পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

; { aw曾*, : t:, s Rs د ..)

  • -- *~యోధా

বাঙ্গালির বাহুবল । >Q○ নছে। বরং ইহা বলা যাইতে পারে, যে এই ইটালী ও স্কটলও, এই দুই বাহুবল বিহীন রাজ্যমধ্যে যত মহল্লোক জন্মগ্রহণ করিয়াছেন, এত অল্প ভূমির মধ্যে এত বহুসংখ্যক মরশ্রেষ্ঠ আর কোথাও জন্মগ্রহণ করেন নাই । . এখানেও বাহুবল ব্যতীতও উন্নতি । এখানেও আত্মরক্ষার প্রয়োজন হয় নাই। পূৰ্ব্বে পোপের প্রতাপে, অধুনা ইউরোপীয় শক্তিসাম্য রক্ষার হেতু প্রয়োজন হয় নাই । কেবল বিনিষিয়া, পর হস্তগত ছিল । . এই সকল কথার আলোচনা করিয়া মনে উদয় হয়, অধুনা বাঙ্গালারও আত্ম রক্ষার প্রয়োজন নাই, কেন না ইংরেজ বাঙ্গীলা রক্ষা করিতেছে । অতএব বাঙ্গালির উন্নতির জন্য বাঙ্গালির বাহুবলের প্রয়োজন নাই । ইংলণ্ডের অধীনে থীকিয়া ইংলণ্ডের বাহুবলরক্ষিত হইয়া, বাঙ্গল কি ইটালী ও স্কটলণ্ডের ন্যায় উন্নত হইতে পরিবে না ? - অসম্ভব কিছুই নহে--বরং সেই লক্ষণই দেখা যাইতেছে। তবে, ইংরেজের রাজ্যশাসনের যে সকল দোষ, তাহাদিগের ভারতীয় রাজনীতিতে যে সকল উন্নতিনাশক নিয়ম আছে, তাহা অপনীত হওয়া চাই । দেশী বিদেশী প্র: জায়, সৰ্ব্বপ্রকার অধিকারের সমত চাই। ইহ নহিলে, দেশের উন্নতি নাই। ইং রেজের শাসনপ্রণালী কিয়দংশে পরি: তাহাইলেই ছৰ্ব্বল বাঙ্গ

ཨ་ཧྥུ་ হউক ।

লির উন্নতি হইবে। বরং ইংরেজের অধীনে থাকাই, বাঙ্গালির উন্নতির এক । মাত্র উপায় বলিয়া বোধ হয় । কেন না । যে বাহুবল, আত্মরক্ষার্থ উন্নতির পক্ষে প্রয়োজন, যাহা বাঙ্গালির নিজের নাই, বা হইবার সম্ভাবনা নাই, ইংরেজ তাহা দিতেছে—ইংরেজের বাহুবল আমাদিগের নিজের বাহুবলের কার্যা করিতেছে । দ্বিতীয় উত্তরে, আমরা যাহা বলিতেছি । বাঙ্গালীর সর্বত্র, সৰ্ব্ব নগরে, সৰ্ব্ব গ্রামে । সকল বাঙ্গালির হৃদয়ে তাহা লিখিত হ ! ওয়া উচিত। বাঙ্গালি শারীরিক বলে দুৰ্ব্বল—তাহীদের বাহুবল হুইবারও স স্তাবনা নাই—তবে কি বাঙ্গালির ভরসা , নাই ? এ প্রশ্নে আমাদিগের উত্তর এই যে, শারীরিক বল বাহুবল নহে। মমুষ্যের শারীরিক বল অতি তুচ্ছ । তথাপি হস্তী অশ্ব প্রভৃতি মনুষ্যের বাছ বলে শাসিত হইতেছে । মনুষ্যে মনুষ্যে । যে সকল পাৰ্ব্বত্য | বন্য জাতি হিমালয়ের পশ্চিমভাগে বাস । করে, পৃথিবীতে তাহাদের ন্যায় শারী- , রিক বলে বলবান কে? এক এক জন । মেওয়াওয়ালার চপেটাঘাতে, অনেক | সেলর গোরাকে ঘূর্ণ্যমান হইয়া আঙ্গুর পে- { তুলনা করিয়া দেখ । স্তারআশাপরিত্যাগ করিতে হইয়াছেদেখা গিয়াছে। তবে গোর সমুদ্র পীর হইয়া অলিয়, ভারত অধিকার করিল-কাৰু লির সঙ্গে ভারতের কেবল ফল বিক্রয়ের জাতি হইতে, ميوعة ينتج C- ALASAASAASAASAASAAAS |!

ইংরেজের শারীরিক বলে 1 ।