পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গদর্শন | মাসিক পত্র ও সমালোচন । سمه يعة 3 : نيين H يجج : عجو يتيممس পঞ্চম খণ্ড । سسہ ہمپیَنھٹن 4#&0 بُعیعحصہ সর্পবিষ চিকিৎস। সমালোচনার্থবিশ্ববিষ চিকিৎস।* নামে একখানি ক্ষুদ্র গ্রন্থ আমরা পাইয়াছি। সপবিষচিকিৎসা এই গ্রন্থের প্রধান উদ্দেশ্য বলিয়া বোধ হয়, অতএব কেবল সেই বিষ চিকিৎস: সম্বন্ধে আমরা দুই একটি কথা বলিতে ইচ্ছা করি । কয়েক বৎসর হইল সপবিষ লইয়া বহুল পরীক্ষা হইয়াগিয়াছে। কলিকাতায় এক ডাক্তার ফেরার সাহেব প্রায় পাঁচ শত প্রকার পরীক্ষা করেন তদ্ভিন্ন ডাক্তার মহেন্দ্রনাথ সরকার এবং মান্দ্রাজে ডাক্তার সর্ট সাহেব, অষ্ট্রেলিয়া দেশে ডাক্তার হেলফোর্ড সাহেব প্রভৃতি অনেকে অনেক রূপ পরীক্ষা করিয়াছেন । এই সকল পরীক্ষায় মাত্রাভেদে সপবিষ নানা জ ন্তুর শরীরে নানা প্রকারে প্রবিষ্ট করাইয়। বিষের ক্রিয় দেখা হইয়াছে । কখন পিচকারি দ্বারা শিরামধ্যে বিষপ্রয়োগ করা হইয়াছে, কথন বা জন্তুকে সৰ্প দ্বারা ংশিত করাইয়। শরীরে বিষ প্রৰিষ্ট করান হইরাছে এবং অনেক সময়ে সঙ্গে সঙ্গে ঔষধও ব্যবহার করান হইয়াছে ; কিন্তু ডাক্তার ফেরার সাহেবের পরীক্ষায় কোন ঔষধ অব্যর্থ বলিয়া প্রতিপন্ন হয় নাই । * নরবিষ” নামে এক গাছের পাতা অব্যৰ্থ বলিয়া মুঙ্গের অঞ্চলে কতক

  • শ্ৰীহরিমোহন সেন গুপ্ত প্রণীত । কলিকাতা ১৪৬ নং ফৌজদারি বালাখানা আয়ুৰ্ব্বেদ যন্ত্রে মুদ্রিত। মূল্য দ০ বার আন ।

f Thanatophidig of India by J. Fayrer M. D. C. S. I. F. R. S. E. 1872, price Rs. 80. ক