পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| বাঙ্গালির এক্ষণে উন্নতির আকাঙ্ক্ষা অত্যন্ত প্রবল হইয়াছে। সৰ্ব্বদ উন্নতির জন্য ব্যস্ত। অনেকে তদ্বিষয়ে বিশেষ গুরুতর আশা করেন না । কেন না বাঙ্গালির বাহুবল নাই। বাহুবল তির উন্নতি নাই, ইহা তাহাদিগের বিশ্বাস । বাঙ্গাগির বাহুতে বল নাই, ইছা সত্যকথা । কখন হুইবে কি না, এ কথার মীমাংসার পূৰ্ব্বে দেখা যাউক কখন ছিল কি না । বাঙ্গালার পুরাবৃত্ত নাই। যাহা বাঙ্গা লার পুরাবৃত্ত বলিয়া পাঠশালার বালকগণ । কর্তৃক অধীত হইয়া থাকে, তাহ বাস্তবিক বাঙ্গালীর পুরাবৃত্ত নহে, বাঙ্গালার মুসলমানদিগের পুরাবৃত্ত । উহা বাঙ্গালির দাসত্বের পুরাবৃত্ত; বাঙ্গালার অধঃপাতের ইতিহাস । সত্য বটে, যেমন বাঙ্গালার পূৰ্ব্বাবস্থার কোন লিখিত বৃত্ত নাই, সেই । রূপ ভারতবর্ষের অন্তান্তাংশেরও নাই। নাই, কিন্তু আধুনিক প্রত্নতত্ত্ববিৎ পণ্ডিতের অনুসন্ধানে অনেক কৃথা জানিয়াছেন। পশ্চিমভারতের, মধ্য ভারতের, দক্ষিণ ভারতের, পূৰ্ব্ব গৌরবের অনেক প্রমাণ পাইয়াছেন । পুরাবৃত্ত থাক বা না থাক, ইহা জানা আছে, যে মৌর্য্যবংশীয় ও গুপ্তবংশীয় সম্রাটের হিমাচল হইতে নশ্বদা পৰ্য্যন্ত এক ছত্রে শাসিত করিয়াছি লেন; জানা আছে দিগ্বিজয়ী যুনানীগণ }_শতদ্র অতিক্ৰম কৰিতে সক্ষম হয় নাই, বাঙ্গালির বাহুবল । বের তিনশতবৎসরে পশ্চিম ভারতবর্ষ । জানি যে যখন উত্তর ভারতে, সমস্ত আর্য । বীরগণ একত্রিত হইয়া, কুরুক্ষেত্রজিত । রাজ্যখণ্ড সকল বিভাগ করিতেছিলেন, যখন পশ্চিমে মাদি অমর, অক্ষয় ধৰ্ম্ম-}, শাস্ত্র সকল প্রণীত হইতেছিল, তখন বঙ্গ- } দেশে পেও প্রকৃতি অনাৰ্য জাতির { - SBDDSAS SSAS S S S S S S S S S জানা আছে সেই বীরের, আসিয়ার মধ্যে ভারতবাসীরই বীরত্বেরই প্রশংসা করিয়া ছিলেন; জানা আছে যে তাহারা চন্দ্রগুপ্ত | দ্বারা ভারতভূমি হইতে উন্মুলিত হইয়া | ছিলেন ; জানা আছে, হৰ্ষবৰ্দ্ধনের পশ্চাৎ । পশ্চাৎ বছশত করপ্রদ রাজা অমুসরণ ; করিতেন; জানা আছে, দিগ্বিজয়ী আর- . অধিকার করিতে পারে নাই। এইরূপ : আরও অনেক কথা জানা গিয়াছে। পশ্চিম ' ভারতবর্ষীয়দিগের বীর্যবত্তার অনেক । চিহ্ন অদ্যপি ভারতভুমে আছে । বাঙ্গালার পূৰ্ব্ব বীরত্ব, পূৰ্ব্ব গৌরবের । কি জানা আছে ? কেবল ইহাই জানি । যে যখন পশ্চিম ভারতে বেদ স্বস্ট ও অধীত হইতেছিল, উপনিষদ সকল প্রণীত হইতে ছিল, অযোধ্যার ষ্ঠায় সৰ্ব্বসম্পদ- ; শালিনী নগরী সকল স্থাপিত এবং : অলঙ্ক তা হইতেছিল-বাঙ্গালী তখন । অনাৰ্য ভূমি, আর্যগণের বাসের অযোগ্য : বলিয়া পরিত্যক্ত (১) কেৱল ইহাই | ব্রাহ্মণাধিকার” দেখ : (১) বঙ্গদর্শনের দ্বিতীয় খণ্ডে “বঙ্গে جهت تامین تمبتنی سیستمچننینتن انتقفسننتابسنجابت