পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ša imena: i : ia তম আখ্যা প্রদান করিয়াছেন। ব্যক্ত, সুধৰ্ম্ম, মন্দিত, মৌর্য্যপুল, অকম্পিত, অচল ভ্রাতা, মৈত্ৰেয়, মহাবীরের একাদশ গণধর নামে খ্যাত। এই সকল আচাৰ্য্য দ্বারা জৈন ধৰ্ম্মের সমূহ উন্নতি হইয়াছিল। মহাবীর সসনিক এবং শ্ৰীণিক নামক কৌশম্বী এবং রাজগৃহের নৃপদ্ধয়কে জৈন মতাবলম্বী করিয়াছিলেন। জৈন ধৰ্ম্ম । MSkkk kAASA SAASAAAS (ৰঙ্গ দশম শ্ৰfঃ ১ - ৮১; ? مع مستفيد سصعدتمعيمسجد -معمجســسمعه يجع জৈন গ্রন্থে দৃষ্ট হয় মহাবীর ভবিষ্যদ্বাণী স্বরূপ কহিয়াছিলেন, কুমার পাল জন্মগ্রহণ করিয়া ধৰ্ম্মের উন্নতি করিবেন ; } এতৎসম্বন্ধে শত্রুঞ্জয় মাহীত্ম্যে এই মাত্র ! লিখিত আছে যথা “ততঃ কুমার পালস্তু - বাহুড়ে বস্তু পালবিৎ। সময়াদা ভবি ষ্যন্তি শাসনেইস্মিন প্রভাবকাঃ ।”

  • ইন্দ্রভূতি রশ্নিভূতি

বায়ুভূতিশ্চ | গৌতমঃ। Y

পাগলিনী রে অামার! .

এই কান্না, এই হাসি;এই আনন্দের রাশি; এই দেখি মুখ চন্দ্র বিষাদে অর্ণধার; এই নাচ, এই গাও ; এই যাও,ফিরে চাও; এই অন্তধর্ণন, এই গলায় আবার; পাগলিনী রে আমার ! & চঞ্চল চিত্তের স্রোত ;– কিবামুখ, দুঃখতায়,স্থির না থাকিতেপায়, ভেসে যায় স্রোতে ক্ষুদ্র তৃণের আকার; এই প্রেম বরিষায়, সেই স্রোত পূর্ণকায়, এই মান নিদাঘেতে বিশুষ্ক আবার; পাগলিনী রে আমার! পাগলিনী । ক্রমশঃ ॐ) द्र। | గ్రీ পিঞ্জরের পাপী তুমি, বেড়াও পিঞ্চরমাঝে, চরণে শৃঙ্খল বাজে, নাহি জ্ঞান, আনন্দেতে গাঁও অনিবার স্বভাব, সঙ্গীতরাশি,অ’াধারেশামেরবাশী ; { যে বুলি বলাই তস্থা বল আরবার, • পাগলিনী রে আমার ! 8 এই পাগলিনী মূৰ্ত্তি,— একমাত্র, বাঙ্গালির দুঃখ সাগরের তীর, - এই মূৰ্ত্তি—একমাত্র গৃহ অলঙ্কার; { বাঙ্গালির শূন্য ঘরে, এই মূৰ্ত্তি শোভা ধরে, } অন্য মূৰ্ত্তি কদাচিত শোভিবে না আর, পাগলিনী রে তামার ! . ..."