পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ss .* চন্দ্রশেখর | (दणन•fन, खा;#, ১২৮৯। | মধ্যে পদ্মফুল ফুটিয়াছে—তাহাতে চন্দ্রশেখর যোগাসনে বসিয়া আছেন ; শৈব" লিনী ভ্রমর হইয়া পাদ পদ্মে গুণ গুণ করিতেছে। | সপ্তম রাত্রে সেই অন্ধকার নীরব শিলাকক্কশ গুহামধ্যে, একাকী স্বামিধান o ডুবিয়াছে, অগণিত, শতহস্ত পরিমিত, সর্প গণঅযুত ফণীবিস্তার করিয়া,শৈবলিনীকে | জড়াইয়া ধরিতেছে অযুত মুণ্ডে মুখ ব্যাদান করিয়া শৈবলিনীকে গিলিতে : আসিতেছে, সকলের মিলিত নিশ্বাসে চন্দ্রশেখর আসিয়া, এক বৃহৎ সপের ফণায় চরণ স্থাপন করিয়া দাড়াইলেন; তখন সৰ্প সকল বন্যার জলের ল্যায় সরিয়া গেল। কখন দেখিল, এক মনস্ত কুণ্ডে পৰ্ব্বতাকার অগ্নি জলিতেছে ; আকাশে তাহার শিখা উঠিতেছে ; শৈব

লিনী তাহার মধ্যে দগ্ধ হইতেছে; এমত

j কত, মধ্যে এক গঙুষ জল নিক্ষেপ করিলেন, অমনি অগ্নিরাশি নিবিয়া গেল; বড়বড় পদ্মফুল ফুটিল–চন্দ্রশেখর তাহার উপর . লড়াইয়া ভাসিয়া যাইতে * লাগিলেন। "কখন দেখিল এক প্রকাও করিতে করিতে শৈবলিনী চেতনা হারা- . { ইল। সে নানা বিষয় স্বপ্ন দেখিতে । লাগিল। কখন দেখিল সে ভয়ঙ্কর নরকে । প্রবল বাত্যার ন্যায় শব্দ হইতেছে।

  • 1:...' * * 1ড়াইতেছে,—শৈবলিনীর পুতিগন্ধবিশিষ্ট | সময়ে চন্দ্রশেখর আসিয়া সেই অগ্নি ।

করিতে আসিতেছে। দেখিলেন কণ্ঠ } শীতল পবন বহিল, কুণ্ডমধ্যে স্বচ্ছ - লালোকময়ী ছায়া মেঘের উপর পাঁ | সলিল তৱতর বাহিনী নদী বহিল, তীরে | কুসুম সকল বিকশিত হইল, নদী দলে ऊंशब्र थिान गाहेब्र नदे८र

; تية ಜೂ 2- %ے۔ •'پے........4- نتیننتانسین یاحتتنتن نیستنسنت

ব্যাঘ্ৰ আসিয়া শৈবলিনীকে মুখে করিয়া তুলিয়া পৰ্ব্বতে লইয়া যাইতেছে ; চন্দ্রশেখর আসিয়া পূজার পুষ্পপাত্র হইতে একটি পুষ্প লইয়া ব্যাঘ্রকে ফেলিয়া । মারিলেন, বাস্ত্র তখনই ভিন্ন শিরা হইয়া | প্রাণত্যাগ করিল, শৈবলিনী দেখিল । তাহার মুখ ফষ্টরের মুখের ন্যায় । । রাত্রিশেষে শৈবলিনী দেখিলেন, শৈব লিনীর মৃত্যু হইয়াছে, অথচ জ্ঞান আছে। দেখিলেন পিশাচে তাহার দেহ লইয়া অন্ধকারে শূন্যপথে উড়িতেছে । দেখি | লেন, কত কৃষ্ণ মেঘের সমুদ্র, কত বিদ্যুদল্লিরাশি পার হইয় তাহার কেশ ধরিয়া | উড়াইয়া লইয়া যাইতেছে। কত গগণু } বাসী অন্সর, কিন্নরাদি মেঘ তরঙ্গ মধ্য | হইতে মুখমণ্ডল উখিত করিয়া, শৈবলি ! নীকে দেখিয়া হাসিতেছে। দেখিলেন, | কত গগণচারিণী ভৈরবী, রাক্ষসী, কৃষ্ণ । মেঘে আরোহণ করিয়া, কৃষ্ণকলেবর বিচ্যুতের মালায় ভূষিত করিয়া, কৃষ্ণকেশীৰ্বত | ললাটে তারার মালা গ্রথিত করিয়া বে- | মৃতদেহ দেখিয় তাহদের মুখের জল | পড়িতেছে, তাহার হা করিয়া আহার { য়াছে; পাছে পাপিষ্ঠ। শৈবলিনীর শবের ছায় বিমানের পবিত্র ছায়ায় লগিল্পে শৈশ্নলিনীর পাপক্ষয় হুয়, खरे. - .