পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পূৰ্ব্ববঙ্গবাসী কোন বর, কলিকাতা | নিবাসী একটি কন্যা বিবাহ করিয়া গৃহে লইয়া যান। কন্যাটি পরমাম্বন্দরী, বুদ্ধিমতী, বিদ্যাৰতী, কষ্টি এবং স্থ শীল। তাহার পিতা মহা ধনী, নানা রত্নে ভূষিত করিয়া কন্যাকে শ্বশুর গৃহে পাঠাইলেন। মনে ভাবিলেন, আমার মেয়ের কোন দোষ কেহ বাহির করিতে পরিবে না। সঙ্গের লোক ফিরিয়া অসিলে তিনি জিজ্ঞাসা করিলেন, কেমন হে বাঙ্গালের মেয়ের কোন দোষ বাহির করিতে পারিয়াছে ? সঙ্গের লোক বলিল “ আজ্ঞা ই-দোষ লইয়া বড় গণ্ডগোল গিয়াছে।” বাবু জিজ্ঞাসা করিলেন— “ সে কি ? কি দোষ ?” ভূত্য বলিল, “ বাঙ্গালের বড় নিন্দ করিয়াছে, মেয়ের কপালে উল্কি নাই।” আমরা এই বঙ্গদর্শনে, কখন সৰু জর্জ ক্যাম্বেল সাহেব সম্বন্ধে কোন কথা বলি নাই। যাহার নিন্দ তিন বৎসরকাল বাঙ্গালাপত্রের জীবন স্বরূপ ছিল, তাহার কোন উল্লেখ না থাকাতে, আমাদের ভয় করে যে । পাছে কেহ বলে, যে বঙ্গদর্শনের উস্কি नाई। आभब्रा अल्ला বঙ্গদর্শনকে উদ্ধি । পরাইতে প্রবৃত্ত হইলাম । | তবে এই উদ্ধি বড় সামান্য নহে। যে পত্র বা পত্রিকা--(কোমগুলি পত্র | আর কোনগুলি পত্রিকা তাহা ক্ষীয়রা ঠিক জানি | প্ৰাণ ধারণ করিতেছিলাম—খবরের কী | লেন। কিন্তু এক্ষণে ? হায়! এক্ষণে কি হইবে । झे नििश शशि मां । । হইয়া যায়, তাহাও অবগত নহি)—যে পত্র বা পত্রিকা একবার কপালে এই উল্কি পরিয়াছেন, তিনি বঙ্গদেশ মোহিয়াছেন, মুগ্ধ হইয়। বঙ্গীয় পাঠকগণ র্তাহার পশ্চাৎ পশ্চাৎ ছুটিয়াছে—এবং সাম্বৎসরিক অগ্রিম মূল্যে বরণ করিয়া তাহাকে ঘরে তুলিয়াছে। যে এই উল্কি পরে, তাহার অনেক সুখ । এক্ষণে সৰ্ব জর্জ কাম্বেল এতদেশ ত্যাগ । করিয়া গিয়াছেন—ইহাতে সকলেই দুঃ- ! খিত। এ পৃথিবীতে পরনিন্দ প্রধান মুখ– । বিশেষ যদি নিন্দিত ব্যক্তি উচ্চশ্রেণীস্থ | এবং গুণবান হয় তবে আরও সুখ । i সর জর্জ কম্বেল গুণবান হউন বা না হ- | উন উচ্চশ্রেণীস্থ বটে। র্তাহার নিদায় যে | সুখ, তাছাতে এক্ষণে বঙ্গদেশের লোক ; বঞ্চিত হইল। ইহার অপেক্ষায়, আর | গুরুতর দুর্ঘটনা কি হইতে পারে। এই ; যে গুরুতর দুর্ভিক্ষবহ্নিতে দেশ দগ্ধ হই তেছিল—তাহীতেও আমরা কোন মতে । গজ চলিতেছিল, বঙ্গালি বাবু গল্পের } মজলিশে অশ্লীল গল্প ছাড়িয়া, সৰু জর্জের নিন্দা করিয়া বোতল শেষ । করিতেছি