পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৪৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৩৮ | আমার সঙ্গীত । (বঙ্গ দশম, মাং ১২৮১ ৷ নাই, নিবারণ করিবার উপায় নাই । শরীরের এই রূপ ব্যয় । জগতে এমত কেহ ব্যয়শেও নাই, যে এরূপ নিরস্তর অবাধে, অনিবাৰ্য্য হইয়া, আপন স্বত্ব ব্যয় করে। যদি পুনঃসঞ্চয়ের উপায় না থাকিত তবে শরীরের এই ভয়ঙ্কর ব্যয়ে অল্প কা লেই মূলধন কয় হুষ্টয় শরীরের ধ্বংস হুইত । এই পুনঃসঞ্চয়ের উপর অা হার । cr:ు? { ہمہ- ) "مسي===== আমরা দেখাইলাম শরীরের মূলধন কি, এবং তাহ কি প্রকারে ব্যয়িত হয় । সে ব্যয়িত ধনের স্থলে নুতন ধন সঞ্চয় করা, অথবা ব্যয় জন্য পৃথক্ ধন সঞ্চয় করা, আহারের উদ্দেশ্য । অতএব যাহা ব্যয় হয়, তাহাই তাহার্য । যাহাতে ব্যয়িত সামগ্রী থাকে তাহাই খাদ্য । এক্ষণে আমরা পরসংখ্যায় দেখাইব, কোন সামগ্রীতে কি প্রকার আহাৰ্য্য পাওয়া যায় । 11 আমার সঙ্গীত । $ কি !— গাইব না—কেন?—অবশ্য গাইব । গায় না কি কভু সুস্বর বিহীনে ? হরিষে, বিষাদে,—প্রণয়ে, বিরহে,— শোকে, সুখে,—হায়! হলে উচ্ছসিত হৃদয় তাহার ? ছুটিলে হায় রে । মানব হৃদয়ে ভাবের প্রবাহ? 2 আসিলে বরষা, সলিল প্রবাহে হয় না কি শুষ্ক পৰ্ব্বত-বাহিনী, কল কল্লোলিনী,–কুল বিপ্লাবিনী? আসিলে বসন্ত, গোলাপের সনে ফুঠে না কুফুল, কুসুম কাননে ? : গায় না কি কাক কোকিলের সনে ? wo হয় এই জড়, অজড়, জগতে, কে বল নীরব ? গাইছে সকল । গৰ্জ্জিছে জলধি, মন্দ্রিছে জীমূত, ডাকে পশু, গায় বিহঙ্গ নিকয় । আমি লর কেন নীরবে থাকিব ? গাষ্ট্রব না কেম?--অবশ্য গাইব । 8 “গাও তুমি ; কিন্তু শুনিবে না কেহ, ঋষভ কণ্ঠের নির্ঘোষ তোমার;—” বলিতেছ তুমি ? শুনিও না তুমি সঙ্গীত আমার । ডমরু মিনাদে, নাচিবে ভুজঙ্গ ফণা আস্ফালিয়া ; পশিবে মঞ্জুক গভরে বিবরে __