পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চন্দ্রশেখর । ৰঙ্গদশম, দৈঃ, ১২৮১ ) হউক, লুঠপাঠ হইতে পারে। যে গ্রামে | এইরূপ চিন্তা করিতে করিতে, প্রতাপ | সেই ছিপে মুঙ্গের ফিরিয়া গেলেন। প্রথম চন্দ্রশেখরের সন্ধান করিলেন, তাহার সন্ধানর্থ রমানন্দস্বামীর আশ্রমে গেলেন। শুনিলেন, চন্দ্রশেখর শৈবলনী পুনঃ প্রাপ্তির পরদিন সেখানে গিয়াছিলেন, আর যান নাই। আরও শুনিলেন যে রমানন্দ স্বামীও সেই দিন আশ্রমত্যাগ করিয়া গিয়াছেন। কোথায় গিয়াছেন কেহ জানেন। প্রতাপ, মুঙ্গেরে রমানন্দ বা চন্দ্রশেখর কাহারও উদ্দেশ পাইলেন না ; মধ্যে গেলেন । দেখিলেন, ইংরেজের সঙ্গে নবারের যুদ্ধ হইবে, তাহার উদ্যোগের বড় ধূম পড়িয়া গিয়াছে । প্রতাপের আহলাদ হইল। মনে ভাবি লেন, নবাব কি এই অস্বরদিগকে বাঙ্গালা হইতে তাড়াইতে পরিবেন না? ফষ্টর | কি ধৃত হইবে না ? তার পর মনে ভাবিলেন, যাহার যে | মন শক্তি, তাহার কৰ্ত্তব্য, এ কার্য্যে নবী বের সাহায্য করে । সমুদ্র র্যাধিতে পারে } তার পর মনে ভবিলেন, আমা হইতে কি কোন সাহায্য হইতে পারে না ? দুৰ্গ । i t t o t ; ! কাষ্ঠ বিড়ালেও ইংরেজের সাহায্য করিবে, সে গ্রাম লুঠ করিতে পারিব । যেখানে দেখিব ইংরেজের রশদ লইয়া যাইতেছে, সেই খানে রশদ লুঠ করিব। যেখানে দেখিব ইংরেজের দ্রব্য সামগ্রী যাইতেছে, সেই খানে দস্থাবৃত্তি অবলম্বন করিব । ইহ। করিলে ও নবারের অনেক উপকার করি- ; সন্মুখ সংগ্রামে যে জয়, । তাহা বিপক্ষ বিনাশের সামান্য উপায় ! তে পারিব । মাত্র। সৈন্যের পৃষ্ঠরোধ, এবং খাদ্যা হরণের ব্যাঘাত, প্রধান উপায় , যত । দূর পারি, ততদূর তাহা করিব । তার পর ভাবিলেন, “আমি কেন এত : করিব ? করিব, তাহার অনেক কারণ : আছে। প্রথম, ইংরেজ চন্দ্রশেখরের । সৰ্ব্বনাশ করিয়াছে; দ্বিতীয়, শৈবসিনী । মরিয়াছে; তৃতীয়, আমাকে কয়েদ রাখি- । য়াছিল; চতুর্থ এইরূপ অনিষ্ট আর২ লো । কেরও করিয়াছে ও করিতেপারে ; পঞ্চম . নবাবের এ উপকার করিতে পারিলে | দুই এক থানা বড় বড় পরগনা পাইতে । পরিব । অতএব আমি ইহা করিব । প্রতাপ তখন অমাত্যবর্গের খোষা আমি কি করিতে পারি? মোদ করির নবাবের সঙ্গে সাক্ষাৎ করি । তার পর মনে ভাবিলেন,আমার সৈন্য লেন। নবাবের সঙ্গে তাহার কি কি ! নাই, কেবল লাঠিয়াল আছে—দম্য | কথা হইল, তাহ অপ্রকাশ রহিল। নবা | আছে। তাহাদিগের দ্বারা কোন কাৰ্য্য | বের সঙ্গে সাক্ষাতের পর তিনি স্বদেশা | হইতে পারে? o ভিমুখে যাত্রা করিলেন । to ভাবিলেন, আর কোন কাৰ্য্য না অনেক দিনের পর, তাছার স্বদেশে ।