পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৫০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| বঙ্গলেন ফtঃ, ১২৮১ ) CSC CTAMAAA AAAA AAAAAS SASAAAAASA SAASAASAA সমাজ বিজ্ঞান। & * 46 আমরা নিরূপণ করিতে অশক্ত। ইহা হইতেই সহজে অনুমেয় যে, বিষয়ের জটিলতাবৃদ্ধির সঙ্গে সঙ্গে তত্ত্বনির্ণয়ের কত ব্যাঘাত উপস্থিত হয়। মনুষ্যসমাজ একে ত অসংখ্যব্যক্তিবর্গের সমষ্টি, তা হাতে প্রত্যেক ব্যক্তি আবার বিবিধ বাসনার বশবৰ্ত্তী । একমাত্র মাধ্যাকর্ষণের নিয়মাধীন তিনটী পদার্থের কক্ষ কয়টা ঠিক ঠিক নিরূপণ করা যখন অ সাধ্য ব্যাপার, তখন বহুবিধবাসনাজড়িত বহুসংখ্যক ব্যক্তিবর্গের গতি স্থির করা সহজ কাও নহে। বিশেষতঃ দেশ, কাল ও অবস্থাভেদে মনুষ্যের কতরূপ প্রকৃতিভেদ দৃষ্ট হয়। ইহার উপর আবার ভাবিতে হয় যে, মানবজাতি প্রায় লক্ষ বৎসর ভূমণ্ডলের অধিবাসী ; অথচ আমরা কেবল দুই তিন হাজার বৎসরের কোন কোন দেশের ইতিহাস মাত্র জানি । ঢেউ দেখিয়া কেহ অকুল জলধির বৃত্তান্ত সাগরকুলের দুই একটা লিখিতে গেলে তাহার যে দশ হয়, সমুদয় মানবজাতিসম্বন্ধে কোন কথা বলিতে গেলে আমাদিগের প্রায় সেইরূপ দশ উপস্থিত হইবার সম্ভাবনা । যদি আমরা পুরাণবর্ণিত ঋষিগণের ন্যায় ত্রিকালজ্ঞ হইতাম, তাহা হইলেও এক প্রকার নিস্তার ছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা কলিকালের লোক । সামান্য বুদ্ধিরূপ ভেলা অবলম্বন করিয়া অামা দিকে অনন্ত অম্বুনিধি অতিক্রম নিমিত্ত অগ্রসর হইতে হয়। TMAMAAA S0 পদার্থভেদে তন্নিৰ্ম্মিত স্তপের আকার ভেদ ঘটে। গোলক, ইষ্টক, বা বালুক, রাণীকৃত করিয়া সাজাও, স্তুপগুলি ভিন্ন ভিন্ন আকার ধারণ করিবে, তাহাঁদিগের গঠনবন্ধনও বিভিন্নরূপ দৃঢ়তা প্রাপ্ত হইবে। এই সামান্য উদাহরণ ! হইতেই বুঝা যাইতেছে যে সমষ্টির প্রকৃতি উপাদানসাপেক্ষ। মানবসমাজও এই | নিয়মের অধীন। মনুষ্যের স্বভাব দেখিয়াই মানবসমাজের ভাবগতি নির্ণেয়। যখন কোন পদার্থে ভিন্ন ভিন্ন বল প্রয়োগ করা যায়, তখন হয় তাহা স্থির হইয়া থাকিবে, নয় তাহার গতি | হইবে। পণ্ডিতেরা এনিমিত্ত বলবিজ্ঞানকে দুই ভাগে বিভক্ত করেন , ১ স্থিতি | বিজ্ঞান, ২ গতি বিজ্ঞান। স্থিতি বিজ্ঞানে । স্থিতির, এবং গতিবিজ্ঞানে গতির, নিয়ম | সকল নির্ণীত হয় । সমাজতত্ত্ববিদগণ এই দৃষ্টাস্তের অনুসরণ করিয়া সামাজিক । স্থিতিবিজ্ঞান ও সামাজিক গতিবিজ্ঞান নামক সমাজবিজ্ঞানের দুইটা শাখা কল্পনা । করিয়াছেন । সামাজিক স্থিতিবিজ্ঞানে | সমাজস্থিতির, এবং সামাজিক গতি বিজ্ঞানে সামাজিক উন্নতির নিয়মাবলী । নিরূপিত হয় । - - সমাজস্থিতির নিয়মাবলী নির্ণয় করিতে । গিয়া পণ্ডিতেরা মানবসমাজকে শরীরের সহিত তুলনা করেন । শরীরের সমুদায় অংশগুলি পরস্পর সম্বন্ধ রাখিতে যেমন । স্নায়ুমণ্ডল আছে, তেমনই সমাজে শাসন- { কৰ্ত্ত চাই। ভিন্ন ভিন্ন শারীরিক যন্ত্র দ্বার 1