পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৪৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

في جميسيسيبي جيجry s. বঙ্গদর্শন, মাঃ, ১২৮১ ) ब्रखनी । so جمعیت جاكسيمي ميميج 8&ఫి দাস নামে তাহার এক ভাই ছিল, জানেন বোধ হয় ।” - আমি। তা ত জানি । ত মরিয়াছে। বিষ্ণু বটে, কিন্তু মনোহরের পর মরিয়াছে । সুতরাং সে বিষয়ে অধিকারী হইয়া মরিয়াছে । আমি । তা হোক, কিন্তু হরেকৃষ্ণেরও ত এক্ষণে কেহ নাই ? বিষ্ণু। পূৰ্ব্বে তাহাই মনে করিয়া আপনাদিগকে বিষয় ছাড়িয়া দিয়াছিলাম। কিন্তু এক্ষণে জানিতেছি যে তাহার এক কন্যা আছে । আমি । তবে এতদিন সে কন্যার কোন প্রসঙ্গ উত্থাপিত হয় নাই কেন ? বিষ্ণু । হরেকৃষ্ণের স্ত্রী তাহার পূৰ্ব্বে মরে; স্ত্রীর মৃত্যুর পরে শিশুকন্যাকে পালন করিতে অক্ষম হইয় হরেকৃষ্ণ কন্যাটিকে তাহার শ্যালীকে দান করে। তাহার শ্যালী ঐ কস্তাটিকেআত্মকন্যাবৎ প্রতিপালন করে, এবং আপনার বলিয়া পরিচয় দেয়। হরেকৃষ্ণের মৃত্যুর পর তাহার সম্পত্তি লাওয়ারেশ বলিয়ামাজিষ্ট্রেট, সাহেব কর্তৃক গৃহীত হওয়ার প্রমাণ পাইয়া, আমি হরেকৃষ্ণকে লাওয়ারেশ মনে করিয়াছিলাম। কিন্তু এক্ষণে হরে - কৃষ্ণের একজন প্রতিবাসী আমার নিকট | কিন্তু সেও উপস্থিত হইয়া, তাহার কস্তার কথা | প্রকাশ করিয়াছে। আমি তাহার প্রদত্ত সন্ধানের অনুসরণ করিয়া জানিয়াছি, যে তাহার কন্ত আছে বটে। ৷ iMTieekTiGAAAA আমি বলিলাম, “ যে হয় একটা মেয়ে | ধরিয়া হরেকৃষ্ণু দাসের কন্থা বলিয়া ধূৰ্ত্ত | লোকে উপস্থিত করিতে পারে । কিন্তু সে যে যথার্থ হরেকৃষ্ণ দাসের কন্য তাহার কিছু প্রমাণ অাছে কি ” . “আছে।” বলিয়া বিষ্ণুরাম বাৰু | আমাকে একটা কাগজ দেখিতে দিলেন, বলিলেন, “এবিষয়ে যে২ প্রমাণ সংগৃ | হীত হইয়াছে, তাহ উহাতে ইয়াদ দাস্ত { করিয়া রাখিয়াছি ” - আমি ঐ কাগজ লইয়া পড়িতে লাগিলাম। তাহাতে পাইলাম যে হরেকৃষ্ণ ! দাসের শ্যালীপতি রাজচন্দ্র দাস ; এবং হরেকৃষ্ণের কন্যার নাম রজনী । ষষ্ঠ পরিচ্ছেদ । প্রমাণ যাহা দেখিলাম তাছা ভয়ানক বটে। আমরা এতদিন অন্ধ রজনীর । ধনে ধনী হইয় তাহাকে দরিদ্র বলিয়া ঘৃণা করিতে ছিলাম । আমি বিষ্ণুরামকে রজনীর সন্ধান জিজ্ঞাসা করিলাম ; তিনি বলিলেন, যে | | বলিতে র্তাহার প্রতি নিষেধ আছে। } প্রথমে মনে করিলাম যে বিষ্ণুরাম বাবু | আমাদিগের বিপক্ষতাচরণ করিতেছেন । কিন্তু কিঞ্চিৎ বিবেচনা করিয়া দেখিলাম, যে তিনি আপন কৰ্ত্তব্যই সাধন করিতেছেন। আমি তাহাকে বলিয়া পাঠাই- 1 লাম, যে, যে অধিকারিণী সে নিরুদ্ধেশ; } :