পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৪৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

86ના রজনী ।


— 二门

(৭ঙ্গ দশম মঃি ১২৮১ ৷ সম্পন্ন করিলেন। কেন না এক্ষণে ঐ বাট মনোহর দাসের হইল । এদিকে, মনোহর দাসের কোন সম্বাদ নাই। পশ্চাৎ জানিতে পারা গেল, যে পিতামহের জীবিতাবস্থাতেও মনোহরের কেহ কোন সঙ্গাদ পায় নাই। মনোহর দাস ভবানীনগর হইতে যে গিয়াছিল, সেই গিয়াছিল; কোথায় গেল, পিতামহ তাহার অনেক সন্ধান করিলেন । কিছু তেই কোন সন্ধান পাইলেন না । তখন তিনি উইলের এক ক্রোড়পত্র স্বজন করিলেন। তাহাতে বিষ্ণুরাম সরকার নামক একজম কলিকাতানিবাসী আত্মীয় কুটুম্বকে উইলের একজিকিউটর নিযুক্ত করিলেন। তাহাতে কথা রছিল যে তিনি সযত্নে মনোহর দাসের অনুসন্ধান করিবেন । পশ্চাৎ ফলানুসারে সম্পত্তি যাহার প্রাপ্য তাহাকে দিবেন। বিষ্ণুরাম বাবু অতি বিচক্ষণ, নিরপেক্ষ, এবং কৰ্ম্মঠ ব্যক্তি। মৃত্যুর পরেই মনোহর দাসের অনুসন্ধান করিতে লাগিলেন ; অনেক পরিশ্রম ও অর্থব্যয় করিয়া, যাহ। পিতামহ কর্তৃক অনুসন্ধান হয় নাই, তাহার নিগৃঢ় কথা পরিজ্ঞাত হইলেন। স্থল বৃত্তান্ত অনু| সন্ধানে এই জানা গেল, যে মনোহঁর ভবানী নগর হইতে পলাইয়া কিছু কাল সপরিবারে ঢাকা অঞ্চলে গিয়া বাসকরেন। | পরে সেখানে জীবিকানিৰ্ব্বাহের জন্য কিছু কষ্ট হওয়াতে, কলিকাতার, নৌকা তিনি পিতামহের । যোগে আসিতেছিলেন। পথিমধ্যে বাত্যায় পতিত হইয়া সপরিবারে জলমগ্ন হইয়া- | ছিলেন। তাহার আর উত্তরাধিকারী নাই। 1 । বিষ্ণুরাম বাবু এ সকল কথার অকাট্য । প্রমাণ সংগ্ৰহ করিয়া আমাদিগকে দেখাইলেন। তখন পিতামহের ভূসম্পত্তি আমাদিগের দুই ভ্রাতার হইল; এবং বিষ্ণুরাম বাবুও তাহ আমাদের হস্তে , সমর্পণ করিলেন । | আমাদিগের এখন আর কিছু নাই ; | পিত। যাহা বাণিজ্যে উপার্জন করিয়া | ছিলেন, তাছা বাণিজ্যেই ক্ষয় হইয়াছে। : এই ভূসম্পত্তি আমাদিগের জীবনাব- | লম্বন । এ সকল পরিচয় এখানে দিলাম কেন? ! আমরা ঘোরতর বিপদাপন্ন হইতেছি । বলিয়া । এক্ষণে বিষ্ণুরাম বাবু সম্বাদ । দিয়াছেন যে মনোহর দাসের উত্তরাধি- | কারী উপস্থিত হইয়াছে—বিষয় ছাড়িয়া ! দিতে হইবে । কে উত্তরাধিকারী তাছা বিষ্ণুরাম বাৰু । প্রথমে কিছু বলিলেন না। যে ব্যক্তি । দাবিদার, সে যে মনোহর দাসের যথার্থ উত্তরাধিকারী তদ্বিষয়ে নিশ্চয়তা আছে । কি না, ইহা জানিবার জন্য বিষ্ণুরাম বাবুর ' কাছে গেলাম। আমি বলিলাম, “মহা- } শয় পূৰ্ব্বে বলিয়াছিলেন, ষে মনোহরদাস । সপরিবারে জলে ডুবিয়া মরিয়াছে। তাহার প্রমাণও আছে। তবে তাহার | আবার ওয়ারিষ আসিল কোথা হইতে ?” ! & تتنبسستستلقتتفتتت عتقتنقسيسمسمتت تقتيمنستنة বিষ্ণুরাম বাৰু বলিলেন, “ হরেকৃষ্ণ { حتجسسباستتنہ