পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৪৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীর পাণিগ্রহণে ইচ্ছুক। আমার এই কথা বলিতে আসা ।” আমি অবাক হইলাম। অমরনাথ বলিতে লাগিলেন, “আমি রাজচন্দ্রের নিকটে এই কথা বলিতেই গিয়াছিলাম । রাজচন্দ্র আপনার অনভিমতে কিছু করিবেন না বলিয় আপনার নিকট অগনি 孤环互1” তান্ধ ফুলওয়ালীর এরূপ বর, আমরা কেহ কখন স্বপ্নেও ভরসা করি নাই । যদি ঘটে, তবে রজনীর বড় সৌভাগ্য তাহার প্রতিবন্ধকতা করা তাকিন্তু গুটি দুই তিন প্রথমতঃ গোপালকে কথা দেওয়া হইয়াছে। ধনাদির লোভে কি বাক্যলঙ্ঘনে পরামর্শ দিব ? দ্বিতীয়তঃ এব্যক্তি অপরিচিত; তৃতীয়ত:—দূর হৌক, তৃতীয়টি ছাড়িয়া দাও । আমার বোধ শ্ৰষ্টল, যখন রাজচন্দ্র আমার উপর ভার দিয়াছে, তখন কিছু বিবেচনা করিয়া কাৰ্য্য করা উচিত । আমি বলিলাম, “এখন রজনীর কোন সন্ধানই নুই । যতদিন না তাহাকে পাওয়া যায়, ততদিন এসকল কথার আন্দোলন বৃথা । এখন এসকল কথা থাক । তাহাকে পাওয়া গেলে, এ বিষয়ে মহাশয়ের সঙ্গে কথা বাৰ্ত্ত হইবে।” বটে। মীর অকৰ্ত্তব্য । কথ। মনে পড়িল । অমরনাথ বলিলেন, “আমার সঙ্গে *প বাৰ্ত্ত হইলেই তহ্যকে পাওয়া যাইবার সম্ভাবনা ।” ബ রজনী । আপনাদিগের भङ হয়, তবে অামি রজ 8& আমার ঘোরতর সন্দেহ উপস্থিত ই ৷ ইল—বলিলাম, “ তবে কি আপনি তা হার কোন সন্ধান জানেন ?” অমর । না । কিন্তু সন্ধান করিতে পারি । আমি । তাছা অমরাও করিতেছি । কই আমরা ত কোন উদ্দেশ পাইতেছি । ন ? অমর। আপনার পাইবেন ল|--কিন্তু ; আমি পল্লীগ্রামে নানা স্থানে যাই । আমি ! অবশ্য সন্ধান পাইব । কথা শুনিয়া আমার বোধ হইল, যে } এ ব্যক্তি নিশ্চিত রজনীর সন্ধান জানে, { কিন্তু বলিতেছে না । আমি তখন | স্থির করিলাম যে ইহার দ্বারা রজনীর } পুনরুদ্দেশ করিব । তাহাকে বলিলাম,

  • ভালই। আপনার স্তায় সুপাত্র কোথায় পাওয়! যাইবে ? আপনি অমুগ্ৰহ করিয়া তাহার সন্ধান করুন। যদি ! সন্ধান পান, তবে আমাদিগকে সম্বাদ দিবেন । তাহাকে পাওয়া গেলে, আপনার সঙ্গে পুনৰ্ব্বর এবিষয়ে কথাবার্তা হইবে।”

অমরনাথ অতি চতুর। বলিলেন, “ তবে বুঝিতেছি, যে তাহকে পাওয়া গেলে পরে, আমার সঙ্গে তাহার বিবাহ হওয়ার প্রতি আপনার আপত্তি নাই ?” আমি বলিলাম, “ রজনী বয়ঃস্থ – } বোধ হয়, তাহাকেও আমাদিগের এক- | বার জিজ্ঞাসা করা আবশ্যক হইবে । مخت---حتـــخـ