পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* २४8 ) জন্য কুমুদিনীকে দ্বিতীয়বার দেখিতে ‘ লজ্জা করল । শরৎকুমার বাট ফিরিয়া ; আসিলেন বটে, কিন্তু মন ফিরাইয়া আনিতে পারিলেন ন—মন কুমুদিনীর নিকট রাখিয়া আসিলেন। যে দিবস গঙ্গাতীরে কুমুদিনীকে দেখিয়াছিলেন—স্নান করিয়া, আগুল্ফ পৰ্য্যন্ত কেশয়াশি আলুলায়িত করিয়া দাড়াইতে দেখিয়াছিলেন,সেইদিন হইতে র্তীহাকে আত্মসমপণ করিয়াছিলেন ; সেই কুমুদিনী আজ র্তাহাকে চাহিয়া দেখিল না। শরতের মনে মনে কত দুঃখ হইল। কাহায় জন্য চাহিয়া দেখিল না ? রজনীর জন্য—আবার রজনী রজনী—রজনী—রজনী—রজনী দিবায়াত্র কি তাহীকে জালাতন করিবে ! দিবারাত্র কি তাহার হৃদয়ে কালসপের ন্যায় দংশন করবে! রজনী তাহার পরম শক্ৰ—ৰ্তাহীকে বিয়য় ছাড়িয়া দিয়া পরম শত্রুর কাজ করিয়াছে। কুমুদিনী বলিয়াছিল “ তুমি এখন ধনী, তোমায় যদি বিবাহ করি লোকে কি বলিবে ?— বলিবে ধনলোভে কুমুদিনী বিবাহ করিয়াছে—আমি যদি কখন বিবাহ করি তবে দরিদ্রকে ।” রজনী তাহাকে ধনী করিয়া আপনি দরিদ্র হইয়া কি ৰাদ সাধিয়াছে ! তিনি ত মনে করিলেই আবার দরিদ্র হইতে পারেন, তাহা হইলে তাহার প্রতি কুমুদিনীর দয়া জন্মিতে পারে। কহিকে বিষয় ছাড়িয়া দিবেন, রজনীকে?—সে ত দেশে নাই—তবে কাহাকে—তবে আর কে এমন সম্প শৈশব সহচরী। أنمي »bማ कैौग्न वाक्कि आँप्छ ?-स्नाटक्क शहै कि । সেই দিবস রাত্রে জনরব হইল যে রতিকান্ত বাড়ুৰ্য্যেয় উত্তেজনায় শরৎ কুমার তাহাকে তাহার প্রাপ্য অংশের পরিবর্তে সমুদায় বিষয় ছাড়িয়া দিতে.' ' ছেন। শুনিয়া হরিনাথ বাবু বড় দুঃখিত হইলেন। অন্তঃপুরে স্ত্রীলোকদিগের নিকট সংবাদ দিলেন। বলিলেন, “আমি গিয়া একবার বুঝাইয়া আসি ।” অনেক ক্ষণের পর গৃহে প্রত্যাগমন করিয়া বলিলেন, “শয়ৎকুমার উন্মত্ত হইয়াছে, সমস্ত বিষয় রতিকাস্তকে লিখিয়া দিয়া কলিকাতায় গিয়াছে।” কুমুদিনী ভাবিলেন,কেবল উন্মাদ নহে “প্রেমোন্মাদ।” হায়! শরৎকুমার তুমি কি দুর্ভাগ্য ! তুমি কি এই কথাটির জন্য দরিদ্র হইলে ? कि अनूठे ! =ബ=ബ সপ্তবিংশতি পরিচ্ছেদ | কুমুদিনীর বিপদ । পরশ্ব আসিল। হরিনাথ বাবু পূৰ্ব্বকথা মুসারে স্বপরিবারে কলিকাতায় যাত্র। করিলেন । সঙ্গে কুমুদিনী ও ভ্রাতৃকন্যা বিনোদিনী ও দুই জন পরিচারিকা ' চলিল। সেই দিবস সন্ধ্যার সময় কলিকাতায় পৌঁছিয়া এক স্থানে বাসা লইলেন। পরদিবস সন্ধ্যার গাড়িতে কাশী যাওয়া স্থির হইয়াছিল । অতি প্রত্যুষে হাবড়ায় যাইয়া হরিনাথ বাবু এক খানি দ্বিতীয় শ্রেণীর গাড়ি সমুদায় ভাড়ী