পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>bやり কুমুদিনীর দয়া, স্নেহ উছলিয়া উঠিয়াছে। রজনী কুমুদিনীর আদরের ভগিনীপতি, সেই রজনীর বিষয় তিনি লইয়াছেন। তিনি co, সম্বন্ধে ভগিনীপতি মাত্র— র্তাহার প্রতি কি আর কুমুদিনী চাহিয়া দেখিবে ? কখন না। এখন তিনি দরিদ্র —রজনী ধনী—যে কুমুদিনীর ভাল বাস। পাইয়াছে সেই ধনী !—রজনী—রজনী —রজনী—নামটা কি কর্কশ—রজনী দুই চক্ষের বিষ—ইত্যাদি ভাবিতে ভাবিতে শরৎকুমার অন্তঃপুরাভিমুখে চলিলেন । প্রাঙ্গণে আসির একটি দ্বারপ্রতি দৃষ্টি নিক্ষেপ করিলেন, অমনি মুখমণ্ডল মলিন হইয়া গেল । পুৰ্ব্বে পূৰ্ব্বে যখন শরৎকুমার আসিতেন, তখন এই দ্বাবের অন্তরালে অৰ্দ্ধলুক্কায়িত হুইয়া, হাসিতে হাসিতে,মাথার কাপড় টানিতে টানিতে, কুমুদিনী আসিয়া দাড়াইতেন । কিন্তু আজ কুমুদিনী কোথায় ? গবাক্ষ প্রতি চাহিলেন । কুমুদিলা সেখানেও দাড়াইয়া নাই । ভগ্নস্থদয়ে তাহার মাতার শরনকক্ষে প্রবেশ করিলেন । র্তাহীকে দেখিয় কুমুদিনীর মাত কাদিতে লাগিলেন । শরৎকুমার জিজ্ঞাসা করিলেন, “ মা কেমন আছেন?” কুমুদিনীর মন্তি৷ কাদিতে কঁাদিতে বলিলেন, “বাব আমি মরি—আমার উপায় কর—তোমরা আমার ছেলে-রজনী আমায় ত্যাগ করে গিয়াছে ; এখন তুমি ছেলের কাজ কর— আমীয় কাশী পাঠাইয়া দাও ” শরৎকুমার গদগদ স্বরে বলিলেন, “ কালই বঙ্গদর্শন । ( শ্রাবণ পাঠাইয়া দিব।” কুমুদিনীর মাত বলিলেন, "কে নিয়ে যাবে? কৰ্ত্ত বৃদ্ধ,অপটু, অfর আমায় কে নিয়ে যাবে—অর আমার কে আছে ?” শরৎকুমার চিন্ত৷ করিতে লাগিলেন । অনেকক্ষণ পরে বলিলেন, “আমি লইয়া যাইব, কালই লইয়া যাইব ।” কুমুদিনীর মাতা কঁাদিতে কঁাদিতে আশীৰ্ব্বাদ কয়িলেন। শরৎকুমার হরিনাথ বাবুকে সমুদায় পরিচয় দিলেন, স্থির হইল আগামী পরশ্ব কাশীযাত্রা করা হইবে । শরৎকুমার ইতিমধ্যে বিষয়ের একটা বন্দবস্ত করিয়া, কলিকাতায় তৎপরদিবসে তাহাদিগের সহিত একত্রিত হইয়। কাশী যাইবেন । হরিনাথ বাবু বড় স্বধী হইলেন। কুযু দিনীর মাত কাশী যাইবার উৎসাহে অনেক আরোগ্য বোধ করিলেন । শরৎকুমার সকলকে সুখী করিয়া বাট প্রত্যtগমন করিলেন । কুমুদিনীকে চকিতের ন্যার একবার দেখিতে পাইয়াছিলেন ; তাহার করিয়া বহিৰ্ব্বাটীতে আসিবার সময় দেগিয়াছিলেন দেtভালার একটি কক্ষে, কুলুদিনী ঘর আলো করিয়া দাড়াইর, একটি পরিচারিকার সহিত কথোপকথন করিতেছিলেন। শরৎ এক বার চকিতের ন্যায় দেখিয়া চক্ষু মুদিলেন, আর সে দিকে চাহিতে পারিলেন না—লজ্জায় চ{fহতে পারিলেন না । যাহাকে ভাল ব{সা যায় সে যদি ভালবাগ প্রত্যপণ না করে তবে তাছার প্রতি প্রকাশ্যে চাহিতে লজ্জা করে। যেই