পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৪৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ليبيييييييييييم جيمسيسيبيسيسيبيسي يعيده 8や28 ভারত মহিমা | (नज**ग, भाँ*, २२०० ! ! শতাব্দীর প্রারম্ভে লিওনার্ডে নামক ইতালী দেশায় একব্যক্তি মুসলমানদিগের নিকটে বীজগণিত শিক্ষা করিয়া উহ। প্রথমে ইউরোপখণ্ডে প্রচার করেন (৩) আরবেরা যে বীজগণিতের স্রষ্ট নহেন, তাহার বিলক্ষণ প্রমাণ আছে। বিজ্ঞান সম্বন্ধে তাহারা হিন্দু এবং গ্রীক জাতির ছাত্র। তাহাদিগের নূতন আবিঙ্কিয়া কিছুই দৃষ্ট হয় না। র্তাহাদিগের পূৰ্ব্বে ভারতবর্ষে আর্য্যভট্ট, বরাহমিহির, ব্ৰহ্মগুপ্ত প্রভূতি, এবং গ্ৰীসদেশে দিওফান্তস নামক বীজগণিতকার প্রাচুভূত হইয়াছিলেন । যিনি আরব দেশে প্রথমে বীজগণিত প্রচার করেন, তিনি যে ভারতবাসী দিগের শিষ্য তদ্বিষয়ে সন্দেহ নাই । সুবিখ্যাত কোলব্রুক সাহেব লিখিয়াছেন, “ মহম্মদ বেন মুসা আরব । দিগের মধ্যে প্রথম বীজগণিত প্রকাশ করেন বলিয়া পরিচিত। তিনিই আল্‌ মান সুরের রাজত্ব কালে আলমামুনের সন্তোষার্থে একখানি ভারতবর্ষীয় জ্যোতিষ গ্রন্থের সংক্ষিপ্তসার রচনা করেন । তিনি হিন্দুদিগের গণনা-তালিকা সংশোধন করিবার অভিপ্রায় প্রকাশ করিয়া তদবলম্বন পূর্বক গণনা-তালিকা প্রস্তুত (o) “Leonardo of Pisa firstintro| duced Algebra into Europe; he learned it at Bugia, in Barbary, where his father was a scribe in the customhouse by appointment from Pisa; his book is dated A. D. 1202–” Cowell’s note to Elಕೊಲೆ History of India p. 145. - করেন এবং তিনি ভারতবর্ষীয় সংক্ষিপ্ত। গণনা প্রণালী শিক্ষা করিয়া স্বদেশে । প্রচার করেন ।’(৪) যে ব্যক্তি পাটীগ । ণিত,জ্যোতিষ প্রভৃতি বিষয়ে হিন্দু দিগের । নিকটে পদে পদে ঋণী, সে ব্যক্তি যে ' হিন্দুদিগের বীজগণিত শিক্ষা করে নাই, ইহা সম্ভব বোধ হয় না। কোল ব্রুক । সাহেবও এইরূপ বিবেচনা করেন। তিনি বলেন, “ গ্রীক ও হিন্দুজাতি : আরবদিগের পূৰ্ব্বে যে বীজগণিত সৃষ্টি করিয়াছিলেন, তদ্বিষয়ে সংশয় নাই ; আরবের বীজগণিতের স্রষ্ট বলিয়া দা- ‘ বিও করে না। বিজ্ঞান সম্বন্ধে তাহারা যে অন্যের নিকটে ঋণী, ইহা তাহারা স্বীকার । করিয়া থাকে ; এবং তাহাদিগের সর্ব- : বাদিসন্মত কথা এই যে তাহারা হিন্দু । দিগের নিকট সংখ্যাশাস্ত্র শিক্ষা করিয়াছিল । তাহারা যে হিন্দুদিগের বীজগণিতও পাইয়াছিল, ইহা যেরূপ সম্ভব, ' (8) “Muhammed Ben Musa Ali , Khuwarezmi is recognized among the Arabians as the first who , made Algebra known to them, He is the same, who abridged, for the gratification of Almamun, an astronomical work taken from the Indian system in the preced- . ing age, under Almansur. He framed tables likewise, grounded on those of the Hindus; which he professed to correct., And he studied and communicated to his countrymen the Indian compendious method of computation.” Colebrooke's Dissertation prefixed | to his tramslation8 from Saiiserit Algebra. | 續 இ -- Sఙ न्श्म्श्चन्घ्ष्म्ब्ष्म्ब्ल्न्ब्a* மேம்