পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰঙ্গ দশম, শ্রাঃ, ১২৮১ ) প্রাপ্তগ্রন্থের সংক্ষিপ্ত সমালোচনা। জনার অনুকরণ—অনুকরণের অনুকরণ —সুতরাং ইহাতে বিশেষ প্রশংসনীয় কিছু দেখা যায় না। স্থানে স্থানে, মা| ধুৰ্য আছে। । - বৈদেহী বৈধব্য কাব্য। এ অনাথ বন্ধু রায় প্রণীত। ঢাকা গিরিশ যন্ত্র । - এ গ্রন্থখানির বিষয় কুশীলবের পালা। রামপুত্রদিগের কথাবার্তা গুলিও যাত্রার হ্যায় হইয়াছে । স্থানে স্থানে, কিঞ্চিৎ কবিত্ব দেখা যায়। অনেকস্থানে ইহা দুৰ্ব্বোধ্য, অর্থব্যক্তি ভালরূপে হয় নাই । সুশ্রুত। প্রাচীন আৰ্য্যগণের চিকিৎসা বিজ্ঞান। বাঙ্গালা অনুবাদ এবং সংস্করণ শ্ৰীঅম্বিকাচরণ বন্দ্যোপাধ্যায় প্রণীত। কলিকাত। বিক্টোরিয়া যন্ত্র । আধুনিক লোকের ইংরেজি চিকিৎসাতেই ভক্তি । আমাদিগের বোধ আছে, অন্যান্য বিদ্যায়, ইউরোপীয়দিগের যেরূপ প্রাধান্ত, চিকিৎসা শাস্ত্রে সেরূপ নহে। দেশী চিকিৎসা প্রণালীতে অনেক সময়েই । ইংরেজি চিকিৎস অপেক্ষাস্থসিদ্ধি জন্মিয়৷ থাকে। দেশী চিকিৎসা, বাঙ্গালী চিকি ৎস, উভয়ের গুণ, উভয়ের অভাব আছে। একের যাহা আছে,দ্বিতীয়ের তাহ নাই; দ্বিতীয়ের যাহা আছে, প্রথমের তাহা নাই। উভয়ে সংমিলিত হইলেই পরস্প রের অভাব পূর্ণ হইৰ সৰ্ব্ব রোগ শান্তি नििकृ চিকিৎসা भकडिब जेडावन হইতে | পারে। দুর্ভাগ্যবশতঃ ডাক্তারের প্রায় । সংস্কৃত জানেন না, বৈদ্যের কেহই ইংরেজি জানেন না। এজন্য উভয়ের বিদ্যা অসম্পূর্ণ রহিতেছে। এক্ষণে যদি, দেশী চিকিৎসা শাস্ত্র বাঙ্গালায় প্রচারিত হয়, তরে দেশী ডাক্তারগণ, তাহার মৰ্ম্মাবগত হইতে পারেন। অতএব অম্বিক বাবুর এই উদ্যম অত্যন্ত প্রশংসনীয় এবং । হিতকর। র্তাহাকে উৎসাহ দান করা, ; | বাঙ্গালি মাত্রেরই কৰ্ত্তব্য । তিনি যে কাৰ্য্যে প্রবৃত্ত তাহ অত্যন্ত দুরূহ—তিনি বিশেয সাধুবাদের পাত্র । অনুবাদ অতি প্রাঞ্জল হইতেছে। রামোদ্বাহ নাটক । অর্থাৎ রা মের সহিত সীতার বিবাহ বর্ণন । শ্ৰীমু রেন্দ্রনাথ ৰন্দ্যোপাধ্যায় প্রণীত । শ্রীরাম পুর আলফুেড যন্ত্র। অশুভক্ষণে বাল্মীকি রামায়ণ প্রণীত । করিয়াছিলেন । ভরসা ছিল, বাঙ্গালার অস্থূলিকণ্ডুয়ন ব্যাধিগ্রস্ত মহাশয়ের, বিষ । য়াভাবে কাব্যনাটক রচনায় বিমুখ হই । কিন্তু রামায়ণ থাকিতে তাহ ; বেন । ঘটিবার সম্ভাবনা নাই । রামের বিবাহ, রামের বনবাস, সীতার বনবাস, রামের যুদ্ধ, কুশীলবের যুদ্ধ প্রভৃতি বিষয়াবলম্বন করিয়া অসংখ্য অপাঠ্য কাব্য নাটকের স্বষ্টি হইতেছে। সমুদ্রে রত্ন আছে ব: লিয়া, অধ্যবসায়শালী বাঙ্গালি কবিগণ । অবিরত লোণ জল সেচিতেছেন। স৷ শুতি আর একখানি রামোদ্ৰাহ নাটক উপস্থিত। রামোদ্ৰাহ বলিলে কেহ যদি ১৯১ । না বুঝিতে পারেন, এই জন্য, গ্রন্থকার | indivisi ovisinistan.