পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/২২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

H বঙ্গদশগ, ভাঃ, ১২৮১ ) চন্দ্রশেখর । ২১৯ ' ইয়া আসিলেন। যবনসেনামধ্যে পদ গ্রহণ করিয়াছে উহাকে ফঁাসি দেওয়া যাইবে।” বিচারান্তে যুদ্ধের পরে রীতি মত বিচার হইয় ফষ্টরের ফাঁসি হইল। চন্দ্রশেখর, শৈবলিনীকে লইয়া গৃহে আসিলেন । সুন্দরী শৈবলিনীর সঙ্গে দুই চারিটা কথা কহিয়াই জানিল যে শৈবলিনী রোগ হইতে নিস্কৃতি পাইয়াছে। আহলাদে, সুন্দরী চন্দ্রশেখরকে সবিশেষ কহিল । আহলাদে চন্দ্রশেখর, শৈবলি নীকে আলিঙ্গন করিতে প্রায় সুন্দরীকে আলিঙ্গন করিয়া ফেলিয়াছিলেন । তিনি ; সেই দিনই, পুনৰ্ব্বার সংসার পাতিয়া, শৈবলিনীকে গ্রহণ করিলেন । রমানন্দস্বামী আসিলে একটা লৌকিক প্রায়শ্চিত্ত করিবেন স্থির করিলেন । রমাননাস্বামী প্রতাপের মৃত্যুসম্বাদ লকেন, প্রতাপ মরিয়াছে, তাহ প্রকাশ করিলেন না । চন্দ্র শেখর, অত্যন্ত শোকাকুল হইয়া, উদয় নালার মাঠে গিয়া, প্রতাপের দেহ লইয়া বথাবিধি সৎকার করিলেন । কিয়দিবস, প্রতাপের শোকে, এরূপ অধীর হইয়। রছিলেন, যে শৈবলিনীর প্রায়শ্চিত্তের কথা বিশ্বত হইয়। রহিলেন । রমানন্দস্বামী প্রায়শ্চিত্তের ব্যবস্থা করিয়া দিয়া অtশ্রমে যাত্রা করিলেন ! | - 皋。 নবাব কাসেম আলি খী উদয় নালা ங்யங்ண்ண் ண்மம் সেঠদিগকে গঙ্গা জলে নিমগ্ন করিয়া বধ । করিলেন। এবং যে সকল ইংরেজ বন্দী | ছিল, তাহাদিগকে সমরূর হস্তে বধ করি- ; লেন । এই সকল দুষ্কাৰ্য্য করিয়া, মুঙ্গের । ত্যাগ করিয়া সসৈন্যে পাটনা যাত্রা করি | লেন । গুরুগণ খাঁ অতি চতুর। তিনি নববের আদেশক্রমে উদয় নালা যাইবার জন্য, নবাবের পশ্চাৎ যাত্রা করিয়াছি- } লেন বটে। কিন্তু উদয় নালা পৰ্য্যন্ত, যান নাই—নবাবের অগ্ৰেই ফিরিয়াছি- { লেন। ভাব গতিক বুঝিয়া নবাবের । সঙ্গে যাহাতে সাক্ষাৎ ন হয়, এইরূপ কৌশল করিতেন। কিন্তু এক্ষণে নবাবের । সঙ্গে যাইতে বাধ্য হইলেন। পথিমধ্যে | নবাব সৈন্যদিগকে ইঙ্গিত করিলেন, তাহারা বিদ্রোহের ছল করিয়া গুরুগণ । খাকে খণ্ড খণ্ড করিয়া ফেলিল । তাহার পরে নবাবের অদৃষ্টে যাহা যাহা ঘটিল তাহা ইতিহাসে লিখিত আছে। বাঙ্গালার শেষ হিন্দু রাজা, রাজ্যভ্রষ্ট হইয়া পুরুষোত্তমের যাত্রী হইয়াছিলেন—বাঙ্গালার শেষ যবন রাজা, রাজ্যভ্রষ্ট হইয়া ফকিরি গ্রহণ করিলেন। কুল্সম, যুদ্ধক্ষেত্রে নবাবের ভূতাবর্গের সহিত পলায়ন করিয়াছিল। কাসেম আলি ফকিরি গ্রহণ করিলে, সে মীর জাফেরের অবরোধে নিযুক্ত হইল। দলনীকে কখন ভুলিল না। " সমাপ্ত । تفتسغ