পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| »ss 弹 প্রাপ্তগ্রন্থের সংক্ষিপ্ত সমালোচনা । (বঙ্গদর্শন, শ্রাঃ, ১২৮১ ৷ | রের নিকট বিশেষ বাধ্য হইলাম । পাঠ তেছি । “কৌশ– কপালে করাঘাত করিতে একি হলো! মহারাজ এই কথা কইতে কইতে এমন হলেন কেন! (গাত্রে হস্ত স্পর্শ করিয়া) শক্ত মক্ত দেখচি যে ! কি করি! মহারাজ বুঝি পুত্ৰশোকে প্রাণ পরি হার করেন। (চরণ স্পশ করিয়া ক্ৰন্দন করিতে২) মহারাজ! আপনি গাত্ৰোখান করুন আপনকার ভূমিশয্যা কেন?—এরূপ অবস্থাবলোকনে বিষ বিন্দুর ন্যায় | আমার নয়নে দরদরিত বারি ধারা বরিষণ হচ্চে। হৃদয় বহুলভ ! ত্বরায় গাত্রোথান করুন? আপনাকে নীতি শিক্ষা দেওয়া অবলাঙ্গনার বিধেয় নয়। আপনি এত কাতর হবেন না? অগ্রে প্রাণ ধন রঘুমণির তত্ত্বানুসন্ধানে সংখ্যাতিরিক্ত যুদ্ধোৎ বদরদিয়াছেন,নঅৰ্থাৎ স্ত্ররামের সহিত | সাহী সেনাদিগকে পাঠাইয়া দিন পরে সীতার বিবাহ বৰ্ণন।” আমরা গ্রন্থকা- - রণ পরিত্যাগ পূর্বক বাম গণ্ডে হস্ত কের মনোরঞ্জনার্থ এই নাটক হইতে এ | দিয়া) আহা! গুণমণি রাম বিনা যেন আ কটি কৌশল্য বিলাপ উদ্ধৃত করিয়া দি করিতে যা! আবার আমার কপালে তেলে ভাজা চানাচুর কোথায় লাগে? যাহা কৰ্ত্তব্যাকৰ্ত্তব্য তাই করবেন—(চ মাকে বৎস হারা গাভীর ন্যায় করেচে! আর ভূষিত চাতকিনী যন্দ্রপ কাদম্বিনী সন্দর্শনে প্রফুল্লিতা হয়ে উৰ্দ্ধদৃষ্টে অবিরত চঞ্চুব্যাদান করিতে থাকে, আমিও তদ্রুপ নীলমণির আসার আশায় রাজ-পন্থাবলে কন করিতে থাকি । আহা! আমার হৃদয় আকাশে আর কি সে রাম-চন্দ্রের উদয় হবে! তিনি যে অস্তাচলে !—তবে বাচনে সুখ কি—” ক্রটি কি ? ইহাতে কপালে করাঘাত | আছে, চরণস্পর্শ আছে, ভূমিশয্যা আছে, বিষবিন্দু আছে, হৃদয়বল্লভ আছে, চাতকিনী আছে, কাদম্বিনী আছে, নীলমণি | আছে, নাই কি ? যদি কিছুর অভাব থাকে, তবে এক ‘ আসার আশায়” তাহা পরিপূর্ণ হইয়াছে। সাধারণীর }