পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৪৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| 8ፃb” শিৰ বলি, দূতবেশী কহে দৈত্যচর “फ़िरमझि,ब्लिटनझि--चांख्निांशिअड:*ङ्गশচী সহচরী তুমি বিষ্ণুর মহিলা ”— “আবার ভুলিলা দূত” চপল কহিল ; •.1 “ থাক মেনে, আর কেন দেও পরিচয়— মুখের অশেষ দোষ, কহিয় নিশ্চয়; অহে দূত, বুঝা গেছে তব গুণপনা— নারী চেনা, মণি চেনা দুর্ঘট ঘটনা! নহি হরিপ্রিয়া আমি বৈষ্ণবী কমলা ; শুন দূত, শচীদুতী অামি সে চপল । আশা করি আসিয়াছ ইন্দ্রের আদেশে, না হবে নৈরাশ,ভাগ্যে ঘটে যাহা শেষে।” চপলা অকুতোভয়ে দৈত্যদ্বয়কে শচী সমীপে লইয়া গেলেন । দৈত্যদ্বয় সেই প্রশান্ত গৰ্ত্তীর তেজোময় আকার দেখিয়া মুগ্ধ হইয়। রহিল। এমন সময়ে জয়ন্ত তাহাদিগকে দেখিতে পাইয়া দ্রুত আসিয়া ভীষণের মুগুচ্ছেদ করিলেন । ষষ্ঠ সর্গে দেবগণ স্বর্গ নিরোধ করিয়াছে। দেবদৈত্যের সেই যুদ্ধ বর্ণনা বাঙ্গালাভাষায় অতুল্য; মেঘনাদ বধে ইহার তুল্য যুদ্ধ বর্ণনা কোথাও আছে আমাদিগের স্মরণ হয় না। এ বর্ণনা পৃথিবীর শ্রেষ্ঠ কবিদিগের যোগ্য। উদ্ধৃত করিতেছি। বেষ্টিয়াছে ইন্দ্রপুরী দেব-অনীকিনী ; চৌদিকে বিস্তৃত যেন সাগরসিকতা, যোজন যোজন ব্যাপ্ত, প্রদীপ্ত ভাকুর্তে— বৃত্রসংহার। সুদৃঢ়সঙ্কল্প উভ দেবতা দম্বুজে। mga gi ārstāsts দুরস্থিত, সন্নিহিত, যত শৈলরাজি, অস্তোদ গিরিশৃঙ্গ, প্রভা উজ্জ্বল, অনন্তের সমুদায় নক্ষত্র বা যথা বিস্তীর্ণ হইয়া দীপ্তি ধরে চতুর্দিকে। প্রাচীরে প্রাচীরে দৈত্য ভীষণদর্শন— পাষাণ-সদৃশ বপুঃ, দীর্ঘ, উরস্বান – নানা অস্ত্র ধরি নিত্য করে পরিক্রম, ভীম দৰ্পে, ভীম তেজে, গৰ্জ্জিয়া গৰ্জ্জিয়৷ ৷ জাগ্রত,স্বলজ্জ সদা যুদ্ধের সজ্জায়, ভ্ৰমে দৈত্য বত্মেবিষ্মে, স্বৰ্গ আন্দোলিয়া, আচ্ছাদি সুমেরুঅঙ্গ, বৈজয়ন্ত ঢাকি, ঘোর শব্দ, সিংহনাদে, অম্বর বিদারি । অস্ত্রবৃষ্টি শৈলবৃষ্টি, প্রতি অহরহঃ, অনন্ত আকুল করি উভয় সৈন্যেতে; রাত্রিদিব যেনশূন্যে নিয়ত বর্ষণ বিদ্যুত-মিশ্রিত শিলা দিগে দিগে ব্যাপি । ত্ৰিদশ আলয়ে হেন অমর দানবে জ্বলিছে সমরবর্তুি নিত্য অহরহ: ; বেষ্টিত অমরাবতী দেব সৈন্যদলে, অর্ণবের উৰ্ম্মিরাশি যথা প্রবাহিত অহৰ্নিশি অমুক্ষণ, বিরত-বিশ্রাম ; স্রোতস্বতী বিধাবিত নিয়ত যদ্রপ ধারা প্রসারিয়া সদ; সিন্ধু-অভিমুখে ; অথবা সে শূন্যে যথা আহিক গতিতে ভ্ৰমে নিত্য ভূমণ্ডল পল অনুপল ; কিম্বা নিরস্তর যথা অবিচ্ছেদ-গতি দেবকুল সেইরূপ দিক্‌ আচ্ছাদিয়া । । osalliams تنقلب تنتة অশষ্ট তরঙ্গ চলে কালের প্রবাহে ; விண்ண்ண்க saistāstums -ਾਂ