পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९२४8 ) বাড়াইয়া তাহীকে দেখিতেছে। শরৎ তাহাকে চিনিতে পারিলেন না । ঠিক সময়ে হাবড়ায় পৌছিলেন। হরিনাথ বাবু স্ত্রীলোকদিগকে গাড়িতে তুলিয়া দিয়া, র্তাছার জন্য বরেণ্ডীয় দাড়াইয়া অপেক্ষা করিতেছিলেন, শরৎকে গাড়ির ਚਿੱਚ লইরা গেলেন। গাড়ির ভিতরে গিয়া শরৎকুমারের কম্প ধরিল—শরীর অবশ হইল, হস্ত দ্বারা যে শরীর মুছেন এমন ক্ষমতা নাই। একপানি গামছা লইয়া কুমুদিনী ঈষৎ লজ্জিত হইয়া,ঈষৎ মুখtবরণ করিয়া, মস্তক নত করিয়া অগ্রসর হইলেন । শরৎকুমার তাহার নিকট হইতে গামছা চাহিয়া লইলেন,কিন্তু হস্ত কঁাপিতে লাগিল দেখিয়া হরিনাথ বাবু কুমুদিনীকে গা মুছাইয় দিতে বলিলেন। কুমুদিনী আরো মাথায় কাপড় টানিলেন, বাম হস্ত দ্বার সলজে ' শরৎকুমারের হস্ত ধরিলেন ; যেন প্রভাতপ্রফুল্ল পদ্মদল গুলির দ্বারা শরতের প্রকোষ্ঠ বেড়িল আর দক্ষিণ হস্তে গাত্রমার্জনী দ্বারা তাহার গা মুছাইতে লাগিলেন। মরি মরি, শরৎকুমার এ আবার তোমার কি সুখ ! ক্রমে যখন বক্ষঃস্থল মুছাইতে হইল, যখন কুমুদিনীর মস্তক শরতের মস্তকের নিকট আনিতে হইল, তখন কুমু: দিনীর ত্রীড়া বিকম্পিত ওষ্ঠে ঈষৎ হাসি আসিল, সে হাসি কেবল শরৎকুমার দেখিতে পাইলেন। দুই জনের মাথায় শৈশব সহচরী। ১৮৯ भांशंग्नि ¢क श्ईश, छूहे खरनञ्च निश्वाप्न নিশ্বাসে মিশ্রিত হইল, নয়নে নয়ন পড়িল, লজ্জায় কুমুদিনী আবার ঈষৎ হাসিলেন। কুমুদিনী ঠিক বলিয়t-. ছিলেন, যে “ শরৎকুমার ছেলে মানুষ।” শরৎ সে হাসির প্রত্যুত্তরে আরো কীপিতে লাগিলেন । র্তাহার কম্প দেখিয়া कूभृनिनैौ दाख रुझे ब्रां छूई झरष्ठ चांद्र শরভের দুই বাহু চাপিয়া ধরিলেন, যেন হৃদয়ে তুলিয়া লইবার উদ্যোগ করিতেছেন। তাহ দেখিয়া শরৎকুমায়ের মুখমণ্ডল মলিন হইল, ক্রমে অঙ্গ অবশ হইয়া আসিল এবং পরক্ষণেই অচেতনপ্রায় কুমুদিনীর ক্রোড়ে পতিত হইলেন। কুমুদিনী অতিষত্নে তাহাকে অন্য স্থানে শয়ন করাইবার চেষ্টা করিলেন, কিন্তু শরতের মুখপানে চাহিয়া সে চেষ্টা দূর হইল, আপনার ক্রোড়ে শয়ন করাইয়। রাখিলেন। ভাল কুমুদিনি, তোমার একি "বিত্র ? তুমি রজনীকে দেশান্তরিত করিলে, শরতের মাথা ঘুরাইয় ফেলিলে, ছিঃ একি দৌরাত্ম্য!—তুমি কি একদিনও ভাবিলে না যে মনুষ্যহৃদয় এক বস্তুতে নিৰ্ম্মিত, বরং পুরুষ অপেক্ষ স্ত্রীজাতির হৃদর অধিক কোমল । তুমিও যে একদিন রজনী কি শরতের স্পর্শমুখে মরিবে,সে দিন যে তোমার অতি নিকট! ছি! আপনার হৃদয় আপনি বুঝিতে পার না । リー。 霊リ勢* 霊。 ->చి 3tష్ణో$3:- -