পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/২৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| २४०. - l কমলাকান্তের দপ্তর। S AASAASAA AA ASASASAS SS SS SS (বঙ্গদর্ণম, অশ্বিং, ১২৮১ ৷ } | কুম্নম! ছায়াবাজি! হায়! মনুষ্য জাতিরকি . হুইবে! হায়, অর্থলুব্ধ গোয়ালা জাতি I কে নিস্তার করিবে! হায়! প্রসন্ন নামে গোয়ালার কবে গোরু চুরি যাবে! - প্রসরের দুগ্ধ দধি আছে, সে দিবে, আমার উদর আছে, খাইব; তাহার সঙ্গে এই সম্বন্ধ; ইহাতে সে মূল্য চাহে কোম । অধিকারে, তাহা আমি বুঝিতে পারিলাম । না। প্রসন্ন বলে, আমি অধিকার অনধিকার বুঝি না; আমার গোরু, আমার দুধ, আমি মূল্য লইব । সে বুঝেন, ষে গোরু কাহারও নহে; গোরু, গোরুর নিজের ; দুধ, যে খায় তারই । তবে, এসংসারে মূল্য লওয়া একটা রীতি আছে, স্বীকার করি। কেবল খাদ্য সামগ্ৰী কেন, সকল সামগ্রীই মূল্য দিয়া ক্রয় করিতে হয়। দুধ দই, চাল দাল, খাদ্য পেয়, পরিধেয়, প্রভৃতি পণ্য দ্রব্য দূরে থাকুক, বিদ্যা বুদ্ধিও মূল্য দিয়া, কিনিতে হয়। কলেজে মুল্য निशां बिमा কিনিতে হয়। অনেকে ভাল কৃথা । মূল্য দিয়া কিনিয়া থাকেন। হিন্থর সচরাচর মূল্য দিয়া ধৰ্ম্ম কিনিয়া भोटकन् : যশঃ মান অতি অল্প মূল্যেই ক্রীত হইয়া । থাকে। ভাল সামগ্ৰী মূল্য দিয়া কিনিতে । | হইবে, ইহাও কতক বুঝিতে পারি, কিন্তু | भश्षा धभर्नाहे भूक्षा थिच्न, cग विनाय्भूला মন্দ সামগ্ৰীও কেহ কাহাকে দেয় মা । যে বিষ খাইয়া মরিবার বাসন রুর, | তাহীও তোমাকে বাজার হইতে মূল্য | দিয়া, কিনিয়া খাইতে হইবে। " تمنت تمسماعة вари ভাল জিনিস—খরিদ্ধার চলেআয়”— লাম। প্রথমেই রূপের দোকানে :ে লাম। যে জিনিস ঘরে নাই সেই দে। অতএব এই বিশ্ব সংসার, একটি বৃহৎ { বাজার—সকলেই সেখানে আপনাপন দোকান সজাইয়া বসিয়া আছে। সক- { লেরই উদ্দেশ্য মূল্য প্রাপ্তি। সকলই অন- { বরত ডাকিতেছে “আমার দোকানে সকলেরই এক মাত্র উদেহ, খরিদ্ধারের চোকে ধূলা দিয়া রদি মাল পাচার } করিবে । দোকান দার খরিদ্ধারে কেবল | যুদ্ধ, কে কাকে ফাঁকি দিতে পারে। সস্তা | খরিদের অবিরত চেষ্টাকে মনুষ্যজীবন ; বলে । | ভাবিয়া চিন্তিয়, মনের দুঃখে, আফি- | ঙ্গের মাত্র। চড়াইলাম । তখন জ্ঞাননেত্র । ফুটিল। সম্মুখে ভবের বাজার সুবিস্তৃত । দেখিলাম। দেখিলাম অসংখ্য দোকান | দার, দোকান সাজাইয়া বসিয়া আছে— | অসংখ্য খরিদ্ধারে খরিদ করিতেছে- } দেখিলাম সেই অসংখ্য দোকানদারে | অসংখ্য খরিদ্ধারে পরস্পরকে অসংখ্য : বৃদ্ধাঙ্গুষ্ট দেখাইতেছে। আমি গামছু } কাদে করিয়া, বাজার করিতে বাহির হই কানে আগে যাইতে হয় । দেখিলায়, { যে সংসারের সেই মেছে হাট। পৃথি ধীর রূপসীগণ মাছ হইয়া ঝুড়ি চুপড়ির ভিতর প্রবেশ করিয়াছেন। দেখি