পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৬ স্বীকার করেন,তাহারা সহজেই বুঝিতে পরিবেন যে একটী মঙ্গলকর তত্ত্বের আবিষ্কার করিতে মানবসমাজের কতকীকালের পরিশ্রম লাগিয়াছে, এবং কত আস্তে আস্তে মনুষ্যের উন্নতি হইয়াছে। সত্য বটে, সময়বিশেষ বা দেশবিশেষের প্রতি দৃষ্টিপাত করিলে আমরা কোন কোনস্থলে অবনতি দেখিতে পাই ; কিন্তু কিঞ্চিদধিক কাল ব্যবধানে সমগ্র মানবজাতির প্রতি নেত্রনিক্ষেপ করিলে উন্নउिई मृष्टिं श्ब्र । खांडिबिटभट्रुज्ञ खेमब्राख আছে, কিন্তু একজাতির হস্ত হইতে অপর জাতি উন্নতিনিশান গ্রহণ করিয়া নেতৃরূপে অগ্রসর হয়। প্রাচ্য ভূখণ্ডের প্রাচীননেত ভারতবর্ষ, পাশ্চাত্যভূখণ্ডের প্রাচীননেতা মিসর । মিসরের হস্ত হইতে পশ্চিমের নেতৃত্বভার ক্রমে ক্রমে বঙ্গদর্শন । (त्रांषांछु । ফিনিসিয়া, গ্রীস ও রোমের হাতে যায়। পরে আরবেরা ইউরোপ ও ভারতবর্ষ উভয় স্থান হইতে জ্ঞানসঞ্চয় করিয়া পূৰ্ব্বপশ্চিম উভয়খণ্ডের নেতা হয় । বর্তমান ইউরোপীয় জাতিগণ এক্ষণে আরবদিগের পদে প্রতিষ্ঠিত। জ্ঞান বিষয়ে প্রাচীন সমুদয় জাতি অপেক্ষ। র্তাহার শ্রেষ্ঠ হইয়াছেন। সমাজনীতিসম্বন্ধে তাহাদিগের পণ্ডিতগণের মতগুলি প্রাচীন পণ্ডিতগণের মত অপেক্ষ নিকৃষ্টতর নহে; কিন্তু এই মতগুলি কাৰ্য্যে পরিণত করিতে র্তাহাদিগের যে কতকাল লাগিবে বলা যায় না। এই কারণেই বলি যে সভ্যতার চরমসীমা হইতে তাহারা অদ্যাপি অনেক দূরে অবস্থিতি করিতেছেন । রা, ক । ~~*落聚爭蕊r~~ বোম্বাই ও বাঙ্গাল । প্রথম প্রস্তাব ৷ আমাদের ইংরেজী শিক্ষিত নব্য সম্প্রদায়ের মধ্যে অনেকের এই এক রোগ আছে যে, তাহারা স্বদেশীয় অপেক্ষা বিদেশীয় বিষয়ে অধিকতর আগ্রহ ও উৎসাহ প্রকাশ করেন । সংস্কৃত শিক্ষার অভাব এবং বাল্যকালাবধি ইংরেজী চর্চ - এই প্রকার মানসিক অবস্থার প্রধান কারণ। যখন ইংলওঁীয় সৈন্যদ্বারা,স্পেন দেশীয় যুদ্ধ জাহাজ বিনষ্ট হইবার সংবাদ আসিল,তখন মহারাণী এলিজেবেথ হংসমাংস তোজন করিতেছিলেন ; এই ঘটনাটিকে অতি গুরুতর জ্ঞান করিয়া যাহার কণ্ঠস্থ করিয়া রাখেন, তাহারা হয় ত ভারতবর্ষে বৌদ্ধাধিকারের বিষয়