পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এস এস সখে! প্রিয় দরশন— , - বাল সহচর-অনন্য-হৃদয়! : শৈশবে, সলিলে সলিল যেমন, । উভয় হৃদয় হইয়াছে লয় । । তোমার আমার জীবন যুগল, এক বৃক্ষে দুই লতার মতন ; শৈশবে যখন হৃদয় কোমল, অনন্ত বেষ্টনে করেছে বেষ্টন । । R এক বিদ্যালয়ে পড়েছি দুজনে, একই প্রাঙ্গণে করেছি খেলা, সম সুখ দুঃখে ভাসিয়াছি মনে, সরল হৃদয়ে শৈশব বেলা । যেই প্রেমে ধরি গলায় গলায়, যাইতাম সুখে অধ্যয়ন তরে ; যেই প্রেমে ধরি গলায় গলায়, অধ্যয়ন করি আসিতাম ঘরে । 'S} সেই প্রেম—কত বৎসরের পরে নিদাঘে বিশুদ্ধ পৰ্ব্বত নিৰ্ব্বরে, . যেন হলো আদি বরিষা সঞ্চার;— । সেই স্রোতে এই কয়েক বৎসর . | গিয়াছে ভাসিয়া ; আজি মনে লয়, যুড়াতে কৈশোর বিদগ্ধ অস্তর,

  • Too. "...

കുക.ഹ്-കു --്പൂക്കുക উছলিছে আজি, হৃদয়ে আমার, । - চিহ্নিত স্বহৃদ r - - - চাকিল যখন নীলাম্বু নিবাস । অধীনত্বে যেন সরোধে ফেণিয়ু । অসীম জলধি, বীরদপ ভরে, । সাজিল যখন উৰ্ম্মি আস্ফালিয়া,

  • Govenanted. † : * * *

লুকাইলে দুরে; অসীম আকাশ | الانه لا يج وية ب بهa) ংসার সাগর-—চিন্তার তরঙ্গদারিদ্র্য দাহন—দাসত্ব দংশন, যেন অকস্মাৎ হলো স্বপ্ন ভঙ্গ, বোধ হইতেছে, সকলি স্বপন । আইস আবার গলায় গলায়, । কহি গুনি স্বখ দুঃখ সমাচার, বিদেশে, বিভূমে, ঈশ্বর কৃপায়, ; i আছিলে ত ভাল বল একবার? i 6. - s t - দুঃখিনী ভারতে অকুল সাগরে, | i ভাসাইয়া যবে চলিলে সখা, কি ভাব উদয় হইল অস্তরে, দেখিয়া মলয়-অচল রেখা? মলয়াবারের তীর সুবঙ্কিম, | মিশাইল যবে জলধি জলে ? | মলয়-অচল উজ্জ্বল নীলিম, . ; মিশাইলে নীল আকাশ তলে? : s * - 3. } i পার্থিব জগত, ছায় বাজি প্রায়, সসীম মণ্ডলে ঘেরিয়া তোমায়, কি ভাৰ উদয় হুইল অন্তরে ? :