পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

› ፃb” চন্দ্রশেখর । --- - --- - - - ---- - | (বঙ্গদর্শন, শ্রীঃ, ১২৮১ | নিদ্রিতা যুবতী ভ্র কুঞ্চিত করিল বলিল—“সত্যই বলিয়াছি।” রমানন্দ স্বামী আবার নিশ্বাস ত্যাগ করিলেন, বলিলেন, “ভবে ব্রাহ্মণ কন্যা হইয়া জাতি ভ্ৰষ্ট হইতে গেলে কেন ?” শৈ। আপনি সৰ্ব্বশস্থ দৰ্শী। বলুন, | আমি জাতিভ্ৰষ্ট কি না । আমি তাহার অন্ন খাই নাই—তাহার স্পৃষ্ট জলও খাই নাই। প্রত্যহ স্বহস্তে পাক করিয়া খাইয়াছি। হিন্দু পরিচারিকায় আয়োজন করিয়া দিয়ছে। এক নৌকায় বাস করিয়াছি বটে—কিন্তু গঙ্গার উপর । রমানন্দ স্বামী অধোবদন হইয়া বসিলেন;–অনেক ভাবিলেন—বলিতে লাগিলেন, “ হায়! হায়! কি কুকৰ্ম্ম করিয়াছি—স্ত্রীহত্যা করিতে বসিয়াছিলাম।” ক্ষণেক পরে জিজ্ঞাসা করিলেন, “এ সকল কথা কাহাকেও বল নাই কেন?” | ન করিবে ? or a সকল কথা কে জানে ? শৈ। ফষ্টর, আর পাৰ্ব্বর্তী ; র। পাৰ্ব্বতী কোথায় ? শৈ। মাসাবধি হইল মুঙ্গেরে মরিয়া গিয়াছে। র। ফষ্টর কোথায়? শৈ। নিকটে–উদয়নালায়, নববের শিবিরে । আমার কথায় কে বিশ্বাস | | ــمــمسحـ-عكس --- حبيب- تتصت -- ---------------- ہ۔ -----------سدمے یہ.-بہ-سمجمہ ■* ~ »* - 兽 | রমানন্দ স্বামী কিয়ৎক্ষণ চিন্তা করিয়া | পুনরপি জিজ্ঞাসা করিলেন, “ তোমার রোগের কি প্রতিকার হইবে—বুঝিতে পার?” শৈ। আপনার যোগবল আমাকে | দিয়াছেন—তৎপ্রসাদে জানিতে পারি- ! তেছি—আপনার শ্ৰীচরণ রূপায়, আপনার ঔষধে আরোগ্যলাভ করিব । র। আরোগ্য লাভ করিলে, কোথা । যাইতে ইচ্ছা কর ? - শৈ। যদি বিষ পাই, ত খাই—কিন্তু " নরকের ভয় করে । - র। মরিতে চাও কেন ? : শৈ। এ সংসারে আমার স্থান কো । থায় ? i র। কেন, তোমার স্বামীর গুহে ? শৈ। স্বামী আর গ্রহণ করিবেন ? র। যদি করেন? - শৈ। তবে কায়মনে তাহার পদসেবা করি । এই সময়ে দূরে অশ্বের পদশব্দ শুনা গেল । রমানন্দ স্বামী জিজ্ঞাসা করিলেন, “আমার যোগবল পাইয়াছ বলিতেছ—বল ও কিসের শব্দ ?” শৈ। ঘোড়ার পায়ের শব্দ । র। কে আসিতেছে? শৈ। মহম্মদ ইরফান—নবাবের সৈ | নিক , - র। কেন আসিতেছে ? i. শৈ। আমাকে লইয়া যাইতে—নবাব } আমাকে দেখিতে চাহিয়াছেন । #.