পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৫০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

фо о সমাজবিজ্ঞান । (বঙ্গদর্শন,ফাঃ ১২৮১ ৷ আছে। কোন দেশে বৎসরে কত বিবাহ, কত নরহত্যা, কত চিঠিলেখা হইবে, এসকল এক প্রকার স্থির আছে। এমন কি,কত লোকে চিঠির শিরোনামায় মোকাম লিখিতে ভুলিবে,তাহাও অৰধারিত করিয়া বলা যায়। বাস্তবিক সামাজিক অবস্থা যতদিন একরূপ থাকে ততদিন গড়পড়তায় ফল একরূপ হইবে,ইহ একপ্রকার স্বতঃ সিদ্ধ। মন্বয্যের ইচ্ছা কারণ স্বত্রে বদ্ধ, ইহ বলিলে যদি কেহ দুঃখিত হন, কি করিব ? জনমনোমোহন চিত্র অপেক্ষা সত্য অামাদিগের প্রিয়বস্তু। কল্পনার বশবর্তী হইয়া মনুষ্যের মহত্ব বাড়াইতে গিয়া, আমরা সত্যকে পরিত্যাগ করিতে পারি না । কিন্তু র্যাহারা ভাবেন যে অকারণে মনুষ্য যাহা তাহ ইচ্ছা করিতে পারে, তাহাদিগকে আমরা দুই একটা কথা জিজ্ঞাসা করিব । লোকের সৎ বা অসৎ অভিপ্রায় দেখিয়াই আমরা তাহাদিগকে প্রশংসা বা নিন্দা করি। অভিপ্রায়ামু বৰ্ত্ত ইচ্ছায় কারণ স্পষ্টই উক্ত অভিপ্রায় । }, সুতরাং সে ইচ্ছা কাৰ্য্যকারণশ্বজলাবদ্ধ। যে ইচ্ছার কারণ নাই, তাহাকে কিরূপে অসৎ বা সৎ বলিয়া তাহার নিন্দ বা প্রশংসা করিবে? মনুষ্যসমাজ যদিও নিয়মের অধীন, তথাপি তাহ কতদূর বিজ্ঞানের দৃষ্টিপথবর্জ্য, ইঙ্গ অনেকে বুঝেন না। অনেকে মনে করেন, আমি, তুমি, বা মিত হইয়া থাকে, তাহাতেও নিয়ম | অপর কোন ব্যক্তি সারাজীবন কখন | | ങ്ങങ്ങ i سنتشتيتيتية - কি কাজ করিব, বিজ্ঞান কালে বলিতে | পারিবে। এটা সম্পূর্ণ ভ্রান্তি । যদি একখানি কাচপাত্র প্রস্তরের উপরে সবলে নিক্ষেপ করা যায়, তবে কাচপাত্রটি খণ্ড খণ্ড হইয়া ভাঙ্গিয়া যাইবে, পদার্থতত্ত্ব বলিতে পারে ; কিন্তু কোন | খণ্ড কোথায় কিরূপ বেগে যাইয়া পড়িবে ইহ বলা বিজ্ঞানের সাধ্য নহে। সেইরূপ মনুষ্যসমাজের সম্বন্ধে সাধারণতঃ দুই চারিট কথা বলা যাইতে পারে ; কিন্তু তদন্তর্গত ব্যক্তিবিশেষের জীবনগতি নি- { র্ণয় করা বিজ্ঞানের ক্ষমতাতীত । যে জ্যোতিষে বিজ্ঞানের মাহাত্ম্য সৰ্ব্বাপেক্ষা অধিক পরিমাণে প্রদর্শিত হইয়াছে, যাহাতে বিজ্ঞান ভবিষ্যদ্বক্তার দ্যায় বহু কাল পূৰ্ব্ব হইতে স্বৰ্য্যচন্দ্রের গ্রহণ বা গ্রহবিশেষের অবস্থান গণন । করিতে সক্ষম, এমন কি যাহাতে বিজ্ঞান ন দেখিয়া অনুমান বলে বলিতে পারিয়াছে গগনের অমুক স্থানে অনুসন্ধান কর একটা নুতন গ্রহ পাইবে, সেই জ্যোতুিষেও বিজ্ঞান ঠিক ঠিক ফল নির্ণয় করিতে পারে. না । গ্রহদিগের কক্ষগুলি ঠিক কেপলার (Kepler) নির্দিষ্ট বৃত্তাভাস পথ নহে ; অপর গ্রহসমুদ্রায়ের । আকর্ষণে প্রত্যেক গ্রহের কক্ষ শুদ্ধ বৃত্তা- ~. ভাস আকার প্রাপ্ত হইতে পারে না । বাস্তবিক জ্যোতিষিক গণনা দ্বারা পরম্পর আকর্ষণকারী তিনটী পদার্থের প্রকৃত অবস্থানও সম্পূর্ণ বিশুদ্ধ রূপে |