পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| २6 ० এক্ষণে ব্রাহ্মণগণকে নিমন্ত্রণ ও আসন সকল প্রস্তুত কর । সকল মুসজ্জিত হইয়া প্রাসাদের দ্বিতীয় কক্ষে অবস্থান করুক । এবং চৈত্যসমুদয়ে অন্ন ও অন্যান্য ভক্ষদ্রব্য ও দক্ষিণার সহিত গন্ধপুষ্প প্রভৃতি পূজার উপকরণ দ্বারা দেব পূজা কর। দেবতীয়তন বীরপুরুষেরা বেশভূষা করিয়া সুদীর্ঘ অসিচৰ্ম্ম ও ধতুৰ্দ্ধারণ পূর্বক উৎসবময় অঙ্গনমধ্যে প্রবেশ করুক।”—হে । তাহার পর অভিষেক ক্রিয়া সম্পন্ন হইলে, যেরূপ রাজদৃশ্বের আড়ম্বর হইত, তাহা অভিষেকের নিদ্ধারিত দিনে রামের রাজভাব কিছুমাত্র না দেখিয়া, বিস্ময় বশতঃ সীতা রামের প্রতি যে প্রশ্নগুলি করিয়াছিলেন, তাহাতে উপলব্ধি হইবে । ২২৬–“ শতশলাকারচিত শ্বেত ছত্রে তোমার এই স্বকুমার মুখকমল কেন আবৃত নাই ! শশাঙ্ক ও হংসের ন্যায় ধবল চামর যুগল লইয়া ভূত্যের কি নিমিত্ত ইহা ব্যজন করিতেছে না ! স্থত, মাগধ ও বন্দিগণ প্রীতমনে মঙ্গল গীত গান করিয়া আজি কৈ তোমার স্তুতিবাদ করিল! বেদপারগ বিপ্রেরা স্নানাস্তে কেন তোমার মস্তকে মধু ও দধি প্রদান করেন নাই ! গ্রাম ও নগরের প্রজীবর্গ প্রধান প্রধান সমস্ত পারিষদ বেশভূষা করিয়া অভিষেকান্তে কি কারণে তোমার অনুসরণ করিলেন না! সৰ্ব্বোৎকৃষ্ট পুষ্পরথ চারিটি স্থসজ্জিত বেগবান অশ্বে যোজিত হুইয়া কি নিমিত্ত তোমার অগ্ৰে বাল্মীকি ও তৎসাময়িক বৃত্তাস্ত । (বঙ্গদর্শন, আশ্বিঃ ১২৮১ ৷ গায়িক গণিকা | পানীয় গঙ্গোদক এবং পরিধেয় বস্ত্র খf: wo অগ্রে ধাববান হইল না! মেঘের স্তায় কৃষ্ণবর্ণ পৰ্ব্বতাকার সুদৃশ্য সুলক্ষণাক্রান্ত । হস্তী কেন তোমার অগ্ৰে নাই! পরিচার । কেরা সুবর্ণনিৰ্ম্মিত ভদ্রাসন স্কন্ধে লইয়৷ কৈ তোমার অগ্রে আগমন করিল!”—হে । রাজাদিগের প্রাতঃকালে শয্যা ত্যাগ । করিয়া উঠিবার পূৰ্ব্বে, কিরূপ আড়ম্বর হইত তাহ নিয়োদ্ধত অংশদ্বারা প্রদর্শিত হইতেছে । ২৬৫— “রাত্রি প্রভাত । হইয় গেল। প্রাতঃকালে সুশিক্ষিত | স্থত, কুলপরিচয়দক্ষ মাগধ, তন্ত্রিনাদ নির্ণায়ক গায়ক ও স্তুতিপাঠকগণ রাজ- ; ভবনে আগমন করিল এবং স্ব স্ব প্রণালী । অনুসারে উচ্চৈঃস্বরে রাজা দশরথকে | আশীৰ্ব্বাদ ও স্ততিবাদ করিয়া প্রাসাদ প্রতিধ্বনিত করিতে লাগিল । পাণিবাদকের ভূতপূৰ্ব্ব ভূপতিগণের অদ্ভুত কার্য্যসকল উল্লেখ করিয়া করতালি প্রদানে প্রবৃত্ত হইল। সেই করতালি i শব্দে বৃক্ষশাখায় ও পিঞ্জরে যে সকল । বিহঙ্গ বাস করিতেছিল, তাহারা প্রতি- ; বুদ্ধ হইয়া কোলাহল করিয়া উঠিল। ] - পবিত্রস্থান ও তীর্থের নাম কীৰ্ত্তন আরম্ভ | হইল, বীণাধবনি হইতে লাগিল। বিশুদ্ধ- । চার সেবানিপুণ বহুসংখ্যক স্ত্রীলোক ও । বর্ষবর প্রভৃতি পরিচারকগণ আগমন । করিল। স্নান বিধানজ্ঞেরা যথাকলে # স্বর্ণকলসে হরিচন্দনসুরভিত সলিল লইয়া উপস্থিত হইল। বহুসংখ্যক কুমারী ও সাধী স্ত্রীর মঙ্গলার্থ স্পর্শনীয় বেঃ ==ങ്ങി