতে লুটাইয়। পড়িয়া, ! কঁদিতে লাগিলেম—“ ও রাজ-রাজেশ্বর | শাহানশাহ বাদশাহের বাদশাহ! এ } গরিব দাসীর উপর কি হুকুম দিয়াছ { } বিষ খাইব ? তুমি হুকুম দিলে, কেন খাইব না! তোমার আদরই আমার অমৃত! করিয়াছি। ইহার অপেক্ষ বিষে কি ! অধিক যন্ত্রণা! হে রাজাধিরাজ-জগতের অীলো--"ক্সমাথার ভরসা—পৃথিবী ੇ ঈশ্বরের প্রতিনিধি—দয়ার-সাগর-কেী থায় রহিলে ?--আমি তোমার আদেশে } হাসিতে হাসিতে বিষপান কৱিৰ-ঞ্জি •.