পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এবং আদিশূর কন্যকুম্ভ হইতে বঙ্গদেশে প্রদদ্যাজ্জয়িনে পত্রং জয়পত্রং তুচ্যতে। wr- -------- | লঙ্গ দশম, ধৈ৪, ১২৮১ 1) শ্ৰীহৰ্ষ । २१ ।। ইংরেজের, বিচারপ্রণালী সম্বন্ধে এত ব পূৰ্ব্বেণোক্তক্রিয়াযুক্তং নির্ণয়াস্তং মদানুপঃ। তথা কাত্যায়নঃ । অর্থি প্রত্যার্থি বাক্যানি প্রতিসাক্ষি বচ স্তথা । সংস্কৃত চিত্রশালিকার দুইখানি মহামূল্য চিত্ৰ শ্ৰীহৰ্ষ নামাঙ্কিত, রত্নাবলী ও নৈষধ । রত্নাবলী অবলা, সরলা,কোমলাঙ্গী অঙ্গনা; অলঙ্কার বাহুল্য বিনাও দেখিতে সুন্দরী । নৈষধ তেজস্বী, চিন্তাশীল, দৃঢ়কায় বীর পুরুষ ; দেবোপম স্বাভাবিক সৌন্দৰ্য্য সত্ত্বে ও বিবিধ অলৌকিক সজ্জয় সজ্জিত । দেখিলে কোন ক্রমেই দুইটী এক হস্তের চিত্রিত বলিয়া বোধ হয় না । লোকেরও বিশ্বাস এই প্রকার যে দুখানি দুজন চিত্রকরের রচিত । সময়ে কোথায় প্রাহভূত হইয়াছিলেন, এই সকল কথা লইয়া তত্ত্বজিজ্ঞাসু সমাজে অনেক বাদানুবাদ হইয়া গিয়াছে। পণ্ডিতবর ঐযুক্ত বাবু রামদাস সেন একবার বঙ্গদর্শনে এতৎপ্রস্তাবের অবতারণা করিয়াছিলেন । র্তাহার মতে, কাশ্মীরাধিপতি জহুর্বরত্নাবলীর রচয়িতা, তাহার কে, এবং কোন, శిఁ్ఫక్స్లే 3शङ् । تحت تستقسیستشخته রিনা। প্রাচীনফয়শাল, আধুনিক । ফয়শালা অপেক্ষা সৰ্ব্বাংশে উৎকৃষ্ট । নির্ণয়স্ত তথাতন্ত যথাচার ধৃতং স্বয়ং। এতদ্বথাক্ষরং লেখ্যং যথা পূৰ্ব্ব নিবেশ- ' রেৎ {{ | সভাসদশ যে তত্ৰ ধৰ্ম্মশাস্ত্রবিদস্তথা । যে পঞ্চব্রাহ্মণ আনয়ন করেন, তন্মধ্যে যিনি চট্টোপাধ্যায়দিগের পূৰ্ব্বপুরুষ তিনিই নৈষধকার । আমার ক্ষুদ্র বুদ্ধিতে যতদূর আইসে, তাহাতে বোধ হয় যে এই দুইটী সিদ্ধান্তেই ভ্ৰম আছে, এবং কোনটির । পক্ষেই কোন প্রবল যুক্তি প্রদর্শিত হয় । নাই। এজন্ত যাহা কিছু আমার বক্তব্য । আছে, সত্যামুরোধে বলিতে প্রবৃত্ত হই । লাম । হয় ত আমারও ভুল হইবে ; কিন্তু বারম্বার কোন বিষয়ের আলোচনা করিলে, . সত্যের পথ যে পরিষ্কার হয়,তাহার সন্দেহ নাই । : এতদ্দেশায় ঐতিহাসিকতত্ত্ব নির্ণয় ক- ' রিতে গিয়া যে আমাদিগের পদস্খলন । হইবে, বিচিত্র নহে। ভারতবর্ষের পুর- ; বৃত্ত নিবিড় তিমিরাচ্ছন্ন। অন্ধকারে অমুমানরূপ লোষ্ট্র নিক্ষেপ পূৰ্ব্বক পদার্থপত্রিচয় করিয়া আমাদিগকে অগ্রসর হইতে হয়। ইতিহাস ও জীবনচরিত পাওয়া ।