পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৪২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 > 。 কল্পতরু !

  • -r

(সঙ্গদর্শন পোঃ, ১২৮ ১ । থম শ্রেণীর গ্রন্থ মাত্রেই এইরূপ সম্পূর্ণতা যুক্ত। কিন্তু কোন ২ কবি, এক একভাগ মাত্র গ্রহণ করেন । তাহার যে মনুষ্যের দি প্রকৃতিত্ব অবগত নহেন, এমত নহে ; তবে তাহারা বিবেচনা করেন, যে, যেমন একত্রে সমাবিষ্ট মনুষ্যচরিত্রের ভাল মন্দ অধীত এবং পর্য্যবেক্ষিত করা আবশ্যক, তেমনি উহা পৃথক পৃথক্ করিয়া অধীত এবং পর্যবেক্ষিত করাও আবশ্যক। যেমন একটি যুক্ত বর্ণের উচ্চারণ শিখিবার পূৰ্ব্বে যে বর্ণদ্বয়ের যোগে তাহ নিষ্পন্ন হইয়াছে, তত্তত উচ্চারণ অগ্ৰে পৃথকৃ২ করিয়া শিখা কৰ্ত্তব্য, তেমনি মনুষ্য চরিত্রের অংশদ্বরকে বিযুক্ত করিয়া পৃথক পৃপক অধ্যয়ন করা বিধেয় । এইরূপ বিশ্বাসের বশবৰ্ত্তী হইয়া কতকগুলি কবি মনুষ্যচরিত্রের অংশমাত্র গ্রহণ করেন । র্যাহারা মহদংশ গ্রহণ করিয়াছেন, তাহদিগের গ্রস্তের এক বিশিষ্ট উদাহরণ বিক্টর হাগোর গদ্য কাব্যাবলী । সঁহাৱা অসস্থাগ গ্রহণ করেন, র্তাহার। প্রায় রহস্য লেখক। ইহাদিগের চূড়ামণি সব বন্টিস্। ইহাদিগের গ্রন্থ সকল অতি উৎকৃষ্ট হইলেও, অসম্পূর্ণ কাব্য । এই সম্প্রদায়ের কেবল দুইজন লেখক বাঙ্গালী ভাষায় স্থপরিচিত প্রথম টেক চাদ ঠাকুর ; দ্বিতীয় হতোম পেচা লেথক। অদ্য সেই সম্প্রদায়ের তৃতীয় লেখকের পরিচয় দিতেছি । বাবু ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়,একখানি । - মাত্র গ্রন্থ প্রচার করিয়া, পাঙ্গালীয় প্রধান | ক্ষুদ্রস্তা, নীচাশয়, স্বার্থপরতা, এবং বুদ্ধির -- ختن بخمسة লেখকদিগের মধ্যে স্থান পাইবার যোগ্য বলিয়া পরিচিত হইয়াছেন । রহস্য পটুতায়, মনুষ্য চরিত্রের বহুদৰ্শিতায় লিপি চাতুৰ্য্যে,ইনি টেকচাঁদ ঠাকুর এবং হুতো ! মের সমকক্ষ, এবং হুতোম ক্ষমতাশালী । হইলে ও পরদ্বেষী, পরনিন্দক, সুনীতির । শত্ৰু, এবং বিশুদ্ধ রুচির সঙ্গে মহাসমরে । ইন্দ্রনাথ বাবু পরদুঃখেকাতর, । সুনীতির প্রতিপোষক, এবং তাহার গ্রন্থ । প্ররক্ত । সুরুচির বিরোধী নহে । তাহার যে লিপিকৌশল, যে রচনাচাতুৰ্য্য, তাহা । আলালের ঘরের দুলালে নাই—সে বাক- ; তাহার গ্রন্থে রঙ্গ দৰ্শন- , ঈয২, মধুর হাসি ছত্রে২ | শক্তি নাই । প্রিয়তার , অপাঙ্গে যে চতুরের দৃষ্টি টুকু পদে পদে লক্ষিত হয়, তাই না তোমে, না টেকচাদে, দুইয়ের । তাহার গ্রন্থ রত্নময়, সৰ্ব্ব স্থানেই মুক্ত প্রবালাদি জলিতেছে। দীন বন্ধু বাবুর মত, তিনি উচ্চ হাসি হাসেন না, হুতোমের মত “বেলেল্ল৷ গিরিতে” । প্রবৃত্ত হয়েন না, কিন্তু তিলাৰ্দ্ধ রসের । বিশ্রাম নাই । সে রসও উগ্র নহুে, মধুর, : সৰ্ব্বদা সহনীয় । “ কল্পতরু” বঙ্গভাষীয় একখানি উৎকৃষ্ট গ্রন্থ । মাছকে সম্পূর্ণ কাব্য বলিয়াছি, এগ্রন্থ তাহার মধ্যে গণ্য নহে। দ্বিনি ময়ুষোর শক্তি, মকুষ্যের মহত্ত্ব,--সুখের উচ্ছ,সি, :খের অন্ধকার দেখিতে চাহেন, তিনি এগ্রন্থে পাইবেন না । যিনি মন্থয্যের -