পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/২৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* @Wり বাণভট্ট। (বঙ্গ দশম অtfশ্বঃ ১২৮১ ৷ বাণভট্ট । বিখ্যাত নাম বাণভট্টকৃত কাদম্বরী ংস্কৃত সাহিত্যসংসারমধ্যে একখানি অমূল্য রত্ন। এই গ্রন্থের প্রথম পূৰ্ব্বভাগ বা বাণভাগ; দ্বিতীয় উত্তরভাগ বা তত্তনয় ভাগ। গ্রন্থকার ইহ সম্পূর্ণ করিয়া যাইতে পারেন নাই এজন্য তিনি লোকন্তর গমন করিলে তাহার পুত্র শেষভাগ রচনা করিয়া গ্রন্থ সম্পূর্ণ করেন । চারু ¿Î¿Î fgto*ï “ Mystery of Edwin Drood” নামক র্তাহার শেষ উপন্যাস গ্রন্থ সম্পূর্ণ করিতে না পারাতে, তাহার মৃত্যুর পর উহা অসম্পূর্ণ অবস্থায় প্রকাশিত হইয়াছে, এমন কি তাহার উপযুক্ত জামাতা বিখ্যাত লেখক উইন্ধী কলিন্‌স্‌ও উহার শেষভাগ রচনা করিয়া সংযোজিত করিয়া দিতে পারেন নাই কিন্তু সংস্কৃত সাহিত্যভাণ্ডারমধ্যে এতাদৃশ ঘটনা অতি বিরল। কোন সংস্কৃত গ্রন্থ অসম্পূর্ণ অবস্থায় প্রচারিত হয় নাই, সুতরাং বাণ পুত্ৰ দেখিলেন তাহার পিতার অপূৰ্ব্ব কীৰ্ত্তিলোপ হইবার সম্ভাবনা এজন্য কাদস্বরীর শেষভাগ লিখিয়া গ্ৰন্থখানি চিরস্থায়ী করিয়া দিয়াছেন। উত্তরভাগের রচনা যদিও পূৰ্ব্বভাগের ন্যায় ললিত, মনোহর এবং প্রসাদগুণবিশি৯ নহে, তথাপি উপন্যাস ভাগ অসংলগ্ন হয় নাই এবং রচনা প্রণালীরও স্থানে স্থানে বি| শেষ মধুরতা আছে । বাণভনয়ের গ্রন্থ تستغنتيتيتيتي تشتيت ماجستغة রচনা দ্বারা যশ:স্পৃহা ছিল না এবং তিনি কবিত্বেরও দর্প করেন নাই। গ্রন্থের মুখবন্ধে অতি বিনীতভাবে স্বীকার করিয়াছেন যে তিনি পিতৃকীৰ্ত্তি চিরস্মরণীয় করিবার জন্য উত্তরভাগ রচনা করিয়া দিয়াছেন, এমন কি তাহার নাম পর্যন্ত প্রকাশ না করিয়া উদারতার একশেষ | দৃষ্টান্ত প্রদর্শন করিয়াছেন । তিনি শেষ ভাগ রচনা না করিলে গ্রন্থখানির নাম | পৰ্য্যন্ত বোধ করি এত দিন লোপ পাইত ; সুতরাং এতাদৃশ কুলপাবন পুত্রের জন্মগ্রহণ, বাণভট্টের পরম সৌভাগ্যের কারণ হইয়াছিল । কাদম্বরীর প্রারস্ত । শ্লোক মধ্যে বাণভট্ট স্বীয় বংশ বর্ণনা ; করিয়াছেন যথা— । বভূব বাৎস্যায়ন বংশ সস্তুবো o দ্বিজো জগদগীতগুণোহগ্ৰণী:সতাম। { অনেকভূপার্চিতপাদপঙ্কজঃ . কুবের নামাংশ ইব স্বয়ভূবঃ , উবাস যস্য শ্রীতিশাস্তকল্মষে সদা পুরোডাসপবিত্রিতাধরে । , সরস্বতী সোমকষায়িতোদরে , সমস্তশাস্ত্রস্থতিবন্ধুরে মুখে । জগুগৃহে গ্রস্তসমস্তবাখয়েঃ " সসারিকৈঃ পন্থরবর্তিভিঃ শুকৈ: , নিগৃহমান বটবঃ পদে পদে যজুঃষি সামানি চ যস্য শক্তিতঃ: SAASAASAASAAAAASA SSASAS SS SAAAAAS AAAAA AAAA S AAAAA AAAA AAAAA too