৭ঙ্গ দশম, মাঃ, ১২৮১ t) আমার সঙ্গীত । --- • মন্দ্রিলে জীমূত ; ঘোর গরজনে গায় গিরি, নাচে গায় পারাবার ; হাসে “বিন্দুদাম দুৰ্বণ চকিত ” সে রণ সঙ্গীতে,—মরি হাসি পায়,— দুলি অভিমানে উড়ায়ে পেখন, নাচে সগরবে নিৰ্লজ্জ—শিখিনী! ما আজি বঙ্গ দেশ নিল্লজিশিখিনী, তুমি এক ক্ষুদ্র চন্দ্রক তাহার; মুহূৰ্ত্ত ঝলসি দশক নয়ন, যটি কোটি পুচ্ছে—পশিবে আবার । তব তরে নহে মম এ সঙ্গীত, • তব নাট্য শালা—ওই সুসজ্জি ত! 업 গাইছে রমণী, শুনিছে রমণী, নাচিছে রমণী, দেখিছে রমণী, রমণীর নৃত্য ; রমণীর গীত; রমণীর রাজ্য ; রমণী-শাসিত; বক্রবাহ পুরি, আজি বঙ্গদেশ ! মম এ সঙ্গীত বিড়ম্বন শেষ । br যথায় আদর কোকিল। কণ্ঠের;. অবশ পুরুষ দেয় করতালি রমণী ব্যায়ামে,—জঘন্য খেমটায়। যথায় দাসত্ব শৃঙ্খল শিঞ্জিত ; নীে চেয়ে, লক্ষে টপ্পার আদর ; _ ཙ་སྡེ། ཕ সঙ্গীত, মানি—হান্তকর। | | )་ལ་ས་ལམ་མ་མཚན་མ་མཐས་མས་ཨན་། 8 లిసె సి গর্জেছিল এই সঙ্গীত তামার, পাঞ্চজন্যে মহা কুরুক্ষেত্ররণে; শিঞ্জিনী শিঞ্জনে, অস্ত্রের ঝঞ্চনে, রথের ঘর্ঘরে, ঘোর সিংহনাদে । সেই সঙ্গীতের হইয়াছে হায়! শেষ তান লয় ‘চিলন ওয়ালায়’ ! a আজি সেই বীর সমাধি ভবনে, জানিবে কি সেই সঙ্গীত আবার? এই রাশীকৃত শীতল অঙ্গারে, এক কণা অগ্নি হুইবে সঞ্চার? লোহে লোহে হয় অগ্নি উদগীরণ; লোকায়, অঙ্গারে, ?—ভস্মের নির্গম । } > ভস্মরাশি ময় আজি এ ভারত, কে শুনিবে বীর—সঙ্গীত আমার ? কি আছে ভারতে গাইবে যে কবি, ঢালিয়া অমৃত ভস্মের ভিতর ? বরঞ্চ পশিয়া হিমাদ্রি কন্দরে শুনিবে সঙ্গীত ওই কেশরীরে । ¥ R গাইব তাহার তীব্র পরাক্রম, গাইব তাছার বীর অবয়ব, গাইব তাহার কুৰ্জ্জয় নখর, গাইব তাহার গর্জন ভীষণ । অতৃপ্ত উদর,—অসংখ্য দশন,— গাইব তাহার, রক্তিম লোচন ।
পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৪৪৬
অবয়ব