পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

為bra আসিলাম । কিন্তু তাঁহার ঘরে কেহ নাই —থালি রহিয়াছে ; ঘরে চাবি দেওয়া ना३-८थोण। ब्रक्ष्म्नि|८झ्-अर्थछ ब्रछनौ সেখানে নাই—ঘরের ভিতর একটি বিছানা পড়িয়া রহিয়াছে—একটি প্রদীপ জুড়ীতেছে—কিন্তু রজনী নাই!—বিনোদ, জুরগারে তবে রজনী এ রাত্রে কোথ গেল ? তবে কি তাহার কোন দুর্ঘটনা ঘটিল ! আহা ! কত কষ্ট পাইতেছে— সকলি এ আভাগিনীর জন্য ।” বলিতে বলিতে স্বর রুদ্ধ হইয়া গেল ! অবগুণ্ঠন দ্বারা মুখ আবৃত করিলেন, কিন্তু তাছার ঘন ঘন নিশ্বাসে বুঝা গেল যেন তিনি ক্ৰন্দন করিতেছেন । এই যে যুবতী রজনীর দুঃখে দুঃখিত হইয়া ক্রণন করিতেছিলেন ইনি কুমুদিনী । তিন জনে কিয়ৎকাল নিস্তন্ধে চলিলেন। কুমুদিনীর কত কি মনে হইতে লাগিল,--পূৰ্ব্বকথা স্মরণ হইতে লাগিল। —রজনীর সহিত গঙ্গাতীয়ে তাহার প্রথম সম্প্রদর্শন—কি বিপদেই প্রথম সন্দর্শন !—সেই এক দিন রজনীর জন্য মনে কষ্ট পাইয়াছিলেন–-সে কত কষ্ট— তাছার উরুদেশে কক্তধত্বের সহিত রজনীর মস্তক রাখিরাছিলেন।—সেই অবধি রজনীর প্রতি র্তাহার কিছু মনে মনে স্নেহ জন্সিয়াছে—কিন্তু সে স্নেহ কুমুদিনী কখন বুঝিতে পারেন নাই—তার পর রজনী তাহার ভগিনীপতি হুইল--র্তাহার সোণার স্বর্ণপ্রভার স্বামী হইল—তখন সেই স্নেহ বদ্ধমূল হইল-রজনীকে স.হা. বঙ্গদর্শন । ( শ্রাবণ । দরের ন্যায় ভtল বাসিতে লাগিলেনসেই রজনীর এত কষ্ট ?—এত কষ্টের কারণ কে ? সে কারণ কুমুদিনীই নয়নে দরবিগলিত ধারা বহিতে লাগিল । আর এক দিনের ঘটনা তাহার মনে হইতে লাগিল,-সেই বাণীকূলে—সেই জ্যোৎস্বামী বাণীকুলে—সেই কুমুমিত কামিনী কুঞ্জবনে—রজনী তাহাকে কি বলিয়াছিল; —স্মরণে বড় লজ্জা হুইল-সে ধে ভাল বাসার কথা ;—রজনী তাহাকে ভাল বাসিত ;–কি লজ্জ! লজ্জায় মুখ রক্তিমাবর্ণ হইল-মাথায় আরো কাপড় টানিলেন—সে সময়ে রজনী কি কথা বলিয়াছিল তাহা স্মরণ করিতে চেষ্ট্র। করিলেন। সকলই স্মরণ হইল। তিনি তাহাকে কি উত্তর দিরাছিলেন, স্বভাবতঃ তাহাও মনে হুইল—প্রথমে হেসে হেসে আদর করে বিলেছিলেন–ছিঃ অমন কথা বলিও ন—তুমি আমার ভগিনীপতি --আমার স্বর্ণপ্রভার স্বামী-আমি কি স্বর্ণের স্বামী কাড়িরা লইতে পারি;—মমন কথা যদি আর বল, তা হলে এই কুঙ্ক মিত কামিনী বৃক্ষের ডালে আঁচল গলায় বাধিয়া মরিব —তার পর আবার কি কথায় রাগ হইয়াছিল—সেই রাগে রজনীকে তাহার নিকট মুখ দেখাইতে নিষেধ করিরছিলেন—এবং সঙ্গে সঙ্গে কত রূঢ় কথা বলিয়াছিলেন—সেই অবধি একবার রজনীর সহিত ভাল করে দেখা করিবার বড় সাধ করিত— একবার মন খুলে কথা কহিতে সাধ