পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৩৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

جیبیبیسیسیپیجیاییسجیبیسی بیبیسی بیبییاباییشییع ." === ء - ۔ یہ مسج -- خبجا- م*٭--,ت * ९४ s) রজনী | ©ፃ© t& সম্বন্ধ নাই। যাহাঁকে “পঞ্চবাণ” বলে, খিলে অন্ধ বলিয়াবোধ হয় না। চক্ষে দেখিতে কোন দোষ নাই। চক্ষু বৃহৎ, সুনীল, ভ্রমরকৃষ্ণ তারাবিশিষ্ট অতি সুন্দর চক্ষুঃ–কিন্তু কটাক্ষ নাই । চক্ষুষ স্নায়ুর দোষে অন্ধ। স্নায়ুর নিশ্চেষ্টত

বশতঃ রেটিনাস্থিত প্রতিবিম্ব মস্তিক্ষে

গৃহীত হয় না। রজনী সৰ্ব্বাঙ্গসুন্দন্ত্ৰী ; বর্ণ উদ্ভেদ-প্রমুখ নিতান্ত নধীন কদলী পত্রের ন্যায় গোর ; গঠন, বর্ষজলপূর্ণ তরঙ্গিণীর ন্যায় সম্পূর্ণত প্রাপ্ত ; মুখকান্তি গম্ভীর; গতি অঙ্গভঙ্গী সকল, মৃদু, স্থির, এবং অন্ধস্ত বশত: সৰ্ব্বদা সঙ্কোচ জ্ঞাপক ; হাস্য, ফুঃখময় । সচরাচর, এই স্থির প্রকৃতি সুন্দর শরীরে, সেই কটাক্ষহীন দৃষ্টি দেখিয়া কোন ভাস্কৰ্য পটু শিল্পকরের যত্ন নিৰ্ম্মিত প্রস্তরময়ী স্ত্রীমূৰ্ত্তি বলিয়া বোধ झझेड । - রজনীকে প্রথম দেখিয়াই আমার বিশ্বাস হইয়াছিল, যে এই সৌন্দৰ্য অনিন্দনীয় হইলেও মুগ্ধকর নহে। হীরালালের কিরূপ মন বলিতে পারি না, কিন্তু সে বিশ্বাস আমার আজিও আছে। রজনী রূপবতী, কিন্তু তাহার রূপ দেখিয়া কেহ কখন পাগল হইবে না । তাহার চক্ষের সে মোহিনী গতি নাই। সৌন্দৰ্য্য দেথিয় লোকে প্রশংসা করিবে;.বোধ হয়, সে মূৰ্ত্তি সহজে ভুলিবেও মা, কেন না সে স্থির, গম্ভীর কাস্তির একটু অদ্ভুত আকর্ষণী শক্তি আছে, কিন্তু সেই আকর্ষণ অনাবিধ ইঞ্জিয়ের সঙ্গে তাহার কোন अञ् । রজনীর রূপের সঙ্গে তাহার কোন সম্বন্ধ নাই। . , সে যাহাই হউক।--আমি মধ্যে মধ্যে । চিন্তা করিতাম—রজনীর দশ কি হইবে? ' সে ইতর লোকের কন্যা, কিন্তু তাহাকে ! দেখিয়াই বোধ হয় যে সে ইতর প্রকৃতি- | বিশিষ্ট নহে। ইতর লোক ভিন্ন, তাহার । অন্যত্র বিবাহের সম্ভাবনা নাই। ইতর লোকের সঙ্গেও এতকালে বিবাহ ঘটে । নাই। দরিদ্রের ভাৰ্য্যা গৃহ কৰ্ম্মের । জন্য, যে ভাৰ্য্যার অন্ধতা নিবন্ধন গৃহ কৰ্ম্মের সাহায্য হইবে ন—তাহাকে কোন | দরিদ্র বিবাহ করিবে ? কিন্তু ইতরলোক । ভিন্ন এই ইতরবৃত্তিপরায়ণ কায়স্থের কন্যাকে বিবাহ করিবে? তাহাতে আবার । এ অন্ধ । এরূপ স্বামীর সহবাসীরজনীর দুঃখ ভিন্ন মুখের সম্ভাবনা নাই। দুচ্ছেদ্য কণ্টককাননমধ্যে যত্নপালনীয় উদ্যানপুষ্পের জন্মের ন্যায়, এই রজনীর পুষ্প বিক্রেতার গৃহে জন্ম ঘটিয়াছে। কণ্টকাৰ্বত । হইয়াই ইহাকে মরিতে হইবে । তবে । আমিগোপালের সঙ্গে ইহার বিবাহ দিবার জন্য এত ব্যস্ত কেন? ঠিক জানি না। ’ তবে ছোট মার দৌরাত্ম্য বড়, তাহা । জুনাতে ইহার বিবাহ দিতে প্রবৃত্ত হইয়াছিলীম আর বলিতে কি, । যাহাকে স্বয়ং বিবাহ করিতে ন-গুরি, তাহার বিবাহ निम्ड हेव्हा করে। এ কথা শুনিয়া অনেক স্বন্দরী মধুর । হাসিয়া জিজ্ঞাসা করিতে পারেন,তোমার | মনে মনে রজনীকে বিবাহ করিতে ইচ্ছা । °更、 سياسيسبسته