পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৪১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ң | $ <曇源 ! 8 Yo করি যে তাহীর সহিত জাতিভেদ প্রথার এক নিগুঢ় সম্বন্ধ আছে। ঐ প্রণালীর স্থল কথ। এই যে শ্রমজীবিগণ মহাজনের { অধীন কাৰ্য্য না করিয়া বহুসংখ্যক লোক { স্ব২ যৎসামান্য সঞ্চিত ধন একত্রিত কর ণান্তর আপনারাই মহাজন মিস্ত্রি ও মজুর হইয়া কাৰ্য্য করে । | ইদানীন্তন অর্থশাস্ত্রবেত্তারা “কু অপ Caños” (co-operative) at To oft কাৰ্য্য প্রণালীর মহাসুখ্যাতি করিয়া থা কেন । তাহাদিগের মতে এতদার শ্রমজীবীদিগের দুই মহোপকার হয়। তাহাদিগের অর্জিত সমস্ত ধন উহারা নিজেই লাভ করে এবং তাহা মহাজনের হস্তগত হইতে পায় না । আর তাহাদিগের | ধনবৃদ্ধি এবং দারিদ্র্য মোচনের উপায় হইয়াছে। এতদ্ভিন্ন এই প্রণালীতে শ্রমজীবিগণ স্ব২ কার্য্যে অধিকতর মনঃসংযোগ করে এবং তদ্ধেতু তাহাদিগের শ্রমোৎপন্ন কাৰ্য্য অপেক্ষাকৃত শ্রেষ্ঠতর হয় । কিন্তু একটী বিষয়ে আমরা অর্থনীতি পুস্তকাদিতে কোন উল্লেখ দেখি নাই । উল্লিখিত কুঅপরেটিভ কাৰ্য্য প্রণালীর সার মৰ্ম্ম এই যে ধন ও শ্রম একই আধারে একত্রিত হইলে পরস্পরের বিষম্বাদ তাপ নীত হয় । কিন্তু ধন বংশানুক্রমে অধিকৃত হইয়া থাকে অতএব যদি শ্রম অর্থাৎ বৃত্তি ধনের অনুগামী হয় তবে ক্রমশঃ জাতিভেদ নিয়ম সংস্থাপিত হওয়া অসস্তাবিত নহে। মনে কর একদল মজুর প্রাগুক্ত প্রণালীতে একটা ভুলার কার জাতিভেদ । থাকেন কেননা এখানে জমিদারেরা ইং । (বঙ্গ দশম, পোঃ ১২৮১ I ! খান স্থাপন করিল।Tউহার ঐ কার- ; খানার কার্য্য করিবেক। এবং উহাদিগের । সস্তুতিগণ পৈতৃক সম্পত্তি অর্থাৎ করে । খানায় সেয়ার অধিকার করিলে তাহা । রক্ষা করিবার জন্য পৈতৃক ব্যবসা অবলম্বন করিতে বাধ্য হইবেক । ইংলও- } বাসীদিগের প্রকৃতিগুণে অথবা তথায় ক্রয় বিক্রয়ের প্রাদুর্ভাবে কুঅপরেটিভ । শ্রমজীবীদিগের, সেয়ার যদি বিক্রীত । হইয়া এত ক্ষতি নিবারিত হয়, সেকথা । এখন বলা যায় না । কিন্তু শ্রম ও ধন একাধারে একত্রিত হইলে জাতি উৎপন্ন হইতে পারে তাহাতে কোন সন্দেহ নাই। ; আমরা জাতিভেদ প্রথার বিরোধী । তথাচ একথা স্বীকার করিতে হইবেক যে ইংলণ্ডে এই নিয়ম প্রচলিত থাকিলে তথাকার শ্রমজীবীদিগের এমত দুরবস্থা । হইত না । কিন্তু তাহাদিগের এতাদৃশ । দুৰ্দ্দশার একহেতু এই যে ইংলওে শ্রম জীবীদিগের ভূমিসম্পত্তি নাই; এবং । কারখানার ব্যাপার অন্তান্তদেশ অপেক্ষা ; বিস্তৃত । এতদেশীয় ভূসম্পত্তিতে কৃষকদিগের যে কিঞ্চিৎ স্বত্ব আছে তাছাই উহা । দিগের এক প্রধান রক্ষার স্থল। আর | এই কারণ হইতেই বোধ হয় এক পক্ষে । কৃষকগণের জাতীয় ব্যবসা পরিত্যা গকর ; কঠিন এবং পক্ষাস্তরে কারখানার উলতির প্রতি কিঞ্চিৎ ব্যাঘাতও হইতেছে। ! অনেকে এতদেশের জমিদারী বন্দোবন্ত । ও জমিদারদিগকে বিস্তর দোষ দিয়া | `क्क” ‘‘محصفسخسسستے استنتی۔