পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

δΨly নিয়মাধীন, মূল্য দাও কিম্বা দণ্ড গ্রহণ কর-দণ্ডবিধি সৰ্ব্বত্র ব্যাপক। সকলই भांजिटकब्र भूलूक, मजिज म*ाहेब्रा प्रष সাব্যস্থ কর,নচেৎ যদি পীর স্ববলে অধিকার সংস্থাপন কর। এই কথা গুলি হৃদয়ঙ্গম করিলে কি প্রতীতি হয়? নিরীহতার কাল গত হইয়াছে, পশ্চাতেই বল বা অগ্ৰেতেই দেখ সত্যযুগ অনেকদিন গত বা আসিতে অনেক কাল বিলম্ব আছে । কেবল স্থিরভাবে বসিয়া ভাবিলে সে সময় লব্ধ হইবার নহে। সত্য,নীতি, ধৰ্ম্ম ও রাজ্য বিস্তার করিতে পার না পার, নিজস্বত্ব প্রাণপণে রক্ষা করিবার চেষ্টা কর। নিজের মুখ ও সামাজিক এই উভয়ই সুখের জন্য আগ্রহাতিশয় লোভপরায়ণ লোকের আক্রমণ সৰ্ব্বদা প্রতিরোধ করা কর্তব্য। যে ধৰ্ম্মে এই শিক্ষা দেয় যে বামগণ্ডে চপেটাঘাত করিলে দক্ষিণ গও পুনরাঘাত করিবার জন্য ফিরাষ্টয় দাও, তাহা লৌকিক বা জাতীয় সন্ত্রম বা স্বত্বসম্বন্ধে পরিণত করিলে কেবল হাস্যাম্পদ হইতে হয় । নিরীহতার, শাস্তচিত্তের ও সীমা নির্দিষ্ট আছে । “সৰ্ব্বমতান্ত গৰ্হিত্তম” এ বিষয়েও সত্য। যেখানে প্রত্যেক জাতি স্ব স্ব প্রাধান্য সংস্থাপনে নিয়ত পদচালনা করিতেছে, সেখানে শাস্তমত্তা, দৌৰ্ব্বল্য বলিয়া বুঝাইতে পারে ; আপন স্বত্বে অবহেলা করিলে অপরের দুনীতি বৃদ্ধি হয়, স্বচাগ্র হইতে ফালাগ্র শক্রপক্ষের হস্তগত হয়। সেই জন্য আপন আপন জাতীয়ধৰ্ম্ম বা दन्नार्थन । ( अंदिs । জাতীয় নীতির দৃঢ়পত্তন করা বিশেষ আবশ্যক । 爱· যে সম্প্রদায়ের লোক-বিশেষে উল্লিখিত মত তর্ক করিয়া খাকেন তাহীদের সমস্ত কথা এখনও লিপিবদ্ধ হয় নাই। তাহারা তারো কহিয়া থাকেন যে জাতীয় গৌরব বা জাতিপ্রতিষ্ঠা জন্য যুদ্ধচর্চা আবশ্যক, জাতিসমুচ্চয়ের প্রত্যেক ব্যক্তি বিগ্রহনিপুণ হওয়া উচিত। যুদ্ধ নৃশংস কাৰ্য্য,বলবান জাতির সহিত নিকৃষ্ট জাতির যুদ্ধ নিতান্ত ক্ষতিকর। শোক, অভাব, দুর্ভিক্ষ ও মৃত্যু ত আছেই; তার পর যুদ্ধে কোন কোন জাতির একবারে ধ্বংস হওয়া সস্তব, তথাপি যুদ্ধপ্রিয় লোকের কহেন যে, যে নিকৃষ্ট জাতি উচ্চতর সভ্য জাতির সহিত বলে বা কৌশলে সমকক্ষ না হইতে পারে তাহার জীবিত থাকিয়া নীচত্বের পরিচয় দিয়া কাজ কি ? মহীতল হইতে রসাতল যাওয়াই শ্রেয়স্কর। র্তাহারা বলেন বিগ্রহ ও শস্ত্রশস্ত্রের আলোচনায় সমাজ অনেক প্রকারে উন্নতিপ্রাপ্ত হইয়াছে। প্রথমতঃ ধীর্য্য, সাহস, সহিষ্ণুতা ও ঐকমত্য। বনের পশু পক্ষী কিম্বা নগরের পুরবাসিগণের প্রতিই দৃষ্টিনিক্ষেপ কর আমরা নিশ্চয়ই দেখিব যে ষাহারা অহরহঃ আক্রমণ করিতে কিম্বা অপরের আক্রমণ হইতে আপনাদিগকে য়ক্ষা করিতে তৎপর তাঁহীয়া বিশেষ২ গুণের আম্পদ । ইংরাজিতে যাদ্ধাকে বুল ডগ (Bull dog) কহিয়া থাকে তাহারা পৰ্য্যায়ক্রমে যুদ্ধশিক্ষায়