পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৪৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

థ్రాడా -- - - - - --- -- ------------- ------ - - , ৪৫৬ রজনী । (৭ঙ্গ দশম মীঃ ১২৮৯ 1 । _ কাহার শকতি সম্মুখে দাড়ায়, সরব শরীরে কাপিবে পবন, । পবনের মেঘ আনিতে ছিড়িয়ে, ছুটিবে নিনাদ বায়ু সিন্ধু পার। তুঙ্গ আরোহণে জলদে শাসায় ৷ _ সমর উল্লাসে নাচে ঘোর নাটে । এত কহিলাম কেহত শুনেন; উত্তাল তরঙ্গে যবে রত্নাকর, কনক কুমুমে ভ্রমরা ভুলে না, বিয়োগী বিদেশী সাগর সলিল রজত কুমুদে মধুপ বসে না, নাচে কি কখন ঘটের ভিতর ? মোমের কমলে দ্বিরেফ উড়ে না । হবেকিসেদিন?--মিলিবেভারতভুলিবেনিনাদ অথবা–কুরসিক মদকের রস বধু - * জয় জগদীশ প্রেমের আধার’ | বরট—চাহে নাক নিরমল ফুলমধু । শ্ৰীকৃষ্ণ— Ecc:G?&g:24ల933 রজনী । 4 পঞ্চম পরিচ্ছেদ । দাসের সাহায্যেই এই বিভবের অধিপতি । স্থল কথা ছাড়িয়া, আত্মপরিচয় কিছু হইয়াছিলেন । মনোহর, প্রাণপাত কদিতে হইল। আমার নাম শ্রীশচীন্দ্রনাথ | রিয়া পিতামহের কার্য্য করিতেন, নিজে । মিত্র, আমার পিতার নাম শ্ৰীযুক্ত রাম- কখন ধনসঞ্চয় করিতেন না । পিতাসদয় মিত্র ; পিতামহের নাম ৮বাঞ্ছারাম্ | মহ তাহার এই সকল গুণে অত্যন্ত বাধ্য । মিত্র; প্রপিতামহের নাম ৮ কেবলরাম | ছিলেন। মনোহরকে সহোদরের ন্যায় ; মিত্র। আমাদিগের পূর্বপুরুষের বাস | ভাল বাসিতেন; এবং মনোহর বয়োজ্যেষ্ঠ ! কলিকাতায় নহে—আমার পিতা প্রথমে | বলিয়া জ্যেষ্ঠ ভ্রাতার ন্যায় তাহাকে মান্য . কলিকাতায় বাস করেন। আমাদিগের | করিতেন । আমার পিতার সঙ্গে পিতা- ৷ পূৰ্ব্বপুরুষের বাস ভবানীনগর নামক | মহের তাদৃশ সম্প্রীতি ছিল না। বোধ গ্রামে। আমার প্রপিতামহ দরিদ্র নিঃস্ব | হয় উভয় পক্ষেরই কিছুই দোষ ছিল । ব্যক্তি ছিলেন। পিতামহ বুদ্ধিবলে ধন- | কিন্তু আমি একজনের পুত্র অপরের পৌত্র; } সঞ্চয় করিব। আমাদিগের ভোগ্য ভূস- | কি প্রকারে পিতৃ পিতামহের দোষ নিৰ্ব্বা- : ম্পত্তি সকল ক্রয় করিয়াছিলেন । | চনে প্রবৃত্ত হইব? অতএব সে সকল | পিতামহের এক পরম বন্ধু ছিলেন, F. কথা অব্যক্ত রহিল । । * . নাম মনোহর দাস। পিতামহ মনোহর | একদ। আমার পিতার সঙ্গে মনোহর । i نسنيستة