পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লঙ্গ দশম, তাঃ, ১২৮১ 1) চন্দ্রশেখর | ২১৭ । সংসারে তুমিই যথার্থ পরহিতব্ৰতধারী | আরোগ্যের—আর বড় বিলম্ব নাই। অ রমানন্দস্বামীজিজ্ঞাসা করিলেন, “ অ|মরা নিষেধ করিয়াছিলাম—কেন এদুৰ্জ্জয় । রণে আসিলে? শৈবলিনীর কথায় কি ক্ষণেক নীরব থাকিয়া, রমানন্দস্বামী | এরূপ করিয়াছ ?” | | | পনার পদরেণু আমার মাথায় দিন " | | প্রতাপ বলিল, “আপনি, কেন এরূপ আজ্ঞা করিতেছেন?” স্বামী বলিলেন, “যখন তুমি শৈবলিনীর সঙ্গে কথা কহিতেছিলে, তখন তা হার আকারেঙ্গিত দেখিয়া বোধ হইয়াছিল, যে সে আর উন্মাদগ্ৰস্ত নহে। এবং বোধ হয় তোমাকে একেবারে বিস্মৃত হয় নাই ।” - - প্রতাপ বলিলেন, “ শৈবলিনী বলিয়াছিল, যে এ পৃথিবীতে আমার সঙ্গে আর সাক্ষাৎ না হয়। আমি বুঝিলাম, আমি জীবিত থাকিতে শৈবলিনী বাচন্দ্রশেখরের স্বখের সম্ভাবনা নাই। যে আমার পরম প্রীতির পাত্র, যে আমার পরমোপকারী, তাহাদিগের সুখের কণ্টকস্বরূপ এ জীবন আমার রাখা অকৰ্ত্তব্য বিবেচনা করিলাম। তাই, আপনাদি গের নিষেধ সত্বেও এ সমর ক্ষেত্রে, প্রাণত্যাগ করিতে আসিয়াছিলাম। আমি থাকিলে, শৈবলিনীর চিত্ত, কখন না কখন বিচলিত হইবার সম্ভাবনা। অতএব আমি চলিলাম יין * রমাননাস্বামীর চক্ষে জল আসিল; আর কেহ কখন কুমানন্দস্বামীর চক্ষে । জল দেখে নাই। তিনি বলিলেন, “এ


دهه هابستعمیمتحده

ইহা উপায় নাই—এই জন্য বলিতে লাগিলেন, “শুন বৎস! অামি । তোমার অন্তঃকরণ বুঝিয়াছি। ব্ৰহ্মাও জয় তোমার এই ইন্দ্রিয় জয়ের তুল্য, হ ! ইতে পারে ন—তুমি শৈবলিনীকে ভাল । বাসিতে ?” . সুপ্ত সিংহ যেন, জাগিয়া উঠিল। সেই শবকার প্রতাপ, বলিষ্ঠ, চঞ্চল, উন্মত্ত : বৎ হুহুঙ্কার করিয়া উঠিল—বলিল— } “কি বুঝিবে, তুমি সন্ন্যাসী! এ জগতে মনুষ্য কে আছে, যে আমার এ ভালবাসা বুঝিবে! কে বুঝিবে, আজি এই ষোড়শ । বৎসর, আমি শৈবলিনীকে কত ভাল । বাসিয়াছি। পাপচিত্তে আমি তাহার প্রতি । আমুরক্ত নহি—আমার ভালবাসার নাম | —জীবন বিসর্জনের আকাঙ্ক্ষ । শিরে ; শিরে, শোণিতে শোণিতে, অস্থিতে অ- | স্থিতে,আমার এই অনুরাগ অহোরাত্র বিচ- | রণ করিয়াছে । কখন মানুষে তাহ জ- ; নিতে পারে নাই—মানুষে তাহ জানিতে । পৱিত ন—এই মৃত্যু কালে আপনি কথা 1, তুলিলেন কেন? এজন্মে এ অম্বুরাগে ৷ ” মদন মাই বলিয়া, এ দেহ পরিভাগ | করিলাম। আমার মন কলুষিত হই । . . . . আছে—কি জানি শৈবালনীর হয়ে 1