পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৪১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

r ττής, د ن ه د( অনুগত হইয় থাকে। মজুরদিগের যেমন তেজ অধ্যবসায় ও কার্যক্ষমতার প্রশংসা করিতে হয় তদ্রুপ সাধনের জন্য সময়ে২ এক মতাবলম্বী হ ইয়া স্ব২ কাৰ্য্য হইতে নিবৃত্ত হয়। এদিকে মহাজনের কারখানা বন্ধ থাকিলে নানা ক্ষতি, মুলধনের সুদ নোকসান হয় । অৰ্দ্ধ প্রস্তুত দ্রব্যজাত ও অৰ্দ্ধ কৰ্ষিত ক্ষেত্র আকৰ্ম্মণা প্রায় হইয় উঠে । এবং অন্যান্য কৰ্ম্মচারিগণকে বসাইয়। বেতন দিতে হয় । সুতরাং অনেক সময়ে অগত্য বেতন বৃদ্ধি স্বীকার অথবা কোল প্রকারে রফা করিতে হয় । শ্রম জীবিগণ তাপনাদিগের উদ্দেশ্য সিদ্ধির জন্য এই নিয়মে দলবদ্ধ হইয়া থাকে যে সকলেই সম্প্রদায়ের মঙ্গলার্থ কিঞ্চিৎ২ অর্থদান এবং একবাক্যে মহাজলের সহিত বিযস্বাদ করিয়া বেতন বৃদ্ধির চেষ্টা করিবেক । এতদৰ্থে দল ও যথাযোগ্য কৰ্ম্মচারী নিযুক্ত আছে, তাহাদিগের অনভিমতে কেন্থ কার্য্য করিলে তাহাকে সমাজচ্যুত করে। এতাদৃশ সমাজচু্যত ব্যক্তি আমাদিগের ন্যায় নিমন্ত্রণ বিবাহাদিতে নিগৃহিত হয় না । কিন্তু তাঙ্কার সহিত কোন মিস্ত্রি কি মজুর একত্র কার্য্য করেন। —সুতরাং মহাজনের অগত্য তাইকে পরিত্যাগকরেন এবং তাহীর জীবিকা লাভ করা দুর্ঘট হইয়া উঠে। এই ভয়ে মজুরগণ বিবাদ করিতে যায়ন, সমাজের কিন্তু ইংলওঁীয় তাহাদিগের দোষও আছে, মজুর সমাজ ــصطقضد জাতিভেদ । --- মজুর ও মিস্ত্রিগণ আপনাদিগের উদেশ্য হইতে বিলক্ষণ দুর্বলের পীড়নও হইয়। ! থাকে । উল্লিখিত চাদার দ্বারা শ্রমজীবীদিগের সমাজে যে ধনসঞ্চিত হয়, মহাজ নের সহিত বিবাদ উপস্থিত হইলে তাহা । হইতে দরিদ্র মজুরগণ গ্রাসাচ্ছাদনের নিমিত্ত কিছুই পাইয় থাকে কিন্তু তাহাতে সম্পূর্ণ উদর পোষণ না হইলে সে স্বেচ্ছামত বেতন লইয়া কাৰ্য্য করিতে পারে ন৷ সুতরাং তাঁহাকে অনেক কষ্ট সহ করিতে হয় । - ইংলণ্ডীয় শ্রমজীবিগণ সম্পত্তিবিহীন এবং প্রতি সপ্তাহে কিছুই বেতন পায় বলিয়া বিস্তর অপব্যয় করে ও কাচা পয়সা হইতে ধনসঞ্চয় করিতে পারে না । বাৰ্দ্ধক্য কি রোগগ্ৰস্ত বিধায় নিঃসহায় এবং অক্ষম হইলে তাহাদিগের দুর্দশার সীমা থাকে না । বাস্তবিক ইংলণ্ডে এই সকল কারণে শ্রমজীবীদিগের মধ্যে নিঃস্ব ব্যক্তির সংখ্যা অত্যন্ত বৃদ্ধি পাইয়াছে এবং তাহাদিগের অবস্থা যার পর নাই শোচনীয় হইয়া উঠিয়াছে । আমাদিগের জাতিভেদ প্রথাতে এরূপ কোন অত্যাচার বা যন্ত্রণ নাই । শ্রম : জীবী ও মহাজনের বিবাদ শ্রমকারী ; দিগের মধ্যে বলবান কর্তৃক দুৰ্ব্বলের । পীড়ন অথবা নিঃসহায়ের ক্ষতিবৃদ্ধি ; কিছুই নাই। ইহা সামান্য সৌভাগ্যের বিষয় নন্থে । সম্প্রতি উল্লিখিত দুরবস্থা মোচনার্থ ইউরোপে এক নূতন ব্যবসা প্রণালী উদ্ভাবিত হইয়াছে। আমরা অনুমান * ঘ 89 సి j