পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰঙ্গদর্শন,বৈং, ১২৮১ ) | भूअ ভোজ দেবের পূৰ্ব্বে মালবাধিপতি ছিলেন। উজ্জয়িনীর জ্যোতিৰ্ব্বেস্তৃগণের গণনানুসারে ভোজদেব খ্ৰীষ্টীয় ১০৪২অকে প্রাচুভূত হইয়াছিলেন ।* একখানি অমুশাসন পত্রের লিখনানুসারে নির্ণত হয় যে ভোজরাজের পৌত্র এবং উদয়াদিত্যের পুত্র লক্ষ্মীধর ১১০৪ খ্ৰীষ্টাব্দে রাজত্ব করিতে ছিলেন। সুতরাং ভোজের প্রাদুর্ভাব কাল সম্বন্ধে কোন সন্দেহ থাকিতে পারে না । অতএব বোধ হয় এ কথা নিৰ্ব্বিবাদে বলা যায় যে,১ ৪২ খ্ৰীষ্টাব্দের পূৰ্ব্বে রত্নাবলী রচিত হইয়াছিল । | ! i | রামদাস বাবু লিখিয়াছেন, “ মহামহোপাধ্যায় উইলসন সাহেব কঙ্গেন, শ্ৰীহৰ্ষদেব ১১১৩ হইতে ১১২৫ খ্ৰীষ্টাব্দের মধ্যে কাশ্মীর রাজ্যশাসন করেন।” হর্ষদেব যদি ভে জবাক্তের পৌত্রদিগের সমকালীন লোক হন, তাহার রাজত্বকাল ঐ রূপ সময়ে হইবারই সম্ভাবনা, এবং তিনি কোন ক্রমেই রত্নাবলীরচয়িত হইতে পারেন नों } এক্ষণে দেখা যাউক অন্য কোন শ্ৰীহুর্যের প্রতি রত্নাবলী আরোপ করা যায় কি না । রত্নাবলী ও ‘‘ নাগানন্দ” এই দুই খানি সংস্কৃত নাটক রাজা শ্ৰীহৰ্ষদেবের রচিত বলিয়া উভয় গ্রন্থের প্রস্তাবনায় উ ল্লিখিত হইয়াছে। নান্দ্যস্তে স্বত্রধরের উক্তি উভয় গ্রন্থের প্রায় একই প্রকার । নান্দীতে দেখা যায় যে রত্নাবলীতে হর- ;

  • See Colebrooke's Miscellaneous

Essays Vol. II. p. 462-3 ! I bid p. 303 পাৰ্ব্বতীকে, এবং নাগানন্দে বৌদ্ধদেবকে নমস্কার করা হইয়াছে । ইহাতে জানা যাইতেছে যে, যে রাজার নামে গ্রন্থদ্বয় পরিচিত, তিনি এক সময়ে হিন্দু ও অপর সময়ে বৌদ্ধ মতাবলম্বী ছিলেন । কান্যকুজাধিপতি শ্ৰীহৰ্ষদেব বা হর্ষবৰ্দ্ধন, যিনি একটা অন্ধ সংস্থাপন করেন, তাহার । সম্বন্ধে এরূপ কথা একপ্রকার বলা যা- ? ইতে পারে। যখন কাদম্বরীকার বাণভট্ট হর্ষচরিত’ নামে তদীয় জীবন চরিত রচনা করেন, তখন বোধ হয় । তিনি হিন্দু ছিলেন; নতুবা হিন্দু গ্রন্থকার : তাহাকে বাড়াইতে যাইবে কেন ? যখন । চীনদেশীয় পৰ্য্যটক্‌ হুয়েন্থ সাঙ এতদেশ । ভ্রমণে আগমন করিয়া তাহাকে সমুদয় । আৰ্য্যাবর্তের সম্রাট পদে প্রতিষ্ঠিত দে খেন, তখন তিনি বৌদ্ধ ধৰ্ম্মাবলম্বী । : , আমাদিগের অনুমান যদি সমূলক হয়, হর্ষচরিত পাঠে অবগত হওয়া যায় । যে হর্ষদেব ষে রাজবংশে জন্মগ্রহণ ক- ' রেন, সেই বংশের আদিপুরুষ পুষ্পভূতি শৈব ছিলেন । শ্রীহর্ষের পিতা প্রতাপ শীল বা প্রভাকর বর্দ্ধন সেীর মতাবলম্বী ছিলেন । শ্ৰীহৰ্ষ ও তদীয় জ্যেষ্ঠভ্রাতা রাজাবৰ্দ্ধন ভওঁী নামক এক বাক্তির নি কটে শিক্ষিত হয়েন । রাজ্য শ্ৰী নামী । ভগিনীর উদ্দেশে বিন্ধ্য প্রদেশে প্রবেশ করিয়া হর্ষদেব দিবাকর মিত্র নামক এক জন বৌদ্ধমতাবলম্বী সন্ন্যাসীর সাক্ষাৎ । দিবাকর মিত্র প্র- } কার লাভ করেন । থমে হিন্দু ছিলেন।

శ్రీ: wరిy R )
SAASAASAASAAAS

uo ১৯ :