পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৪৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোল মিটাইবার কথা আমার সাক্ষাতে বলিতে পারেন । - রাজকৃষ্ণ । আপনি উকীল, ঘটক নহেন, আপনাকে বলিয়া কি হইবে ? আপনার মোয়াক্কেল কুমারী, আমার মোয়াক্কেলের গৃহশূন্য ; আমার মোয়াi ক্কেল আপনার মোয়াক্কেলকে বিবাহ করিয়া গোল মিটাইতে চাহেন । বুডসক হাসিয়া উঠিল; আমি অপ্রতিভ হইলাম। আমার সেই স্বপ্নও মনে পড়িল । বুডসক বলিলেন, “ আপনাদের হিদুর মেয়ের কয়ট স্বামী হইতে পারে?” রাজ। কেন? বুডসক। আমার মোয়াক্কেলের বিবাহ হইয়া গিয়াছে । রাজ। কার সঙ্গে, অমরনাথ ঘোষের সঙ্গে ? সে কথা মিথ । বুডসক হাসিল, বলিল “এ মোকৰ্দমায় সে তর্ক উঠিবে না; সুতরাং সে বিবাহ মিথ্য সত্যের বিচারে আমাদিগের প্রয়োজন নাই। তবে এই পৰ্য্যন্ত বলিতে পারি, যে অমরনাথ জীবিত থাকিতে, আপনার মোয়াকেল বিবাহের দ্বারা মোকৰ্দমা মিটাইবার সম্ভাবনা নাই। অমরনাথ মরিলে বাবু বিধবা বিবাহ করিতে পারেন ।” আমার সহ হইল না। আমি উঠিয়া চলিয়া আসিলাম । কাৰ্য্য সিদ্ধ হইল বটে, কিন্তু রাজকুষ্ণের প্রতি বড় রাগ করিলাম।

  • .

রজনী । - ৪৬১ : গৃহে আসিয়া পুনৰ্ব্বার বাদলচন্দ্রকে : স্মরণ করিলাম। অনুমানে বুঝিয়াছিলাম, রজনীর মোকৰ্দমার কাগুটী, অমর নাথ সকলই করিতেছে। বিষ্ণুরাম বাবু যে প্রমাণাদির কথা বলিয়াছিলেন, সে প্রমাণ উত্তম বটে কিন্তু অমরনাথের জন্ত আমার সর্বত্র সংশয় হইতেছিল । অমরনাথের নিগৃঢ় সন্ধান লওয়া আমার কৰ্ত্তব্য বোধ হইতে লাগিল। অমরনাথও সেই একবার দেখা দিয়া কেবল লুকাইয়া বেড়াইতেছে। আমি তখন, বাদলকে বলিলাম যে, যে অমরনাথ ঘোষের সন্ধানে তুমি চোর বাগানে গিয়াছিলে, সেই অমরনাথের সন্ধানে তোমাকে আবার যাইতে হইবে। সে বোধ হয় গ্রাগুলি বুডসকের আপিসে । মধ্যে২ আসিয়া থাকে । সেইখানে সস্বান করিতে হইবে । - বাদল, ছাতি ঘাড়ে করিয়া, গ্রাগুলি । বুডসকের বাড়ীতে কেরাণিগিরির উমে- | দারিতে যাতায়াত আরম্ভ করিল। চাকরি সহজে হয় না; সুতরাং বাদলও আর র্তাহাদের আপিস ছাড়া নহে । প্রথম২ অমরনাথের দেখা পাইল না; শেষ একদিন দেখিল, সেই বাবু উহা- , দিগের আপিসে প্রবেশ করিলেন। বাদল তাহাকে কিছু বলিলন । তাহার গাড়িয়ানের সঙ্গে ছলে কথোপকথন । আরম্ভ করিয়া বাসার ঠিকানা জানিয়া লইল। গাড়িয়ান বাসা জানে না। : তবে সে ইহাই বলিল যে আহিরীটোলায় । įman மை