পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৫৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষ্ণচরিত্র । جبیج جیسی بیبِیبسببیہیبسبییبیچ | প্রভেদের একটি কারণ। বিদ্যাপতির সময়ে, বঙ্গদেশে চৈতন্যদেব কৃত ধৰ্ম্মের, | নবাড়ায়ের, এবং রঘুনাথ কৃত দর্শনের নবাভু্যদয়ের পূর্বস্বচনা হইতেছিল; বিদ্যাপতির কাব্যে সেই নবাভু্যদয়ের স্বচনা লক্ষিত হয়। তখন বাহ ছাড়িয়া, আভ্যন্তরিকে দৃষ্টি পড়িয়াছে। সেই আভ্যন্তরিক দৃষ্টির ফল ধৰ্ম্ম ও দর্শন শাস্ত্রের উন্নতি । আমরা যে গ্রন্থকে উপলক্ষ করিয়া, এই কয়টি কথা বলিলাম, তৎসম্বন্ধে এক্ষণে কিছু বল। কৰ্ত্তব্য। শ্ৰীযুক্ত বাবু অক্ষয় চন্দ্র সরকার ও শ্ৰীযুক্ত বাবু সারদা চরণ মিত্র “প্রাচীন কাব্য সংগ্রহ” প্রকাশ করিতেছেন । যে দুই থও আমরা দেখিয়াছি, তাহাতে কেবল বিদ্যাপতিরই ! কয়েকটা গীত প্রকাশিত হইয়াছে। বিদ্যাপতি প্রভৃতি উৎকৃষ্ট প্রাচীন কবিদিগের রচনা এক্ষণে অতি দুপ্রাপ্য। যাহাতে উহা পাওয়া যায়, তাহাতে এত ভেল মিশান, যে খাটি মাল বাছিয়া লইতে কাহারও প্রবৃত্তি হয় না। অক্ষয় । বাবু ও সারদা বাবু উৎকৃষ্ট গীত সকল বাছিয়া শ্রেণীবদ্ধ করিয়৷ প্রকাশ করিতেছেন। বিদ্যাপতির রচনা পাঠ পক্ষে সাধারণ পাঠকের একটি প্রতিবন্ধক ७३ | যে র্তাহার ভাষা আধুনক প্রচলিত বা ४२५२. ! ঙ্গালী নহে– সাধারণ পাঠকের তাহা । বুঝিতে বড় কষ্ট হয়। প্রকাশকের টীকায় দুরূহ শব্দ সকলের সদর্থ লিখিয়া সে প্রতিবন্ধকের অপনয়ন করিতেছেন । । যে কাৰ্য্যে ইহারা প্রবৃত্ত হইয়াছেন,তাহ। গুরুতর, সুকঠিন, এবং নিতান্ত প্রয়োজনীয়। ইহারা সে কার্যোর উপযুক্ত ব্যক্তি। উভয়েই কৃতবিদ্য এবং অক্ষয় বাবু সাহিত্য সমাজে সুপরিচিত। তিনি কাব্যের সুপরীক্ষক, র্তাহার রুচি সুমার্জিত, এবং তিনি বিদ্যাপতির কাব্যের মৰ্ম্মজ্ঞ । দুরূহ শব্দ সকলের ইহার যে প্রকার সদর্থ করিয়াছেন, তাহাতে আমরা বিশেষ সাধুবাদ করিতে পারি।

ভরসা করি, পাঠক সমাজ ইহাদিগের । উপযুক্ত সহায়তা করিবেন।