পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৪৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(नश्रमंग, भाँ:, ४९°४ 1) শারীরতত্ত্ববিদেরা বলেন, কোন সম্পূর্ণ ; কৃত পুরুষের গাত্রে সৰ্ব্বশুদ্ধ এরূপ, সত্তর লক্ষ ছিদ্র আছে; এবং এই ছিদ্রগুলিন যে সকল প্রণালীর মুখ, তাহা সকল ঘোড়া দিলে, চৌদ্ধ ক্রোশ দীর্ঘ হয়! শুনিয়া অনেক পাঠক মনে করিতে পারেন যে আমরা আবৃকারি মহল লুঠ করিয়া এ প্রবন্ধ লিখিতে বসিয়াছি। ७ई मडद्र व्नशः श्झि निग्न अरुनि অবিশ্বাস্ত বায়ুশোষণ হইতেছে। এবং নিশ্বাসগৃহীত বায়ুস্থ অম্লজান যেমন শীরের মেদকে জল এবং আঙ্গারিক অন্ন করিয়া বাহির করিয়া দেয়, ত্বকৃশোষিত বায়ুও সেইরূপ করে। ত্বকের অসংখ্য ছিদ্র দিয়া অনুদিন অবিশ্রান্ত জলীয় বাস্প, আঙ্গারিক অস্ত্র, এবং অন্যান্য শারীরিক সামগ্ৰী নির্গত হইতেছে। ইহ। শরীরের দ্বিতীয় ব্যয় । ইহাকে অজ্ঞাত ঘৰ্ম্ম বলা যায় । ৩য়। প্রস্রাবাদি । অহরহ শরীর এই ক্ষয়ের অধীন। শারীরিক গতিমাত্র শারীরিক ক্ষয়ের কারণ । তুমি যদি অঙ্গু লিমাত্র সঞ্চালন করিলে, সেইসঞ্চালনে যে সকল মাংসপেশী, স্নায়ু, শিরা, অস্থি যাহ২ সঞ্চালিত হইল তাহাই অবস্থাস্তরিত হয় ; তাহারই কিয়দংশ ক্ষয় হইয়। যায়। যেমন শিল্পকারের যন্ত্র সকল কার্য্য মাত্রে কিঞ্চিৎ ক্ষয়প্রাপ্ত হয় ; যেমন স্থতারের বঁাটালি যতবার কাঠে আহত を হবে, ততবার একটু ক্ষয়প্রাপ্ত হইবে, ன்ன் খাদ্য । 8\öፃ এও সেইরূপ। সে ক্ষয়, এইরূপ অনুমিত হইয়াছে যে, নিশ্বাসাগত বায়ুস্থ অম্লজান যাহা শোণিতে আরোহণ করিয়া শরীরের সৰ্ব্বত্র বিচরণ করিতেছে,যাহার কিয়দংশে পরিত্যজ্য জল ও আঙ্গারিক অন্ন জন্মে, তাহার আর একভাগ শারীরিক সামগ্রীর সহিত সংযুক্ত হয়। তৎকৰ্ম্মে প্রাস্ত্ৰাবিক এবং প্রাস্ত্ৰাবিক অস্ত্র নামক সামগ্ৰী জন্মে; তাহ। শরীরের গঠনোপযোগী নহে ; শরীর মধ্যে থাকিতে পায় না ; তাছা প্রাস্ৰাবযোগে পরিত্যক্ত হয় । তাম্লজান ংযোগে অন্যান্য পদার্থ, ঐরুপে স্বস্ট হইয় ঐক্লপে পরিত্যক্ত হয় । এক্ষণে বিবেচনা করিয়া দেখ যে মমুষ এক মুহুর্তের জন্য স্থির নহে ! সবর্বদা হয় চলিতেছে, নয় নড়িতেছে, নয় কথা কহিতেছে,নহে আরকিছু করিতেছে। যাহা করিতেছে, তাহাতেই চাঞ্চল্যের পরিমাণে শরীর ক্ষয় হইতেছে। যদি কেহ কিছু না করিয়া কেবল বসিয়া চিন্তা করে ক্ষয়প্রাপ্ত হইতেছে। সৰ্ব্বাঙ্গের সৰ্ব্বাংশই ! তাহাতেও মস্তিষ্কের চাঞ্চল্য ; তাহাতেও ক্ষয় আছে। যদি চিন্তাও না করিয়া নিদ্রা যায় তাহাতেও নিস্কৃতি নাই কেননা তখনও নিশ্বাস প্রশ্বাস, হৃদদাত ; রক্তবহন, জীরণ, প্রভৃতি কার্য্য চলিতে থাকে, তাহাতে কত অসংখ্য মাংসপেশী । শিরা, স্নায়ু প্রভৃতি খাটিতে থাকে। অতএব মনুষ্য শরীর, অহরহ অনন্ত চাঞ্চল্য । বিশিষ্ট ; অহরহ, মেদ, অস্থি, মাংস, ম স্তিষ্ক, স্নায়ু, প্রভৃতি সৰ্ব্বাঙ্গের সর্বাংশ অবাধে ক্ষয় প্রাপ্ত হইতেছে । ইহার ক্ষান্তি